রূপকের আশ্রয়ে লিখা

১) কাউকে অন্ধকারে ঠেলে দেয়ার মানে এই না যে আপনি নিজে আলোর দেখা পেয়ে গিয়েছেন বলে এই কাজ করেছেন। আসন্ন আরো জমাটবাঁধা কালো অন্ধকার থেকে তাকে মুক্ত রাখতেই বর্তমানে তাকে অপেক্ষাকৃত সামান্য (ভবিষ্যতের তুলনায়) অন্ধকারে ঠেলে দিয়েছেন।
(২) রান্না ভালো হয়নি তার মানে এই নয় যে আমি ভালো রাঁধতে জানি বা তার থেকে ভালো পারবো। সেটা যিনি রাঁধুনি রান্না করছেন, তিনি ভালো জানেন আমার থেকে (বহুগুণে)। আমি শুধু বললাম যে রান্নার স্বাদ যেটা আছে সেটা হয়ত অন্যভাবে বাড়ানো যেত (আমার ব্যক্তিগত অভিমত মাত্র)। আমার নিজের পদ্ধতিটি আমি শুধুমাত্র উপস্থাপন করলাম।
(৩) কারো হাতের পেন্সিল্টাই সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট না। বড়-ছোট সেটা অবশ্যই অন্যের হাতের পেন্সিলের সাপেক্ষে। তবে সেই সাপেক্ষের ব্যপারটিও পরিবর্তনশীল।রহিমের পেন্সিল করিমের থেকে বড়,করিমের পেন্সিল আবুলের থেকে বড়। তার মানে এই নয় যে গণিতের হিসেবে রহিমের পেন্সিল আবুলের থেকে বড় হয়ে গেছে। আরে ভাই যেখানে পদার্থবিদ্যায় ভেক্টর বীজগণিতের স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম করে,আমাদের মানুষের ক্ষেত্র তো আরো বৈচিত্র্যময়।
(৪) আমরা মানুষ। আমাদের সীমাবদ্ধতা আছে। রাঁধতে জানা মানেই যে চুল বাঁধতে জানে এটা যেমন ঠিক না সবসময়। তেমনি কিন্তু সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।একটু অন্যভাবে ভেবে নিলেই নেতিবাচক ঘটনাগুলো ইতিবাচক হতে পারে।অগ্রিম ধন্যবাদ।
পুনশ্চঃ রূপকের আশ্রয়ে লিখার জন্য লজ্জা দিবেন না।
#MIKParadox

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?