আমি আর বাংলা

বাংলা আমার মায়ের ভাষা,মাতৃভূমি বাংলাদেশ
প্রাণের ভাষায় করি গল্প,এই তো আছি বেশ।

এতো ভালো লাগে কেন,মায়ের ভাষায় বলতে কথা
বুঝতে পেরে জীবন দিল,সালাম,রফিক,জব্বার;
বরকত সহ আরো অনেক মায়ের সন্তান
বিলিয়ে দিল আকাতরে নিজেদের প্রাণ,
রাখতে বাংলা মায়ের বাংলা ভাষার মান।

কি যে জাদু বাংলা ভাষায়, বোঝা কি যায় সহজে
বুঝেছিলেন মধুসূদন যখন ছিলেন প্রবাসে।
শিশু শিখে “মা” বুলি কতোই না সহজে
সেই কারণে রক্ত দিয়ে করল শহীদ নিজেকে

বাংলা বলি,বাংলা লিখি,বাংলায় গাই গান
সেই গানের সুরে শুধুই বাংলার অবদান
মাঝে মাঝে অন্য ভাষায় যদি করি কিছু
ভালো লাগেনা যতটা লাগে বাংলায় সবকিছু।

"মা ও মাতৃভাষা" ই-ম্যাগাজিনের জন্য লিখাঃ ২০১৫






Comments

Popular posts from this blog

Champion

Set theory!

একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিন্তু কুরআনে সরাসরি পাবেন না