ব্যক্ত

নিজের সাথে নিজেকে সময় দেয়াটা খুব জরুরী। মাঝে মাঝে খুঁজে দেখি যে আমার আমিই নাই! প্রতিনিয়ত নতুন করে নিজেকে সাজাতে হয়। বড্ড অলস আমার এই দেহ আর মন। যদিও "exception is not an example"! 
জন্মের আগে থেকেই নির্ধারিত ভাগ্য নিয়ে সবাই পৃথিবীতে এসেছি। শুধুমাত্র ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করতে পারি, বাদ বাকিটা নিয়তি। যেটা আমার জন্য নির্দিষ্ট সেটা পারলে কেউ নিয়ে দেখাক, আর যেটা আমার না সেটা আমি নেয়ার কোন ক্ষমতাই রাখি না। আল্লাহ্‌ ভাগ্যের ব্যপারে এইরকমই আত্মবিশ্বাসী করেছেন মানুষকে। তবে তার জন্য প্রয়োজন চেষ্টা এবং পরিশ্রম দুটোরই। কারণ কেউ জানে না যে ভাগ্য কি লিখা আছে। 
আল্লাহ্‌ এর উপর পরিপূর্ণ আস্থা আর ধৈর্য ধারণ করা ছাড়া আর কোন বিকল্প নেই। আল্লাহ্‌ যে আমাদের জন্য কি ঠিক করে রেখেছেন সেটা আমাদের ধারণারও বাহিরে। পরিবার আমাদেরকে বড় হয়ে জীবন নিয়ে ব্যাস্ত হতে প্রস্তুত করে দেয়। কিন্তু আফসোস যেই পরিবার মানুষকে গড়ে,মানুষ সেই পরিবারকেই ভুলে যায়। 
মেকি সামাজিকতার ভিড়ে থাকার ইচ্ছে নেই। তাতে যদি কেউ অসামাজিক বলে বলুক। সামজিকতা কি এবং কিভাবে সামাজিক হতে হয় তার নুন্যতম পাঠ মাধ্যমিক পর্যায় পর্যন্ত স্কুলে জানা হয়েছে। তবে এখনো শেখার আছে অনেক। 
সবাইকেই সমাজে নিজের অবস্থান করে নিতে হয় নিজ চেষ্টায় আর আল্লাহ্‌ এর রহমতে। যারা টাচে আছেন তাদের ধন্যবাদ। যারা নাই তাদেরও ধন্যবাদ। জীবন এই রকমই। 
আশাপাশে সাকসেস-সিকার ও সাকসেস-লাভার মানুষদের সংখ্যাই বেশি দেখলাম। ইট ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। নরমাল মানুষকে নিয়ে ভাবার মত মানুষদের খুব কমই দেখলাম। যারা একজন মানুষকে মানুষ হিসেবে আগে দেখে, পরে দেখে সাকসেস বা ডিফিট। এইসব ফেয়ার ওয়েদার ফ্রেন্ড দেখলে ভাবি আমি কোন জন! ফেন্ডস উইথ বেনিফিটস! 
গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর ইচ্ছে করে না। জীবনে সুখী থাকার প্যারামিটার একেক জনের কাছে একেক রকম। ব্যাপারটা আপনাকে বুঝতে হবে।নিজের চিন্তার জগৎ টাকে প্রাধান্য দেয়ার ইচ্ছা আছে। অবশ্যই সবার মতামত নিতে হয় এবং হবে। তবে বিবেচনাটা সবসময় নিজেরই করতে হয়। যার জীবন তাকেই জীবন যাপন করতে হয়। 
মানুষকে খুব কাছের থেকে না দেখলেও তাদের মনকে খুব ভালো করে জানার চেষ্টা করি। ভালো মানুষের থেকে ভালো মনের মানুষ পাওয়া খুব কঠিন। আশেপাশের মানুষেরা জীবনের আনুসাঙ্গিক উপাদান মাত্র,যাদের ব্যাতিত পথচলা কষ্টকর হয়। সবার পরামর্শই সঠিক আর ভুলের পার্থক্য করতে শেখায়। 
আমরা ভুল করতে,লিখতে এবং বলতে কখনোই ভুল করি না। সঠিক ভাবেই ভুল করি বলেই তো সেটা ভুল হয়।

মানুষও আজব।শীতকালে যেই সূর্যের খোঁজ করে,গ্রীষ্মকালে ঐ সূর্যকেই দেখলে গালি দেয়।তাপ কি সূর্যের উঠা নামা করে নাকি? সূর্যের উত্তাপ সর্বদা একই থাকে। সূর্য সূর্যের মতই আকাশে উঠে আর অস্ত যায়।ইহাই সত্য ইহাই সর্বদা।বিতর্কিত মাত্রই সমালোচিত। সমালোচিত মাত্রই বিতর্কিত নয়।হৃদয়ে জ্বালাও প্রতিবাদের মোমবাতি।নিভে যাবে সব আগুন একনিমিষে;ভালোবাসার ঝড়ো বাতাসে।বিশ্বাস করো! আমার এই ছোট্ট হাতে একটু আকাশ ছুঁয়ে দেখতে খুব করে ইচ্ছে করে,তাদের মত। কিন্তু আমার মনে সায় দেয় না। সায় দেয় শুধু তলিয়ে যেতে অতলে।জীবন সবাইকে দাঁড়িপাল্লায় ওজন করে দেয়। সবাই যদি এক পাল্লায় ওজন মাপে,আমি নাহয় অন্য পাল্লার বাটখারা হই।

যদি নিঃস্বার্থ মানুষদের ছেড়ে দেয়া স্বার্থ নিয়ে স্বার্থপর মানুষেরা বেঁচে থাকে। তবে স্বার্থ ছেড়ে দিয়ে নিঃস্বার্থ হওয়াটাও তো একধরনের স্বার্থপরতা।দিনশেষে সবাই স্বার্থপরতাটাই দেখে। কে,কিভাবে স্বার্থপর কেউ পরিমাপ করেনা।
উস আগ কো ক্যায়া আগ বোলে যিস্কো বারিশ কা রুকনেকা ইন্তেজার হো।
উস খুদ্গার কো ক্যায়া ইন্সান বোলে যিস্কি গুরুর ম্যায়ে খুদ কা ইয়াকিন না হো।

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?