Posts

Showing posts from 2017

Help Humanity

Human world is so amazing that when someone cheers then someone cries on the same fact. If one win then other have to accept defeat. We cannot break the circle of surroundings. We neither think us as bird nor try to stretch our wings. Helping each other in good manner can eradicate the impediments of our life. As a learner,I always try to learn things both new and old. I try to redesign and rebuild the things. I tried to add something interesting when I got opportunity to help others. But helping people is that much tough when they are having back on the wall. Help people on that manner they want. Because if you go through your proceedings,one day they will blame you and accuse you on their failure. And your fault will be staying beside. Being interesting is the only prerequisite to develop yourself as a flying bird. You have to discover your wings. You have to find out why you are born in this very earth. And it takes the entire life to find out. So till then keep smiling on memor...

ক্যান্সার vs ডায়বেটিস

পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হল ক্যান্সার। ঠিক সময়ে ধরতে না পারলে শেষ পর্যন্ত মৃত্যু হল শেষ পরিণতি। চোখের সামনে ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। স্বাস্থ্য ভেঙ্গে যায়।কেমো দিলে তো শরীরের অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। দেখলে নিজেরই খারাপ লাগে। তবে আমার মনে হয় ক্যান্সার রোগটাই ভালো। আমার কথায় আহত হওয়ার আগে আমার বাকী কথা পড়ে নিয়েন।নিজের পক্ষে না রোগীর পক্ষে একবার চিন্তা করে দেখি যে কষ্ট কার বেশি আর কে ভোগ করে। ক্যান্সার রোগের কোন অ্যাান্সার নাই।পানির মত টাকা খরচ হয়। অন্তত যার ক্যান্সার সে কষ্ট পেয়ে একটা পর্যায়ে মারা যায়। কিন্ত ডায়বেটিস রোগটা অনেক খারাপ। টাকা পানির মত খরচ হয় না,তবে চোখের পানির মত খরচ হয়। মাঝে মাঝে। সারাজীবন ধরে এই রোগ বয়ে বেড়াতে হয়। কারো তরুণ বয়সে ধরা পড়ে কারো বা আরও পরে। অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। যে আগে ২ প্লেট ভাত খেতো তাকে এক কাপ ভাত খেতে বলে। যেই বাবা ছেলেমেয়েদের জন্য মিষ্টি নিয়ে আসত সে এখনো আনে। তার সামনে সন্তানরা মজা করে খায় সে খেতে পারে না। যে মা সন্তানদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা রাত চা বানিয়ে খাওয়াতো সে চা খায় চিনি ছাড়া। খেতে তিতা লাগে তাও খায়। সবার জন্য পাতিল...

Friends and Family

Family members are gift from Allah Almighty but friends are our pick. It's up to us whom do we choose or not. A lesson from the "Marry and Max" movie finishing quote taught me. Facebook applies this same algorithm also. People are easily forgettable,erasable and replaceable. But memory never dies. That's why I always try to make memories. I am always grateful to my friends and well wishers for gifting me good memories from the past, till now and I hope they will in future. Thanks for stay in good times as well as in bad times. I thank every of them for supporting, poking, pestering, hurting, disappointing, correcting, quarreling, praising, leaving, helping, financing, defending, rebuking, wishing, loving, hating, remembering and teaching me. These things are priceless to a worthless person like me. I am not that worthy I thought. I am indebted towards them till death. I couldn't repay as I don't know how to except wishing well. Wish me good luck in life a...

Maktub

We wish to be king of our own kingdom.Hardly we get our wish granted! Most of the time we want to be some and we become something different.Something is beyond our ability but we still chase.Something is inherent but we hinder.That's the reality.What is lotted cannot be blotted. May be we are not happy with conscience.We love to dream and become happy if that came true.We loose our heart if not.If there is something for me,nobody can take it away from me inshaAllah.If there is nothing for me,there is nobody who can help.Being patient,devoted to almighty Allah and trying hard with faith is the only way 👣. #MIKParadox  

Stupid Idiot

Life is a short story.It starts abruptly and ends suddenly.Happiness is always ambiguous.Define your own.Donn mess with mine.We like fire as it keep us warm but we also dislike it for burning badly.It's always personal conscience what we do.We should not keep false wish alive.The problem is people are forgetful.Don't regret for that you decide.Because people will blame you but you will not. "The closer you look,The less you see " It's better to suspend yourself due to own stupidity.There was,there is and there will be always a difference.Believe it or leave it.It seems wise to deal with the dealer of the dealers that after the deal there will be no deal any more. ::While Working:: We hardly find a teammate like our own or a mentor that we want. If any of these two happens,everything will be so easy for us.But we hardly find any of those.They are fortunate who get.They can build their world as they feel like.Now let's think differently.May be it's not good...

ব্যক্ত

নিজের সাথে নিজেকে সময় দেয়াটা খুব জরুরী। মাঝে মাঝে খুঁজে দেখি যে আমার আমিই নাই! প্রতিনিয়ত নতুন করে নিজেকে সাজাতে হয়। বড্ড অলস আমার এই দেহ আর মন। যদিও "exception is not an example"!  জন্মের আগে থেকেই নির্ধারিত ভাগ্য নিয়ে সবাই পৃথিবীতে এসেছি। শুধুমাত্র ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করতে পারি, বাদ বাকিটা নিয়তি। যেটা আমার জন্য নির্দিষ্ট সেটা পারলে কেউ নিয়ে দেখাক, আর যেটা আমার না সেটা আমি নেয়ার কোন ক্ষমতাই রাখি না। আল্লাহ্‌ ভাগ্যের ব্যপারে এইরকমই আত্মবিশ্বাসী করেছেন মানুষকে। তবে তার জন্য প্রয়োজন চেষ্টা এবং পরিশ্রম দুটোরই। কারণ কেউ জানে না যে ভাগ্য কি লিখা আছে।  আল্লাহ্‌ এর উপর পরিপূর্ণ আস্থা আর ধৈর্য ধারণ করা ছাড়া আর কোন বিকল্প নেই। আল্লাহ্‌ যে আমাদের জন্য কি ঠিক করে রেখেছেন সেটা আমাদের ধারণারও বাহিরে। পরিবার আমাদেরকে বড় হয়ে জীবন নিয়ে ব্যাস্ত হতে প্রস্তুত করে দেয়। কিন্তু আফসোস যেই পরিবার মানুষকে গড়ে,মানুষ সেই পরিবারকেই ভুলে যায়।  মেকি সামাজিকতার ভিড়ে থাকার ইচ্ছে নেই। তাতে যদি কেউ অসামাজিক বলে বলুক। সামজিকতা কি এবং কিভাবে সামাজিক হতে হয় তার নুন্যতম পাঠ মাধ্যমিক পর্যায় পর্যন...

