চান্না মেরেয়া ভাবানুবাদ

আচ্ছা বিদায় নিচ্ছি, প্রার্থনায় মনে রেখো
আমাকে স্মরণ করাটা,তুমি তোমার ঠোঁটে রেখো
তোমার মনের বাক্সে,আমার ভালো কাজ গুলো রেখো
চিঠি আর তারবার্তায়,আমার সালাম গুলো রেখো ।।

আমি তোমার অন্ধকারগুলো নিয়ে নিলাম
আমার উজ্জ্বল তারাগুলো এখন থেকে তোমার করে দিলাম
আমার চাঁদ ও আমার চাঁদ
আমার চাঁদ ও আমার ভালোবাসার চাঁদ ।।

আমি যদি তোমার পারিপার্শ্বিকে না থাকি
কোন দুঃখ নেই,কোন দুঃখ থাকবে না
আমাদের কাছাকাছি থাকার গল্পের,
অভাব নেই, অনেকগুলো আছে
অনেকবারই আমি করেছি
আমার সকাল থেকে সন্ধ্যা তোমার আঙ্গিনায় বসে।।

আমি সরিয়ে নিচ্ছি আমার পথ তোমার দিক থেকে
আমি চন্দন, রেখে যাচ্ছি আমার সুবাস তোমার জন্য
রেখে যাচ্ছি আমার অন্তরের আশা গুলো তোমার বালিশের নীচে
এই বৈরাগী,বৈরাগ্যের চাদর গায়ে দিয়ে চলে যাচ্ছি ।।

সত্যিকারের ভালোবাসা হয়ত তাতেই আছে,
যেটাতে আছে আবেগ,
তারপরও দুইটি হৃদয়ের বন্ধুত্বেও
অনেক শান্তি আছে।
দিয়ে আমাকে তোমার অনুপস্থিতি মানলাম
সৃষ্টিকর্তা আমাকে আমন্ত্রণ দিয়েছে।
আমার চাঁদ ও আমার চাঁদ
আমার চাঁদ ও আমার ভালোবাসার চাঁদ ।।

#ভাবানুবাদ
#চান্না_মেরেয়া
#MIKParadox

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?