হোক পথচলা

সম্পর্কগুলো একেকটা সিকিউরিটি প্রোটোকল এর অনুরূপ। অথেন্টিকেশন আর অথোরাইজেশন এর মাধ্যমেই এখনো টিকে আছে। এনক্রিপসনের প্রয়োজন হচ্ছে না। কিন্ত সম্পর্কে প্রোটোকল ম্যান্টেইন করে চললেই ভালো হয়। প্রোটোকল না ভাঙ্গাই বেটার।সবকিছুই ওপেন সোর্স এখন। 
বাহিরের চাকচিক্যের লোভে লোভী সবাই। পোশাক বদলে দাও,লোক বদলে যাবে।শেখ সাদী ভুল বলেননি।
ভালো লাগে সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে। পৃথিবীটা তখনই রঙ্গিন লাগে যখন এই বর্ণহীন জীবনেও সবাই রঙ ছড়িয়ে দিয়ে রঙ্গিন করে দেয়। আমাদের চারপাশের পরিবেশে থেকে নিজেকে আলাদা ভাবে দেখার কোন সুযোগ নেই। তাই নিজেকে সবসময়ই সবার মাঝে খুঁজে নিতে হয়। সবার আনন্দ-বেদনার মাঝে নিজেকে গুছিয়ে রাখার নামই জীবন। আর জীবন প্রবাহমান। হোক পথচলা।
আমরা মানুষ পাখির মত।শুধু উড়াউড়ির উপরেই থাকি। আমাদের নীড় থাকে। দিনশেষে নীড়ে ফিরি। দিনের শুরুতে আবার বাহিরে বের হই। খানিক সময় বসি, হাঁটি, লাফাই, খাই, ঝিমাই,উড়ি। এইভাবেই দিন রাত কেটে যায়। তবে মানুষ একটা বিশেষ রকমের পাখি। এই পাখির সূর্য ডুবলেও দিনের মতই জীবন যাপন করতে হয়। স্বপ্ন দেখতে হয়। সুন্দর একটা নীড় গড়ার স্বপ্ন। 
অনেক পাখি আকাশে উড়ছে একটা ভালো নীড় এর স্বপ্নে। পাখির স্বপ্ন পূরণ হোক। সুন্দর নীড়ে সে তার বিশাল ডানা মেলে দিক। তার ডানার বিশালতায় ঢেকে যাক আকাশের বিশালতা,মুগ্ধতায় মুগ্ধ হোক এই পৃথিবী। 
পাখি উড়ছে। পাখির জন্য লেখকের শুভকামনা। 
#MIKParadox

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?