Words of nothing!

If we don't change time,it will change us.They say I bleed blue,I say red.That's why now we bleed bad.The hardest truth is,"Decision is always yours." I disagree with people who says hard work seldom pays off. May be you could do some more to make it certain.I had some lessons of sinking boat at coast.I then stand up and continue.sometimes I halt and change direction.But you see it's hard work that never compromise with anybody. Today or Tomorrow it will shine. No matter how deep you hinder. "Humble in victory humble in defeat.It is what it is.I took a chance it didn't pay off. I'll be back." Conor McGregor

চান্না মেরেয়া ভাবানুবাদ

Image
আচ্ছা বিদায় নিচ্ছি, প্রার্থনায় মনে রেখো আমাকে স্মরণ করাটা,তুমি তোমার ঠোঁটে রেখো তোমার মনের বাক্সে,আমার ভালো কাজ গুলো রেখো চিঠি আর তারবার্তায়,আমার সালাম গুলো রেখো ।। আমি তোমার অন্ধকারগুলো নিয়ে নিলাম আমার উজ্জ্বল তারাগুলো এখন থেকে তোমার করে দিলাম আমার চাঁদ ও আমার চাঁদ আমার চাঁদ ও আমার ভালোবাসার চাঁদ ।। আমি যদি তোমার পারিপার্শ্বিকে না থাকি কোন দুঃখ নেই,কোন দুঃখ থাকবে না আমাদের কাছাকাছি থাকার গল্পের, অভাব নেই, অনেকগুলো আছে অনেকবারই আমি করেছি আমার সকাল থেকে সন্ধ্যা তোমার আঙ্গিনায় বসে।। আমি সরিয়ে নিচ্ছি আমার পথ তোমার দিক থেকে আমি চন্দন, রেখে যাচ্ছি আমার সুবাস তোমার জন্য রেখে যাচ্ছি আমার অন্তরের আশা গুলো তোমার বালিশের নীচে এই বৈরাগী,বৈরাগ্যের চাদর গায়ে দিয়ে চলে যাচ্ছি ।। সত্যিকারের ভালোবাসা হয়ত তাতেই আছে, যেটাতে আছে আবেগ, তারপরও দুইটি হৃদয়ের বন্ধুত্বেও অনেক শান্তি আছে। দিয়ে আমাকে তোমার অনুপস্থিতি মানলাম সৃষ্টিকর্তা আমাকে আমন্ত্রণ দিয়েছে। আমার চাঁদ ও আমার চাঁদ আমার চাঁদ ও আমার ভালোবাসার চাঁদ ।। #ভাবানুবাদ #চান্না_মেরেয়া #MIKParadox

আল্লাহু

Once upon a time, I was a little child You grow me up, I know you in time আব্বু আম্মু তোমারই দান,ইয়া জাল্লে জালালু চেয়েছিগো আল্লাহ্‌ তোমায়, এ জীবনে শুধু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আল্লাহ্‌ তুমি দিও আমায় সবর ও হেদায়াত মেনে চলে পেতে চাই, তোমার হাবিবের সাফায়াত আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্‌ ............... আল্লাহ্‌ ......... জিনে দিয়া তুনে পিনে দিয়া তুনে খানে দিয়া তুনে সোনে দিয়া তুনে রোনে দিয়া তুনে হাসনে দিয়া তুনে ঈমানে দেদিয়া ইয়া আল্লাহ্‌ আল্লাহ্‌ তুমি দিলে আমায় অগণিত নেয়ামত করি যেন শুকরিয়া, ঘটার আগে কেয়ামত আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু সাউন্ডক্লাউডের জন্য লিখা গান।  লিঙ্কঃ https://soundcloud.com/mikparadox_1/allahufeat-mik

খোকা ঘুমালো

খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবো কিসে ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেবার খবর কি? খোকা সুধালো বুলবুলি তুই হারালি কোতি? ধানক্ষেতেরই খাজনা দেবা রইছে বাকী ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেবার খবর কি? বুলবুলি ও বুলবুলি তুই খাজনা দিয়ে যা, না পারো তো আমার লাই তুই সাক্ষী দিয়া যা ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেবার খবর কি? ও বুলবুলি তোমার লাগি সমন দিছি জারি, না আসিয়া এবারো কি দিবি আমায় ফাঁকি ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেয়ার খবর কি? বুলবুলি আসিলো জোরে জোরে ডাকিলো, বুলবুলি ধান খেয়েছি খাজনা দিবো শেষে ও খোকা ও খোকা তোর খাজনা নেবার কথা? বুলবুলিটা খাজনা লইয়া খোকারে খোঁজে, খোকার ঘরে সাড়া শব্দ আর কি আছে ও খোকা ও খোকা তোর খাজনা নেবার কথা? বুলবুলি ও বুলবুলি তুই আসলি অবশেষে, খোকা তোমার ঘুমের দেশে চলিয়া গেছে ও খোকা ও খোকা তোর খাজনা নেবার কথা? খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবো কিসে সাউন্ডক্লাউডে গানের জন্য লিখা লিরিক্স।  লিঙ্কঃ  https://soundcloud.com/mikparadox_1/mik-feat-khoka-ghumalo

Keep dreaming!

Dreaming is too easy for a person as it costs zero. We all are leaving in the boundary of dreams. It keeps us alive and help us in proceeding further. There is no limit in dreaming until it's on our head.But the real world is so tough to allege. Dreams are just the boat in the sea of life. Reality is the paddle that we continue to move forward. Some dreams are never meant to be happened unless we try for it. I also have some dreams and some came to realty some never came and some are on the way to be cherished. When it's my dream,I stopped listening to the people if and only if the dream is that much true to me. Many obstacles will be in way of life when we marched forward.These impediments can not eradicate our progress if we stay true and free. We are responsible for our deeds not others. If we stop accusing others for our mistake,we will progress for sure. Life was not ever easy for me and won't be for you too.  Paulo Cohelo introduced dream to become reality in his ...

