মানব কথন
মানুষ হিসেবে সবাই হয়ত সবার জন্য পরিপূরক না। প্রত্যেক মানুষই
আলাদা। তবে আমরা শ্রেণীবদ্ধ হয়ে থাকতে ভালোবাসি যাদের মতের আর মনের মিল হয়। নয়ত
মিশি না।
আমাদের চারপাশের সবাইকে একই সাথে খুশি করা এবং রাখা সম্ভব
নয়। আপনার কাজ গুলো যদি আশেপাশের মানুষের মন মত হয় আপনার উপর তারা খুশি আর না হলেই
বেজার।দেখা গেলো যে আপনাকে কেউ ভালো বললে পাশাপাশি কেউ না কেউ খারাপ বলছেই এবং
এটাই স্বাভাবিক। কারণ কাউকে খুশি করতে হলে কাউকে তো বেজার করতেই হবে। এতদিন আপনার
সাথে মনের মিল ছিল আপনি ভালো। আজকে মিল নেই আপনি খারাপ।
সবাই খুশি না হলেই আপনি দেখুন আপনি কাদের নিয়ে খুশি। ব্যাস
যথেষ্ট। এই ঢের। ভালো থাকুন তাদের নিয়ে নয়ত নিজেকে নিয়ে। আশাপাশে সবাই আস্তে আস্তে
খুশি হয়ে যাবে যারা আপনার এই অবস্থাকে মেনে নিয়ে খুশি থাকতে চায়। আমাদের প্রত্যকের
মধ্যেই কিছু না কিছু পাগলামি আছে। যেই কারণে আমরা আনন্দিত হই বা অন্যকে আনন্দিত
করতে পারি। তবে সেটা ভিন্ন ব্যক্তি বরাবর বিভিন্ন। আপনার এই পাগলামির জন্যই আপনাকে
বা আমাকে অন্যের ভালো লাগবে। তবে একদিন ঠিক এই পাগলামির জন্যই আপনাকে বা আমাকে সেই
অন্যের ভালো লাগবে না। এইটাই স্বাভাবিক। মানুষ বেশি দিন খুব কমই মানুষের সাথে মিলে
মিশে থাকতে পারে যদি না তার মানসিকতাটা আস্তে আস্তে নতুন কিছুকে গ্রহণ করার
অভ্যাসে অভস্ত না হতে পারে।
আমাদের আশেপাশে সেই মানুষগুলোই আমাদের উপর খুশি যাদের সাথে
আমাদের ব্যক্তিত্ব মিলে যায়, যাদের সাথে আমাদের কথা বলতে ভালো লাগে, যাদের
সাথে সময় কাটাতে ভালো লাগে। তখন দেখা যায় যে সময় চলে গেলেও তাদের উপস্থিতি/অনুপস্থিতি
আমাদের কে নাড়া দেয়। তাদের সাথে মতের মিল না হলে আমরা মন কষাকষি করলেও আবার ঠিকই
মিলে মিশেই থাকি। আমাদের ভুল গুলোকে তাদের চোখে আর ভুল বলে মনে হয় না। তবে তারা
সর্বাধিক সময়েই আপনার বা আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে সংশোধনের চেষ্টা করে যায়।
মানুষের ধর্মই হচ্ছে স্বার্থপর হওয়া [কিছু ব্যতিক্রম অবশ্যই
আছে!] পার্থক্য এতটুকুই যে কেউ একটু কম আর কেউ একটু বেশি। তবে সবাই ই কম বেশি
স্বার্থপর। তবে শুধু এই কথা বলার জন্যই অনেকে আপনাকে বা আমাকে খারাপ ভাবা শুরু
করবে। আমাদের মানুষকে আরো ভালোভাবে জানতে হবে। তাকে জানার-বুঝার চেষ্টা করতে হবে।
তারপর মিশতে হবে। মনের মিল হলে মিশবেন নয়ত মিশবেন না। কোন ধরাবাঁধা নিয়ম নেই
এইখানে। পড়ে যেন আফসোস না হয় যে ভুল করলেন কিনা।
কারণ আমরা মানুষ মজা সহ্য করতে না পারলেও করাটা ছাড়ি না।
সেই রকমই আমাদের আশাপাশের সবাই তাদের নিজের টাকেই প্রাধান্য দিয়ে আপনাকে চাইবে।
যেই দিন দিবেন না সেই দিন থেকেই আপনি খারাপ। আপনার দোষের অনেক ভাণ্ডার যে তার কাছে
লুকানো ছিল সেটা আপনাকে জানাতে ভুল করবে না। অথচ এই মানুষগুলোই একসময় আপনার পাশে
বসেই আপনার হাশি-তামাশা সহ্য করে গেছে এবং আপনার সাথেও করে গেছে। আপনার খুশির জন্য
যারা আপনাকে সময় দিবে বুঝে নিবেন যে এতে করে আপনার আর তাদের মনের মধ্যে কোন অমিল
নেই। তবে মনে রাখবেন একদিন এই মানুষই আপনার উপর মন খারাপ করে ফেলবে যেই দিন তার
মতের অমিল এর কারণ হবেন।
সময় চলমান। মানুষ পরিবর্তনশীল। নিজেকে অন্যকের খুশির জন্য
খুব কমই পরিবর্তন করা উচিৎ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অন্য কেউ বলছে যে আপনার
এই ব্যক্তিত্ব ঠিকই আছে। তবে বুঝে নিন কে সঠিক।
আজকে যে মানুষ আপনার কমনসেন্সের জন্য বাহাবা দিচ্ছে তারাই
কিন্তু একদিন হয়ত আপনাকে কমনসেন্স শিখাতে ভুলবে না।
#MIKParadox
Comments
Post a Comment