ফলাফল
মানুষের জন্মই হয়েছে মৃত্যুবরণ করার জন্য কেননা মৃত্যুকে এড়ানোর কোন পথ এখনো মানুষের জন্য অজানা। এই চরম সত্যটাই আমরা জেনেও না জানার ভান করে বেঁচে থাকতে চাই। আমরা প্রত্যকেই নিজ কাজের জন্য দায়ী। আর কেউ না। তবে হ্যাঁ এখানেও কিছু ব্যাপার আছে। আমরা বাস্তবতা ভুলে আবেগ দিয়ে বিচার করি আর পরে আবেগ ভুলে বাস্তবতায় গালি দেই। যারা আজ সফলতার গান গাচ্ছে গতকাল তারাই ব্যর্থতায় ধিক্কার দিচ্ছিল।
মানুষ কাউকে প্রতিভা দেখে তাকে পছন্দ করে। কিন্ত পরে দেখা যায় যে তাকে মানুষ হিসেবে পছন্দ করতে বিবেকে বেঁধে যায়। মানুষ হুমায়ূন আহমেদকে উপন্যাসিক হিসেবে পছন্দ করে। কিন্তু মানুষ হিসেবে তাকে পছন্দ করতে অনেকের বিবেকে বাঁধে। আসলে তারা মানুষের প্রতিভাবে পছন্দ করে, মানুষকে না।সবাই আমের মিষ্টতা নিয়ে লেকচার দেয়,সুবাস পেতে চায়। কিন্তু বাজার থেকে দাগওয়ালা আমটা কেউই কিনতে চায় না। সবাই সুন্দর দেখতে আমটাই নিতে চায়। ভুলে যাই সেই মিষ্টতা আর সুবাসের কথা।
"Morning shows the day" ও বলবে আবার "Don't judge a book by its cover" এইটাও বলবে। নিজে কতটুকু জানলাম বা কতটুকু পারলাম তার প্রমাণ হয় আরেকজনকে শেখানোর মাধ্যমে। আরেকজনকে সফল হতে শেখানোর মাধ্যমে। "ভাই আমি নিজেই তো সফল না। আরেকজনকে কি বলব!" আরে আপনি কোন না কোনভাবে সফল। সেইটাই আরেকজনকে জানিয়ে দিন। তখন বুঝবেন যে আপনি কিভাবে সফল।মাছ কখনো গাছে উঠতে পারে না এবং তাতে তার কোনই দোষ নেই। তার জগত পানিতে।আমার কথা না আইনস্টাইনের কথা। সবাই শুধু বড় বড় কথা আর সফলতাই দেখে। এর পিছনের কান্না আর ঘাম কেউ দেখেও না বুঝতেও চায় না।
বিল গেটস এর মত প্রোগ্রামার হয়ে স্টিভ জবসের মত স্বাপ্নিক হলে নিকোলা টেসলার মত কোনদিন হওয়া যাবে না। তারা প্রত্যেকেই আলাদা ভাবে সফল। মেসি,রোনালদো তাদের ক্লাবে ভালো খেলে কারণ তাদের টিমে ভিন্ন ভিন্ন দলের স্টার প্লেয়াররাই খেলে। তাদের থেকে হেল্প পায়। কিন্ত নিজের দেশের টিমে খুব বেশি ভালো খেলতে পারে না। ঐ যে কম্বিনেশন। তাহলে কি করা যায়? কেউ টিম ওয়ার্কে উজ্জ্বল কেউ এককভাবে উজ্জ্বল। প্রত্যেকেই নিজের অবস্থান থেকে সফলার গল্প বলে, অন্যের অবস্থান চিন্তা করে নয়। সবার কথাকে আমলে নিতে হবে কি না সেটা নিজের বিবেককে কাজে লাগিয়ে বুঝে নিতে হবে।কারো উপকার করতে না পারলে অপকার করার কি দরকার। সবাইকে বাস্তবতার মুখোমুখি হয়েই আবেগেকে প্রশ্রয় দেয়া উচিৎ।