আমি আর বাংলা

বাংলা আমার মায়ের ভাষা,মাতৃভূমি বাংলাদেশ প্রাণের ভাষায় করি গল্প,এই তো আছি বেশ। এতো ভালো লাগে কেন,মায়ের ভাষায় বলতে কথা বুঝতে পেরে জীবন দিল,সালাম,রফিক,জব্বার; বরকত সহ আরো অনেক মায়ের সন্তান বিলিয়ে দিল আকাতরে নিজেদের প্রাণ, রাখতে বাংলা মায়ের বাংলা ভাষার মান। কি যে জাদু বাংলা ভাষায়, বোঝা কি যায় সহজে বুঝেছিলেন মধুসূদন যখন ছিলেন প্রবাসে। শিশু শিখে “মা” বুলি কতোই না সহজে সেই কারণে রক্ত দিয়ে করল শহীদ নিজেকে বাংলা বলি,বাংলা লিখি,বাংলায় গাই গান সেই গানের সুরে শুধুই বাংলার অবদান মাঝে মাঝে অন্য ভাষায় যদি করি কিছু ভালো লাগেনা যতটা লাগে বাংলায় সবকিছু। "মা ও মাতৃভাষা" ই-ম্যাগাজিনের জন্য লিখাঃ ২০১৫

পলিমরফিক অ্যালিগরি

পৃথিবীর দুটো মানুষের গল্প কখনোই একই হয় না। হবেও না। কেউ কাউকে নিজের পাল্লায় literally মাপতে পারে না। পারবেও না। সবাই অপরকে figuratively মাপতে পারে এবং মাপে। তাই সবার গল্প সবার পছন্দ মত হোক এই আশাবাদ ব্যক্ত করি। অনেকদিন পর সেই দীর্ঘদিনের জীবনের কিছু সময়ের জন্য ফিরে যাওয়ার অনুভূতিই আলাদা। অনেকদিনের পর সেই পুরনো গল্পের পাতা উলটানো। গল্প গুলোর উদ্দেশ্য বলিঃ "তুমি আকাশ হয়ে যাও, আমি থাকি পাহারায়। তুমি ঘুম হয়ে দুচোখে দেখা, স্বপ্ন রাতের তারায়।" সেরিব্রামের পর্দায় সাজানো নিজের জমানো গল্পগুলো খুলে দেখতে ইচ্ছে করে। অনেক গল্প জমে আছে এই ছোট্ট পেরিকার্ডিয়ামের পর্দায়ও। ১)বিড়াল কেনার উদ্দেশ্যে পেটস্টোরে গেল। অনেক বিড়ালের মধ্যে রাখা দুস্ট বিড়ালের দুস্টমি দেখে সবাই খুব খুশি হল। হাত তালি দিল। প্রশংসায় ও পঞ্চমুখ সবাই। বিড়ালটাকে যে কেউই কিনবে বলে সবাই বলাবলি করল। কিন্ত চলে আসার সময় একটা ভদ্র দেখে বিড়াল কিনেই তবে ফিরল। ২)বাসায় মেহমান আসলো। বাটিতে মিষ্টি রাখা। একটা খোলা আরেকটা ঢাকনা দেয়া। দেখা গেল সবাই খোলা মিষ্টিটা দেখলেও, ঢাকনা সরিয়ে ঢেকে রাখা মিষ্টিটাই খেলো। রিয়েলিটি এইটাই ! সেলুকা...

Monolouge

Life is not a bed of rose and we all knew that.There are always games in our life in all manner.We win some and we lose some.In 2015 AB de Villiers made fastest 50(16) and fastest 100(31) in the same game,but he was caught out at 149(44) just one run short from the fastest 150 in ODI history on the same day. If it's me who lit the fire,then definitely it has to be me who will clean up the ashes.If you seek for motivations and inspirations, follow the athletes and fighters. "I make no excuses. This is...it is what it is. I came up short. I took a chance, it didn't pay off, I'll be back." - Conor McGregor Mashallah,I achieve many as well as I have to lose some too. So focusing on what I get instead of what I lose. Because always there is next. Life is enormous,it doesn’t end in that short manner. It’s hard work that pays the bill. I am happy with what I am gifted by Almighty Allah and I will be happy for next time inshaAllah. I know it’s hard to accept adversity, b...

Life is beautiful

In the way of our life,sometimes we find loose ends.Some ends may occur unexpectedly or intentionally.Whenever you found loose ends,either make tight or cut down.The choice is only yours.We have to do whatever corrects the situation. Shakespeare said,"Sometimes I have to be cruel just to be kind". That means sometimes we have to do some wrong to make some right.We break some little to make the bigger.Don't regret for that you decide.Because people will blame you but you will not. If you don't pay the past with the present,the future won't pay the past with the present.There is nothing to be shy of.I took a chance,it didn't pay off.It is what it is.There is no wrong in smiling with a happy heart. Life is beautiful. #MIKParadox

খিচুড়িনামা

একজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে খিচুড়ির সাথে সাদা ভাত খান। তিনি খেতে চাইবেন না। স্বাভাবিকভাবে যদি বলি এর সাথে আলাদা রান্না করা ডাল নেন। আমাকে পাগল ভাববে। দেখুন চাল আলাদা ভাবে রান্না করলে হয় সাদা ভাত। আর ডাল তো রান্না করাই যায় আলাদাভাবে। কিন্ত খিচুড়ি রান্না করলে পরে সাদা ভাত বা রান্না করা ডাল কোনটাই আর থাকে না। হয়ে যায় এক নতুন রান্না যার নাম খিচুড়ি। সাদা ভাতের সাথে অতিরিক্ত সাদা ভাত নেয়া যায় বা ডালও অতিরিক্ত নেয়া যায়। কিন্ত খিচুড়ি রান্নার এই একই উপাদান চাল বা ডাল যখন একত্রে রান্না করা হয় তখন সে চাল থেকে সাদা ভাতের বা আলাদা ডালের যে স্বকীয়তা সেটা হারিয়ে ফেলে। কিছু রান্না আলাদা আলাদাই ভালো। একত্রে মিশে গেলে তাদের কেউই আর আগের মত থাকে না। তারা আলাদাভাবে যে যার অবস্থানে ঠিক থাকে, আলাদা রান্না হবার পর একত্রে মিশলে কোন সমস্যা হয় না। রান্নার আগে একত্রে মিশে গেলেই নিজেদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। কিছুটা রসায়নে পড়ে আসা রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তনের পার্থক্যের মত। হয়ে যায় রাসায়নিক পরিবর্তন।অক্সিজেন এক গ্যাস যে কিনা আগুন জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন আরেক গ্যাস যে কিনা নিজে একা জ্বলে। ...

