মনের আকাশে মেঘ
অল্প এই জীবনের মানে খুঁজতে খুঁজতে জীবনই শেষ হয়ে যায়। মানে আর বোঝা হয় না। আমরা প্রতিনিয়ত আমাদের আশাপাশের মানুষের সাথে মন ভাঙ্গাগড়ার খেলায় মেতে আছি।যে মানুষগুলোকে অল্পতেই অবাক করা যায় খুব সহজে, তাদের মন খারাপও অল্পতেই খুব সহজে হয়ে যায়। যাদের অবাক হতে যত দেরী হয় তাদের মন খারপও তত দেরীতে হয়। মানুষের এই হিউম্যান সাইকোলোজী কোন রকেট সাইন্স না। একটু ভেবে দেখলেই বোঝা যায়। আমাদের এই ব্যাস্ততার ভীড়ে আর বোঝা হয়ে উঠে না।
কিছু মানুষ খুব সহজেই সবার মন ভালো করে দিতে পারে। তাদের মন হয়ত আকাশের চেয়েও বিশাল। তাদের কথা গুলোতে মনের আকাশের কষ্টের কালো মেঘগুলো সব বৃষ্টি ঝরে পড়ে আস্তে আস্তে দূর হয়ে যায়। মন হয় আলোকিত। তারা ডুবুরী নৌকার মত কষ্টের সাগরে ডুবে থাকা মানুষকে উদ্ধার করে নিয়ে আসে।মানুষগুলোকে খুঁজে পেতে আমাদের খুব কষ্ট হয় না। আমাদের মনের আকাশে কষ্টের মেঘ এতো এতো বেশি থাকে যে আমরা সেগুলোকে দূর করার মত মানসিকতা রাখি না। ভেবে যাই যে এই মেঘ থেকে কখনোই বৃষ্টি হবে না। এই মেঘ দূর হবে না।
কিছু মানুষ খুব সহজেই আবার মন খারাপ করে দিতে পারে। মনের পরিষ্কার আকাশে নিয়ে আসে হঠাৎ ঝড়ের মত কালো মেঘ। এই মেঘে বৃষ্টি না হওয়া পর্যন্ত কষ্টের ঝড়ের মোকাবেলা করতে হবে। এই কষ্টের মধ্য ডুবে ডুবে আমরা অতলে হারিয়ে যাই। হারিয়ে যাই ঠাই না পাওয়া এক কষ্টের বিশাল সমুদ্রে। আসায় থাকি কোন এক ডুবুরী নৌকার, উদ্ধার করে নিয়ে যাবার।হয়ত আসে হয়ত আসে না। এর মধ্যেই আমরাও হয়ত একবার এই ডুবে যেতে যেতে কোন এক সময় ঠাই পাই। পাই কোন অবলম্বন।
ফিরে আসি সেই অতল সাগরের বুক থেকে। জয় করে ফেলি কষ্টের সাগরকে। আমাদের এই জয়ের গল্প শোনানোর জন্যই আমাদের জয়ী করা হয়। আমরা শোনাই হতাশাগ্রস্তদের আমাদের জয়ী হবার গল্প।
কেউ হয়ত আবার ফিরে আসতে পারে না। ডুবে গিয়ে তার অন্তর আত্মার মৃত্যু হয়। তার সাথে ফিরে আসে শুধু মানব মনের অন্তঃসার শূন্য এক মন। যা সবাইকে বোঝায় এই জীবনের একবার কষ্টের সাগরে ডুবে গেলে যেখানে কেউ নেই ফিরে আনার। আমাদের দূরে থাকতে হয় এই অন্তঃসার শূন্য মানুষদের থেকে। আপন করে নিতে হয় মন ভালো করার মানুষকে। ভালো বক্তা হওয়া সহজ,ভালো শ্রোতা হওয়া কঠিন। আমাদের চিন্তা করার ক্ষমতার যেই দিন মৃত্যু হবে,আমাদের মনের মৃত্যুও সেই দিন থেকেই। চিন্তা ভাবনার জগতটাই অন্যরকম। এইখানে চাইলেই হাত দিয়ে আকাশ ছোঁয়া যায়। হওয়া যায় পাখি,ঘুড়ি। মনের আকাশে হারিয়ে যাওয়া শুভ হোক। #MIKParadox
কিছু মানুষ খুব সহজেই সবার মন ভালো করে দিতে পারে। তাদের মন হয়ত আকাশের চেয়েও বিশাল। তাদের কথা গুলোতে মনের আকাশের কষ্টের কালো মেঘগুলো সব বৃষ্টি ঝরে পড়ে আস্তে আস্তে দূর হয়ে যায়। মন হয় আলোকিত। তারা ডুবুরী নৌকার মত কষ্টের সাগরে ডুবে থাকা মানুষকে উদ্ধার করে নিয়ে আসে।মানুষগুলোকে খুঁজে পেতে আমাদের খুব কষ্ট হয় না। আমাদের মনের আকাশে কষ্টের মেঘ এতো এতো বেশি থাকে যে আমরা সেগুলোকে দূর করার মত মানসিকতা রাখি না। ভেবে যাই যে এই মেঘ থেকে কখনোই বৃষ্টি হবে না। এই মেঘ দূর হবে না।
কিছু মানুষ খুব সহজেই আবার মন খারাপ করে দিতে পারে। মনের পরিষ্কার আকাশে নিয়ে আসে হঠাৎ ঝড়ের মত কালো মেঘ। এই মেঘে বৃষ্টি না হওয়া পর্যন্ত কষ্টের ঝড়ের মোকাবেলা করতে হবে। এই কষ্টের মধ্য ডুবে ডুবে আমরা অতলে হারিয়ে যাই। হারিয়ে যাই ঠাই না পাওয়া এক কষ্টের বিশাল সমুদ্রে। আসায় থাকি কোন এক ডুবুরী নৌকার, উদ্ধার করে নিয়ে যাবার।হয়ত আসে হয়ত আসে না। এর মধ্যেই আমরাও হয়ত একবার এই ডুবে যেতে যেতে কোন এক সময় ঠাই পাই। পাই কোন অবলম্বন।
ফিরে আসি সেই অতল সাগরের বুক থেকে। জয় করে ফেলি কষ্টের সাগরকে। আমাদের এই জয়ের গল্প শোনানোর জন্যই আমাদের জয়ী করা হয়। আমরা শোনাই হতাশাগ্রস্তদের আমাদের জয়ী হবার গল্প।
কেউ হয়ত আবার ফিরে আসতে পারে না। ডুবে গিয়ে তার অন্তর আত্মার মৃত্যু হয়। তার সাথে ফিরে আসে শুধু মানব মনের অন্তঃসার শূন্য এক মন। যা সবাইকে বোঝায় এই জীবনের একবার কষ্টের সাগরে ডুবে গেলে যেখানে কেউ নেই ফিরে আনার। আমাদের দূরে থাকতে হয় এই অন্তঃসার শূন্য মানুষদের থেকে। আপন করে নিতে হয় মন ভালো করার মানুষকে। ভালো বক্তা হওয়া সহজ,ভালো শ্রোতা হওয়া কঠিন। আমাদের চিন্তা করার ক্ষমতার যেই দিন মৃত্যু হবে,আমাদের মনের মৃত্যুও সেই দিন থেকেই। চিন্তা ভাবনার জগতটাই অন্যরকম। এইখানে চাইলেই হাত দিয়ে আকাশ ছোঁয়া যায়। হওয়া যায় পাখি,ঘুড়ি। মনের আকাশে হারিয়ে যাওয়া শুভ হোক। #MIKParadox
Comments
Post a Comment