ভাই-বোন
থাকুক না কিছু নিজের মত, ঠিক মন মত। পছন্দগুলো সব উড়ে যায়,মানুষ দূরে যায়, প্রয়োজনে সেচ্ছায় খুশিতে। স্বপ্ন পূরণে সবাই ছেড়ে যায়,ভালোবাসা মাখা চা-কফির ইতি হয়। একসাথে বসে করা গল্প স্মৃতি হয়,তাতেও যদি কারো মনের খুশি হয়,ভালো হয়। বাঁধনহীন ভাবনাগুলো ঘুরে বেড়ায়।হয়ত একটা রুবিক্স কিউব আর আন-উটিলাইজড ব্রেইনেরই বন্ধুত্ব হয়।
পৃথিবী বড়ই অদ্ভুত জায়গা। ছোটবেলায় একসাথে থাকো,বড় হলে দূরে চলে যাও। ছোটবেলায়ই ভালো ছিলাম। ভাই-বোন সবাই বাসায় একসাথে থাকতাম। কোন টেনশন নাই। আস্তে আস্তে,একে একে সবাই বড় হতে শুরু করলাম। বড় হওয়ার পর সেই রকম আর খুব বেশি একসাথে বাসায় থাকা হয় না। কেউ বা পড়ালেখা,কেউ বা কাজের প্রয়োজনে দূরে যাওয়া শুরু করলো। কেউ বাসা থেকে গেলো তো কেউ আবার আসলো। এইভাবে কিছু বড় সরকারি বন্ধ ছাড়া ভাইবোনদের সেই ছোটবেলার মত করে একসাথে বাসায় থাকা হয় না। থাকলেও বেশীরভাগ সময়ই নিজেদের গল্পগুলা এখন নিজেদের রুমে আর ল্যাপটপের/মোবাইলের সাথেই সীমাবদ্ধ থাকে।সময়ের প্রয়োজনেই আর নিয়তির লিখনেই একদিন সবাই মিস করবে একসাথে বসে গল্পকরা,খাবার খাওয়া। আস্তে আস্তে দিন বদলাবে,একসাথে থাকা হবে কালে-ভাদ্রে। হয়ত থাকাও হবে না। সবাই এখন নিজ নিজ ক্ষেত্রে ব্যস্ত হয়ে যাচ্ছে। ভাই-বোন কেউ সারাজীবন একসাথে থাকে না,এইটাই প্রকৃতির নিয়ম। এই আসা-যাওয়ার মধ্যেও সম্পর্কটা অটুট থাক। হোক না সেটা সাধ আর সাধ্যের মধ্যে সবটুকু হয়ে। এখনো তো কেউ সেইরকম ভাবে ব্যস্ত হয়ে যাই নাই !
সীমাবদ্ধতা মুক্ত ছোটবেলা এখন সীমাবদ্ধতার বেড়াজালে বন্দী বড়বেলা।তীক্ষ্ণ থাকুক অন্তত অনুভূতিটা।
#MIKParadox
Comments
Post a Comment