ফলাফল

মানুষের জন্মই হয়েছে মৃত্যুবরণ করার জন্য কেননা মৃত্যুকে এড়ানোর কোন পথ এখনো মানুষের জন্য অজানা। এই চরম সত্যটাই আমরা জেনেও না জানার ভান করে বেঁচে থাকতে চাই। আমরা প্রত্যকেই নিজ কাজের জন্য দায়ী। আর কেউ না। তবে হ্যাঁ এখানেও কিছু ব্যাপার আছে। আমরা বাস্তবতা ভুলে আবেগ দিয়ে বিচার করি আর পরে আবেগ ভুলে বাস্তবতায় গালি দেই। যারা আজ সফলতার গান গাচ্ছে গতকাল তারাই ব্যর্থতায় ধিক্কার দিচ্ছিল। মানুষ কাউকে প্রতিভা দেখে তাকে পছন্দ করে। কিন্ত পরে দেখা যায় যে তাকে মানুষ হিসেবে পছন্দ করতে বিবেকে বেঁধে যায়। মানুষ হুমায়ূন আহমেদকে উপন্যাসিক হিসেবে পছন্দ করে। কিন্তু মানুষ হিসেবে তাকে পছন্দ করতে অনেকের বিবেকে বাঁধে। আসলে তারা মানুষের প্রতিভাবে পছন্দ করে, মানুষকে না।সবাই আমের মিষ্টতা নিয়ে লেকচার দেয়,সুবাস পেতে চায়। কিন্তু বাজার থেকে  দাগওয়ালা আমটা কেউই কিনতে চায় না। সবাই সুন্দর দেখতে আমটাই নিতে চায়। ভুলে যাই সেই মিষ্টতা আর সুবাসের কথা। "Morning shows the day" ও বলবে আবার "Don't judge a book by its cover" এইটাও বলবে। নিজে কতটুকু জানলাম বা কতটুকু পারলাম তার প্রমাণ হয় আরেকজনকে শেখানোর মাধ্যমে...

Brother-Sister relationship

No relation is complete.All relations are common in terms of love. But they are different in the manner and between people.Relationships are incomplete, so that we tried to stick together trying to make it complete. One of the most vital fundamental relation is Brother-Sister relationship after Parents-Child relationship.As every brother will be a future father and every sister will be a future mother.Here they fight,laugh,envy,cry,connects,compromise,talk,counsel,quarrel,abandon,curse,love and many more together.There are also some aspects that you can't get from this relationship but remember I alleged this relationship as fundamental.Neither the primary nor secondary.It's different. Alhamdulillah,I am fortunate enough to be surrounded by brother and sisters. #MIKParadox

খাঁচার পাখির

কখনো পাখি পোষ মানানোর সুযোগ পাই নি। জানতে ইচ্ছে করে বাপ্পা মজুমদার এর মুখে শোনা " আকাশ দেখে খাঁচার পাখির উড়ে যাবার ইচ্ছে হতেই পারে" কথাটা সত্য কিনা!চন্দনা মজুমদারও হয়ত একমত ছিলেন," বহুদিনের পোষা পাখি দিল আমায় ফাঁকি।" পোষা পাখি ই যদি হয়ে থাকে তাহলে আবার উড়ে যাবার ইচ্ছেই বা কি করে হয়! অবাক লাগে না! তবে মনে হয় খাঁচায় বন্দী পাখি তো, পোষ না মানা ছাড়া আর কোন পথ ও ছিল না। খাঁচার বাহিরের পোষা পাখিদের কখনো ফাঁকি দিতে শুনিনি। পশুদেরও না। কথা বলা পাখি মানুষের ভাষা শেখে,মানুষের ভাষায় কথা বলে। মানুষ পাখির ভাষা বোঝে না। আমি একবার এক বিড়ালের ছোট বাচ্চা পুষতে চেয়েছিলাম।দুই জনের মিস কমিউনিকেশন আর আমার বেশি কেয়ারিং এর জন্য পরে সেটা আর হয় নাই। পশুদের আবেগ বেশি কিন্ত বিবেক নাই। তবে কিছু প্রাণীর থাকে ঠিক যেমন আমাদের কিছু মানুষের থাকে না। কিশোর কুমার শুনিয়েছেন,"একদিন,পাখি উড়ে যাবে যে আকাশে,ফিরবে না সে তো আর কারও আকাশে ।"জোর করলে পশু পাখি পোষ মানে, সুযোগ বুঝে কালে ভাদ্রে ফাঁকিও দেয়।কিন্ত মানুষকে কখনো পোষ মানানো যায় না। মানুষ ঐ খাঁচার পাখির মতই। #MIKParadox

স্মৃতি

কাছের মানুষেরা দূরে চলে গেলেই মনে হয় ইস! আরেকটু থাকত নাহয়! কাছে থাকলে ঠিক সেই রকম কেন যেন লাগত না।এক কাপ চা খাওয়ার সাথে করার কত কথা কত গল্প মনে হয় রয়ে গেল!  সাথে করা অকারণ ঝগড়াগুলো খুব মনে দাগ কাটে,যে কি বোকা বোকা ঝগড়াই না করলাম। তর্ক গুলো এম্নে এম্নেই করা, না করলেই বা কি হত! হাসির মুহূর্ত গুলো মনে করে করে একাই হাসি।সময়কে বড় প্রতারক মনে হয়। কেন যেন মনে হয় অল্প করে দেয়,কম দেয়। আসলে ভুল। সময় সময়ের গতিতেই দেয়। আমরাই অল্প বা বেশি হিসেব করি। আমাদের চলক জীবন ধ্রুবক সময়ের হিসেব মিলাতে হিমশিম খায়। দূরের বা কাছের মানুষের গল্প আমি অনেকই বলি,অনেকই লিখি। মানুষ হয়ত বিরক্ত হয়।কিন্ত এইটাই জগতের অন্যতম বড় সত্য।সবাই এই সত্যটা জানে,বুঝে। তাই দেখেও না দেখার ভান করে,বুঝেও অবুঝ থাকে।তারাও হয় এমনটিই করে বা ভাবে।  আমি একা একা বসে চুপ করে ভাবি।মুনীর চৌধুরী বেঁচে থাকলে হয়ত এই নিয়ে লিখতেন।মানুষ ছোটবেলায় কাছে থাকে,বড় হলে দূরে যায়,কারণে অকারণে দূরে যায়। সকালে-বিকালে দূরে যায়।  স্মৃতি বড়ই প্রতারক হলেও এই স্মৃতিই কাছে রাখবে সবসময়। হারাতে দেবে না কাউকে। দূরে গেলেও রেখে যাবে স্মৃতি। দূরে যাওয়াটা...

