থেটা নোটেশনে



কিছু গল্প শুরুর দিকে। কিছু গল্প শেষের পথে। কিছু গল্প অসমাপ্ত আছে। অসমাপ্ত গল্পগুলোই ভালো লাগে,আবার ভালোলাগে না। বিগ ও তেও নাই,ওমেগাতেও নাই। রয়ে গেল থেটা নোটেশনে।মাঝামাঝি। একটা সময় নিজেকে ম্যাজিশিয়ান হিসেবে ভাবতে চাইতাম। সত্যটা হল যে হয়ত আমি কখনোই ম্যাজিশিয়ান ছিলাম না। আমি ম্যাজিক করতে জানি না।

মানুষের শরীর যন্ত্রের মতই। একটা কর্মদক্ষতা আছে। সময় যত বাড়ে যন্ত্র তত পুরনো হয়। এফিসিয়েন্সি কমতে থাকে।পৃথিবীর এইটাই নির্মম সত্য। সবার জন্যই। কিছু যন্ত্র হুট করেই নষ্ট হয়,কিছু বছরের পর বছর সার্ভিস দিয়ে যায়। ইলেক্ট্রনিক ইকুইপমেন্টের কোন গ্যারান্টি নাই। সবই লাক। সবাই এটাই বলে। তবে ইউজেসের উপর এফিসিয়েন্সি ডিপেন্ড করে। ইনভার্স্লি প্রপোরশনাল।

নতুন করে কথা দিতে বড় অস্বস্তি হয়, পুরনো দেয়া কথা গুলোই যে এখনো রাখা হয় নি। রাখা হয় না।বড় বড় স্বপ্ন না দেখলেও ছোট করে দেখা স্বপ্ন টাও তো বাস্তবায়ন করার কথা ভাবি। সর্বসাকুল্যে আমি তো মাটির দেহের মানুষই। ভাবনায় আর বাস্তবায়নে যে বিস্তর ফারাক।

দ্বিধাদ্বন্দ্বে ভুগি মাঝে মাঝে। নিজের সাথে নিজে গল্প করতে করতে জীবনের হিসেব কষি। পরবর্তীতে হাসি মুখে বলে ফেলি যে,বর্তমানে জীবনকে উপভোগ করছি, আলহামদুলিল্লাহ্‌।

প্রতীক্ষার ট্রেনে একটি একটি করে নতুন অপেক্ষার বগি যোগ হয় আর সেই ট্রেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। আমি প্লাটফর্মে সাধ্যের মধ্যে সবটুকু ভেবে ওয়েটিং রুমে অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনি। ট্রেন একদিন আসবে জানি। আসবে, প্লাটফর্মে থামবে।আমি প্লাটফর্মে আমার প্রাপ্যগুলো বুঝে নিব। কিছু সময় পর ট্রেন হুইসেল দিয়ে আবার ছেড়ে যাব।উউউ......ঝকঝক ঝকঝক......উউউ......ঝকঝক।

হ্যাপিনেসটাই মুল ব্যাপার,সেটা কিভাবে কখন কার জন্যে সেটা নিজের ডিজাইন করে নিতে হয়।ডিজাইন এক্সেপ্ট হবে আশা করেই তো জীবন চলতে থাকে। সেই দিনের অপেক্ষায় দিন গুনি। আমি অপেক্ষায় থাকবো ধৈর্য ধরে, ইনশাআল্লাহ্‌।

#MIKParadox

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?