একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিন্তু কুরআনে সরাসরি পাবেন না

আল্লাহ্‌ তায়লা কোরানে বলেছেন যে যারা চিন্তা-ভাবনা করে তাদের জন্য কোরানে নিদর্শন আছে।
আমাদের মুসলমানদের অনেকেই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না। আল্লাহ্‌ আমাদের মুসলমানদের অনেকেই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দিবেন ইনশা আল্লাহ্‌।

ব্যাপারটা কি জানেনে ডাইনোসর বা এলিয়েনের এর কথাও কিন্তু কুরআনে সরাসরি নেই। এমনকি হাদিসেও সরাসরি নেই।
 

এই ব্যাপারের একটা সুন্দর ভিডিও পেয়েছি (https://www.facebook.com/imamuzairakbar/videos/1263362351200892/)


কুরআন হচ্ছে আল্লাহ্‌ তায়লার পক্ষ থেকে গাইডেন্স। এই গাইডেন্স এর সাথে রিলেটেড যা কিছু আছে সে গুলোই কুরআনে আছে। একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিন্তু কুরআনে সরাসরি পাবেন না।


কুরআন থেকে এবং হাদিস থেকে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে উদ্ভূত সমস্যা এর সমাধানের জন্যই ফীকহ শাস্ত্রের জন্ম।


https://bn.wikipedia.org/wiki/ফিকহ

 

তবে আল্লাহ্‌ বলেছেন কুরানের একাধিক আয়াতে (আগের পরের আয়াত পড়লে কন্টেক্সট বুঝতে পারা যায় ভালো করে)


সূরা নাহলের ৮ নম্বর আয়াতে
˹He also created˺ horses, mules, and donkeys for your transportation and adornment. And He creates what you do not know. [16:8] (https://quran.com/16/8)


আবার সূরা ইয়াসিন এর ৩৬ নম্বর আয়াতে
Exalted is He who created all pairs - from what the earth grows and from themselves and from that which they do not know. [36:36] (https://quran.com/36/36)


এই আয়াতগুলোর তাফসীর/ব্যাখা নিয়ে আরো চিন্তার ভাবনার করার মত ব্যাপার বাংলা পোর্টালের বিভিন্ন আর্টিকেল আছে।


যে মানুষ জানে না (সীমিত জ্ঞানে) আল্লাহ্‌ তায়লা কি কি রকমের সৃষ্টি করার ক্ষমতা রাখেন এবং অলরেডি করে রেখেছেন।


এইখানে ডাইনোসর, এলিয়েন বা আরো নতুন কিছু যেগুলো সামনে আবিস্কার হবে সে সবকিছু কে এই ক্লাসে ফেলে দিলে মনে হয় আপত্তি থাকবে না।

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?