Set theory!

Let's have some fun with Set theory that we learn @class 9 in general math. Consider our life as set U If I am set A and other peoples in general each are set B i.e B = U - A = A' it's possible to find A U B , A ∩ B, A - B, A', A x B etc.etc. But it's never possible to find A = B as B = U - A = A' and A ≠ A' Then I have to accept that reality and I am OK with that. Why so serious! # Allegory # MIKParadox

রূপকের আশ্রয়ে লিখা

১) কাউকে অন্ধকারে ঠেলে দেয়ার মানে এই না যে আপনি নিজে আলোর দেখা পেয়ে গিয়েছেন বলে এই কাজ করেছেন। আসন্ন আরো জমাটবাঁধা কালো অন্ধকার থেকে তাকে মুক্ত রাখতেই বর্তমানে তাকে অপেক্ষাকৃত সামান্য (ভবিষ্যতের তুলনায়) অন্ধকারে ঠেলে দিয়েছেন। (২) রান্না ভালো হয়নি তার মানে এই নয় যে আমি ভালো রাঁধতে জানি বা তার থেকে ভালো পারবো। সেটা যিনি রাঁধুনি রান্না করছেন, তিনি ভালো জানেন আমার থেকে (বহুগুণে)। আমি শুধু বললাম যে রান্নার স্বাদ যেটা আছে সেটা হয়ত অন্যভাবে বাড়ানো যেত (আমার ব্যক্তিগত অভিমত মাত্র)। আমার নিজের পদ্ধতিটি আমি শুধুমাত্র উপস্থাপন করলাম। (৩) কারো হাতের পেন্সিল্টাই সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট না। বড়-ছোট সেটা অবশ্যই অন্যের হাতের পেন্সিলের সাপেক্ষে। তবে সেই সাপেক্ষের ব্যপারটিও পরিবর্তনশীল।রহিমের পেন্সিল করিমের থেকে বড়,করিমের পেন্সিল আবুলের থেকে বড়। তার মানে এই নয় যে গণিতের হিসেবে রহিমের পেন্সিল আবুলের থেকে বড় হয়ে গেছে। আরে ভাই যেখানে পদার্থবিদ্যায় ভেক্টর বীজগণিতের স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম করে,আমাদের মানুষের ক্ষেত্র তো আরো বৈচিত্র্যময়। (৪) আমরা মানুষ। আমাদের সীমাবদ্ধতা আছে। রাঁধতে জানা মানেই যে চুল বাঁধতে...

ভাই-বোন

থাকুক না কিছু নিজের মত, ঠিক মন মত। পছন্দগুলো সব উড়ে যায়,মানুষ দূরে যায়, প্রয়োজনে সেচ্ছায় খুশিতে। স্বপ্ন পূরণে সবাই ছেড়ে যায়,ভালোবাসা মাখা চা-কফির ইতি হয়। একসাথে বসে করা গল্প স্মৃতি হয়,তাতেও যদি কারো মনের খুশি হয়,ভালো হয়। বাঁধনহীন ভাবনাগুলো ঘুরে বেড়ায়।হয়ত একটা রুবিক্স কিউব আর আন-উটিলাইজড ব্রেইনেরই বন্ধুত্ব হয়। পৃথিবী বড়ই অদ্ভুত জায়গা। ছোটবেলায় একসাথে থাকো,বড় হলে দূরে চলে যাও। ছোটবেলায়ই ভালো ছিলাম। ভাই-বোন সবাই বাসায় একসাথে থাকতাম। কোন টেনশন নাই। আস্তে আস্তে,একে একে সবাই বড় হতে শুরু করলাম। বড় হওয়ার পর সেই রকম আর খুব বেশি একসাথে বাসায় থাকা হয় না। কেউ বা পড়ালেখা,কেউ বা কাজের প্রয়োজনে দূরে যাওয়া শুরু করলো। কেউ বাসা থেকে গেলো তো কেউ আবার আসলো। এইভাবে কিছু বড় সরকারি বন্ধ ছাড়া ভাইবোনদের সেই ছোটবেলার মত করে একসাথে বাসায় থাকা হয় না। থাকলেও বেশীরভাগ সময়ই নিজেদের গল্পগুলা এখন নিজেদের রুমে আর ল্যাপটপের/মোবাইলের সাথেই সীমাবদ্ধ থাকে।সময়ের প্রয়োজনেই আর নিয়তির লিখনেই একদিন সবাই মিস করবে একসাথে বসে গল্পকরা,খাবার খাওয়া। আস্তে আস্তে দিন বদলাবে,একসাথে থাকা হবে কালে-ভাদ্রে। হয়ত থাকাও হবে না। সবাই ...

থেটা নোটেশনে

কিছু গল্প শুরুর দিকে। কিছু গল্প শেষের পথে। কিছু গল্প অসমাপ্ত আছে। অসমাপ্ত গল্পগুলোই ভালো লাগে,আবার ভালোলাগে না। বিগ ও তেও নাই,ওমেগাতেও নাই। রয়ে গেল থেটা নোটেশনে।মাঝামাঝি। একটা সময় নিজেকে ম্যাজিশিয়ান হিসেবে ভাবতে চাইতাম। সত্যটা হল যে হয়ত আমি কখনোই ম্যাজিশিয়ান ছিলাম না। আমি ম্যাজিক করতে জানি না। মানুষের শরীর যন্ত্রের মতই। একটা কর্মদক্ষতা আছে। সময় যত বাড়ে যন্ত্র তত পুরনো হয়। এফিসিয়েন্সি কমতে থাকে।পৃথিবীর এইটাই নির্মম সত্য। সবার জন্যই। কিছু যন্ত্র হুট করেই নষ্ট হয়,কিছু বছরের পর বছর সার্ভিস দিয়ে যায়। ইলেক্ট্রনিক ইকুইপমেন্টের কোন গ্যারান্টি নাই। সবই লাক। সবাই এটাই বলে। তবে ইউজেসের উপর এফিসিয়েন্সি ডিপেন্ড করে। ইনভার্স্লি প্রপোরশনাল। নতুন করে কথা দিতে বড় অস্বস্তি হয়, পুরনো দেয়া কথা গুলোই যে এখনো রাখা হয় নি। রাখা হয় না।বড় বড় স্বপ্ন না দেখলেও ছোট করে দেখা স্বপ্ন টাও তো বাস্তবায়ন করার কথা ভাবি। সর্বসাকুল্যে আমি তো মাটির দেহের মানুষই। ভাবনায় আর বাস্তবায়নে যে বিস্তর ফারাক। দ্বিধাদ্বন্দ্বে ভুগি মাঝে মাঝে। নিজের সাথে নিজে গল্প করতে করতে জীবনের হিসেব কষি। পরবর্তীতে হাসি মুখে বলে ফেলি যে,বর্তমানে জীবন...

Coder:neither programmer nor developer

We meet some persons in our life that we wished not to meet.We say ourselves that we will never become that kind of person to others.But do we notice carefully that Intentionally/unintentionally we do become that same person to others? May be other persons then wished same like not to meet us. From the dawn of engineering I never thought of becoming either developer or programmer.I just think of writing code on IDE.That means I wanted to be a programmer.A high level one.Then I met some developed software with beautiful UI and modern IDEs. Then I feel like to become developer.A skilled one. Days were passing and I tried to write code and develop what I like.I hardly pay heed someone's and walk by my way.I spend (or waste!) time designing or writing code for a simple portion of code/design.Then I have to build up or dealing with logic to implement.My progressive level was different so that I considered myself a backward or static person. On the way I met new languages and IDEs. W...

শেষের শুরু

ইমোশনের স্কেলটা যদি সবার কাছে একই হত তাহলে হয়ত সবাই খুশি থাকত। কিন্তু সত্যিকার অর্থে ইমোশনের স্কেলে ভিন্নতা থাকাটাই আবশ্যক। মানুষে ভিন্নতা থাকা জরুরী। সব মানুষ একই হলে কি হবে? "পশুর আবেগ শূন্য আর ফেরেশতারা আবেগে পরিপূর্ণ।" এর মাঝের বিদ্যমান আবেগই মানুষ কে চেনায়। তবে মানুষ হিসেবে আমরা কতিপয় বরাবরই ইমোশনাল ফুল। আপনাকে জানতে না পারার একটাই অর্থ হতে পারে হয়ত আপনার আর অন্যের মনের পরিধির মাঝে পার্থক্য আছে। কাছাকাছি মন মানসিকতার হলে একসাথে পথ চলা যায়, কফি খাওয়া যায়। জানতে থাকুন,হাঁটতে থাকুন। দেখবেন আস্তে আস্তে কাছাকাছি থেকে মন-মানসিকতার পার্থক্যটা কমে সমমনা হয়ে যাবেন। তবে যাদের মন-মানসিকতার ফারাক অনেক বিশাল,তাদের মধ্যে কেউ একজন শিখে যাবে আর অন্যজন শিখিয়ে যাবে জীবনের পথচলার কিছু কৌশল। শিখতে থাকুন অথবা শিখাতে থাকুন। কিছু না করাটা একটা রোগের মত। পুরো দেহে খুব দ্রুত ছড়িয়ে পরে। ভালো লাগে না কিছু করতে। সুস্থ দেহ সুস্থ মন। এই দুইয়ের মধ্য মনের সুস্থতা থাকে অটোম্যটিক দেহের সুস্থতা চলে আসবে। এই জন্য এই রোগের উপসর্গ জেনে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে,হয়ে গেলে প্রতিকারের চেষ্টায় লেগে থাকত...

End of the line

To gain some we have to lose some.But we want the extent must be equal! And that's the thing we have to choose.That's our duty.We learn it very well when we play chess. It's only luck,fortune,fate,lot whatever you call that we are in our present status and others are on their.We should not be proud of it as we didn't do anything to be that. It's true that the hard work is the ingredient that we need to build future.But if we only have bricks,sand,cement,rod,it won't build a t hing! To build,it takes planning and engineering.Man is the architect of his own fortune.But if you only have the planning without ingredients,it won't be succeed. So we have to deal with both equally to execute the future and for that we need the ingredients along with a good planner as well as an engineer that we already have since we born.Who is the best on that ask your self. # MIKParadox

মনের আকাশে মেঘ

অল্প এই জীবনের মানে খুঁজতে খুঁজতে জীবনই শেষ হয়ে যায়। মানে আর বোঝা হয় না। আমরা প্রতিনিয়ত আমাদের আশাপাশের মানুষের সাথে মন ভাঙ্গাগড়ার খেলায় মেতে আছি।যে মানুষগুলোকে অল্পতেই অবাক করা যায় খুব সহজে, তাদের মন খারাপও অল্পতেই খুব সহজে হয়ে যায়। যাদের অবাক হতে যত দেরী হয় তাদের মন খারপও তত দেরীতে হয়। মানুষের এই হিউম্যান সাইকোলোজী কোন রকেট সাইন্স না। একটু ভেবে দেখলেই বোঝা যায়। আমাদের এই ব্যাস্ততার ভীড়ে আর বোঝা হয়ে উঠে না। কিছু মানুষ খুব সহজেই সবার মন ভালো করে দিতে পারে। তাদের মন হয়ত আকাশের চেয়েও বিশাল। তাদের কথা গুলোতে মনের আকাশের কষ্টের কালো মেঘগুলো সব বৃষ্টি ঝরে পড়ে আস্তে আস্তে দূর হয়ে যায়। মন হয় আলোকিত। তারা ডুবুরী নৌকার মত কষ্টের সাগরে ডুবে থাকা মানুষকে উদ্ধার করে নিয়ে আসে।মানুষগুলোকে খুঁজে পেতে আমাদের খুব কষ্ট হয় না। আমাদের মনের আকাশে কষ্টের মেঘ এতো এতো বেশি থাকে যে আমরা সেগুলোকে দূর করার মত মানসিকতা রাখি না। ভেবে যাই যে এই মেঘ থেকে কখনোই বৃষ্টি হবে না। এই মেঘ দূর হবে না। কিছু মানুষ খুব সহজেই আবার মন খারাপ করে দিতে পারে। মনের পরিষ্কার আকাশে নিয়ে আসে হঠাৎ ঝড়ের মত কালো মেঘ। এই মেঘে বৃষ্টি ন...

The Secrete

The Secrete What do you think? About your future? Can you prosper in life Without any adventure? Study more, learn more, Work hard as far; Success will knock, Without any war. Tell truth every time, Be discipline on your life. Industry is the key to success, Bring it to your mind. Oil your own machine, Mind it all time.

What lasts so long?

It's so tough to alter traditional definition.But one day it will be cocksure.What lasts so long?Everything changes with the time.I,you,we,all.So what's wrong with the definitions?As we update or upgrade software/products.Like that if proper and legit development or improvement found,it should be altered. But the main problem is with the inference and measurement metrics.Donn figure it out yet and actually it is not quite possible to know what extent is appropriate for proper judgement.But the situation we have is to go with the going. If there is any possibility of changing,it will happen for sure by nature.As nature demands what,nature gets that.If it's something radical none can change but if it's not filled with purity, the change is coming. #MIKParadox

Why encase?

Don't put your faith on something that will disappoint you cocksure.People like despair but not disappointment.Despair doesn't hurt,disappointment does.One day I born simple and I will die same.Why encase? Whining won't change the past and never gonna erase.It is always what it is.When we buy,we have to pay.So we should be conscious of what we are buying.Sometimes we got careless and we find out that what have we done.But then we have nothing to change except compensation.We can not rewrite that has already written. Finally we are in the conclusion that if we pray for rain we have to be sure about dealing with mud.Otherwise we pay our debt. We owe time.Time didn't owe us. # MIKParadox

হোক পথচলা

সম্পর্কগুলো একেকটা সিকিউরিটি প্রোটোকল এর অনুরূপ। অথেন্টিকেশন আর অথোরাইজেশন এর মাধ্যমেই এখনো টিকে আছে। এনক্রিপসনের প্রয়োজন হচ্ছে না। কিন্ত সম্পর্কে প্রোটোকল ম্যান্টেইন করে চললেই ভালো হয়। প্রোটোকল না ভাঙ্গাই বেটার। সবকিছুই ওপেন সোর্স এখন।  বাহিরের চাকচিক্যের লোভে লোভী সবাই। পোশাক বদলে দাও,লোক বদলে যাবে। শেখ সাদী ভুল বলেননি। ভালো লাগে সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে। পৃথিবীটা তখনই রঙ্গিন লাগে যখন এই বর্ণহীন জীবনেও সবাই রঙ ছড়িয়ে দিয়ে রঙ্গিন করে দেয়। আমাদের চারপাশের পরিবেশে থেকে নিজেকে আলাদা ভাবে দেখার কোন সুযোগ নেই। তাই নিজেকে সবসময়ই সবার মাঝে খুঁজে নিতে হয়। সবার আনন্দ-বেদনার মাঝে নিজেকে গুছিয়ে রাখার নামই জীবন। আর জীবন প্রবাহমান।  হোক পথচলা। আমরা মানুষ পাখির মত।শুধু উড়াউড়ির উপরেই থাকি। আমাদের নীড় থাকে। দিনশেষে নীড়ে ফিরি। দিনের শুরুতে আবার বাহিরে বের হই। খানিক সময় বসি, হাঁটি, লাফাই, খাই, ঝিমাই,উড়ি। এইভাবেই দিন রাত কেটে যায়। তবে মানুষ একটা বিশেষ রকমের পাখি। এই পাখির সূর্য ডুবলেও দিনের মতই জীবন যাপন করতে হয়। স্বপ্ন দেখতে হয়। সুন্দর একটা নীড় গড়ার স্বপ্ন।  অনেক পাখি আকাশে উড়ছে ...

মানব কথন

মানুষ হিসেবে সবাই হয়ত সবার জন্য পরিপূরক না। প্রত্যেক মানুষই আলাদা। তবে আমরা শ্রেণীবদ্ধ হয়ে থাকতে ভালোবাসি যাদের মতের আর মনের মিল হয়। নয়ত মিশি না।  আমাদের চারপাশের সবাইকে একই সাথে খুশি করা এবং রাখা সম্ভব নয়। আপনার কাজ গুলো যদি আশেপাশের মানুষের মন মত হয় আপনার উপর তারা খুশি আর না হলেই বেজার।দেখা গেলো যে আপনাকে কেউ ভালো বললে পাশাপাশি কেউ না কেউ খারাপ বলছেই এবং এটাই স্বাভাবিক। কারণ কাউকে খুশি করতে হলে কাউকে তো বেজার করতেই হবে। এতদিন আপনার সাথে মনের মিল ছিল আপনি ভালো। আজকে মিল নেই আপনি খারাপ। সবাই খুশি না হলেই আপনি দেখুন আপনি কাদের নিয়ে খুশি। ব্যাস যথেষ্ট। এই ঢের। ভালো থাকুন তাদের নিয়ে নয়ত নিজেকে নিয়ে। আশাপাশে সবাই আস্তে আস্তে খুশি হয়ে যাবে যারা আপনার এই অবস্থাকে মেনে নিয়ে খুশি থাকতে চায়। আমাদের প্রত্যকের মধ্যেই কিছু না কিছু পাগলামি আছে। যেই কারণে আমরা আনন্দিত হই বা অন্যকে আনন্দিত করতে পারি। তবে সেটা ভিন্ন ব্যক্তি বরাবর বিভিন্ন। আপনার এই পাগলামির জন্যই আপনাকে বা আমাকে অন্যের ভালো লাগবে। তবে একদিন ঠিক এই পাগলামির জন্যই আপনাকে বা আমাকে সেই অন্যের ভালো লাগবে না। এইটাই স্বাভাবিক। মা...

আত্মিকভাবে লাভবান

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ নিজ দায়িত্বে পড়ুন এবং জেনে বুঝে তারপর নিজের বিবেক কাজে লাগিয়ে সঠিক মনে হলে তখনই প্রয়োগ করুন। অন্যথায় আপনার মতই থাকুন।  মানুষ হিসেবে আমাদের অনেক দায়িত্ব পালন করতে হয়। কখনো নিষ্ঠুর আবার কখনো ভালবাসায় গদগদ হতে হয়। আমাদের আশাপাশের মানুষদের জন্য হয়ত আমাদের কিছু দায়িত্ব রয়ে যায়। সেটা হতে পারে পরিবারের সদস্যদের প্রতি, হতে পারে বন্ধুদের প্রতি, হতে পারে কাছের জানাশোনা মানুষদের প্রতি, সেটা হতে পারে একেবারে অচেনা মানুষের প্রতি।  প্রশ্ন হল দায়িত্বটা কিসের ভাই? বা কখন? দায়িত্বটা হল যখন তারা ভুল পথে হেঁটে যাচ্ছে বলে আপনার কাছে মনে হবে তখনই তাকে সতর্ক করে দেয়টা। তবে পূর্বশর্ত হল যে, এক:ঐ বিপদে পড়ে যদি আপনি ভুক্তভোগী হয়ে থাকেন শুধুমাত্র তখনই। এবং  দুই:শুধুমাত্র আপনার দৃষ্টিভঙ্গিতে নয় পাশাপাশি যদি আরো দশজনের দৃষ্টিভঙ্গিতে জানা যায় যে সে বিপদে পড়তে যাচ্ছে তখন।[বুঝে নিলেন যে আপনার দৃষ্টিভঙ্গি সঠিক ছিল]  তবে সাবধান! গায়ে পড়ে কখনোই নয় যদি না উপরের ঐ দুইটির একটি শর্তও পূরণ না করে থাকে।  এটা আপনার একটা নৈতিক দায়িত্ব মানুষ হিসেবে। এইধরনের বিপদ থেকে কাউকে উদ্ধার ক...

Family

Image
Family. Yes, a one and only word that holds just 6 characters to epitomizes the eternity! If I put three spaces after each character it looks like: F   A   M   I   L   Y F for faith A for adjustment M for mercy I for inimitable L for love and Y for yet     All these words combine the definition of a family. Simply a family consists of father and mother with children . If a boy or girl have parents and grandparents as well as with more brothers and sisters along with uncles, aunties, cousins, bla bla bla…..there also remains “ father and mother with children ” and the term is valid indubitably. Because you know what I mean here that every boy has a father and every father has a father also.  Nothing is permanent in the world. Even families also. But we sham to be happy for this short period in our living life. We should, shouldn’t we? There are six virtues that keep the family alive in my poin...

প্রলাপ কন্টিনিউস

আর্থিক ঋণ অর্থের মাধ্যমে শোধ করা যায়। স্নেহ,শ্রদ্ধা,আদর,মমতা, ভালোবাসা ,মায়া এইসব ঋণের শোধ হবে কিভাবে! পারবো না করতে,কোনদিনই না। এই ঋণের বোঝা পিঠে নিয়েই সারাজীবন কাটাতে হবে। সেইসব ঋণের ভারে কুঁজো হয়েই কাটাতে চাই। অহমিকার সিনা টানে না।  ব্যতিক্রম বলেও কিন্তু একটা শব্দ আছে! সেটা হলে অবশ্যই কার্যকারণ থাকবে।  ভাগ্যের সাথে লড়াইয়ে সবসময়ই আত্মসমর্পণ করতে হয়। ভাগ্য নিজে থেকেই বিজয়ী করে দেয় যদি তা মাকতূব হয়। ছোটবেলায় আমরা বা আমি ভুল করে থাকি।সবাই করে। (অনেকেই আবার করে না) সেই ভুল গুলো ক্ষমার চোখে দেখাই উত্তম।এবং দেখাও হয়। একটু বড় হলে আস্তে আস্তে ভুলের মাত্রা যত কমানো যায় ততই ভালো। আর যতই বাড়ে সম্পর্কের পরিধিটা আস্তে আস্তে কমতে থাকে। নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় হোক,করা ভুলের ভুক্তভোগী একা খুব কম বরং আরো আশেপাশের সবাই সহ হতে হয়। বড়বেলায় ভুলগুলো বরং অনেক অশোভন দেখায়। ভুল থেকেই অনেক কিছু সৃষ্টি হয়। হোক সেটা ভালো বা খারাপ। সবই দৃষ্টিভঙ্গি বৈ কিছুই না। তবে নিজের ভুলের মাশুলের সিংহভাগ নি জেরই গুণতে হয়।ভুলে ভুলে কেটে যাচ্ছে এই জীবন। এত ভুলের মাশুল দিবে কে? Sometimes we do some wrong things...

লম্বা প্রলাপ

গল্প করতে ভালো লাগে তাই একটু গল্প করি। খেলা নিয়ে একটু গল্প করি।লম্বা গল্প। পৃথিবীটা একটা রেসিং ট্র্যাক। প্রায় কিছু ব্যাতিক্রম ছাড়া প্রায় সবক্ষেত্রেই বলা যায়। তবে একেকজন মানুষের জন্য বা একটু স্পেসিফিকেল্লি বললে একেক টাইপের মানুষের জন্য একেক টাইপের। একই টাইপের মানুষ যারা তাদের ট্র্যাক একই রকম হবে। তাদের প্রতিযোগিতাও ঐ একই ট্র্যাকেই হবে। মানুষের জীবনটা একজন খেলোয়াড়ের জীবনের মতই। তাকে খেলার জন্য প্রাকটিস করতে হয়। মাঠে নামতে হয়। জিততে হয়। নয়ত পরাজয় থেকে শিক্ষা নিতে হয়। আশেপাশের মানুষেরা খেলার মাঠের দর্শকের এবং নির্বাচকের ভূমিকায় অবতীর্ণ হয়। আপনি ভালো খেলবেন তো দর্শক আপনাকে তালি দিবে, খারাপ খেললে গালি। কিছু সময় ভালো খেললে সামনের দিনগুলোতে দলের হয়ে খেলা আপনার জন্য সহজ হয়ে যাবে,অন্যথায় একটু কষ্টকর। তবে ভাগ্যের সহায়তা থাকলে খারাপ খেলেও যথেষ্ট পরিমাণ সুযোগ পাওয়া যায় নিজেকে প্রমাণ করার। কিছু খেলোয়াড় আছে যারা প্রতিভা নিয়ে আসে পৃথিবীতে। মানুষ বলে এই কথা, তাদের কথাই সই। তারা সব সময় ভালো সময়ের মধ্যে থাকে। খারাপ সময়ের মধ্য দিয়ে তাদের খুবই কম যেতে হয়। আরেক শ্রেণি আছে যারা অনেক কষ্ট করে তাদের প্...