বিল গেটসের উদাহরণ দিতে যে সবাই যায়, সেই বিল গেটস কিন্তু কাঠুরিয়ার গরিব ঘরের ছেলে ছিলনা। নিকোলা টেসলাকে কেউ চিনে না কারণ সে গরিব ঘরের ছিল। এডিসনের মত এত বড় বিজ্ঞানী ছিল না। কিন্তু নায়াগ্রা ফলসের প্রজেক্টের বাকী গল্প সবারই জানা।মানুষকে মন দেখে মন দিয়ে বিচার করুন। তার ব্যাকগ্রাউন্ড বা প্রতিভা দেখে নয়। বিপদে দেখলে সাহয্য করুন। সফলতায় অভিনন্দন জানান। ব্যর্থতায় পাশে থেকে মোটিভেট করুন।
#MIKParadox
মানুষ কাউকে প্রতিভা দেখে তাকে পছন্দ করে। কিন্ত পরে দেখা যায় যে তাকে মানুষ হিসেবে পছন্দ করতে বিবেকে বেঁধে যায়। মানুষ হুমায়ূন আহমেদকে উপন্যাসিক হিসেবে পছন্দ করে। কিন্তু মানুষ হিসেবে তাকে পছন্দ করতে অনেকের বিবেকে বাঁধে। আসলে তারা মানুষের প্রতিভাবে পছন্দ করে, মানুষকে না।সবাই আমের মিষ্টতা নিয়ে লেকচার দেয়,সুবাস পেতে চায়। কিন্তু বাজার থেকে দাগওয়ালা আমটা কেউই কিনতে চায় না। সবাই সুন্দর দেখতে আমটাই নিতে চায়। ভুলে যাই সেই মিষ্টতা আর সুবাসের কথা।
"Morning shows the day" ও বলবে আবার "Don't judge a book by its cover" এইটাও বলবে। নিজে কতটুকু জানলাম বা কতটুকু পারলাম তার প্রমাণ হয় আরেকজনকে শেখানোর মাধ্যমে। আরেকজনকে সফল হতে শেখানোর মাধ্যমে। "ভাই আমি নিজেই তো সফল না। আরেকজনকে কি বলব!" আরে আপনি কোন না কোনভাবে সফল। সেইটাই আরেকজনকে জানিয়ে দিন। তখন বুঝবেন যে আপনি কিভাবে সফল।মাছ কখনো গাছে উঠতে পারে না এবং তাতে তার কোনই দোষ নেই। তার জগত পানিতে।আমার কথা না আইনস্টাইনের কথা। সবাই শুধু বড় বড় কথা আর সফলতাই দেখে। এর পিছনের কান্না আর ঘাম কেউ দেখেও না বুঝতেও চায় না।
বিল গেটস এর মত প্রোগ্রামার হয়ে স্টিভ জবসের মত স্বাপ্নিক হলে নিকোলা টেসলার মত কোনদিন হওয়া যাবে না। তারা প্রত্যেকেই আলাদা ভাবে সফল। মেসি,রোনালদো তাদের ক্লাবে ভালো খেলে কারণ তাদের টিমে ভিন্ন ভিন্ন দলের স্টার প্লেয়াররাই খেলে। তাদের থেকে হেল্প পায়। কিন্ত নিজের দেশের টিমে খুব বেশি ভালো খেলতে পারে না। ঐ যে কম্বিনেশন। তাহলে কি করা যায়? কেউ টিম ওয়ার্কে উজ্জ্বল কেউ এককভাবে উজ্জ্বল। প্রত্যেকেই নিজের অবস্থান থেকে সফলার গল্প বলে, অন্যের অবস্থান চিন্তা করে নয়। সবার কথাকে আমলে নিতে হবে কি না সেটা নিজের বিবেককে কাজে লাগিয়ে বুঝে নিতে হবে।কারো উপকার করতে না পারলে অপকার করার কি দরকার। সবাইকে বাস্তবতার মুখোমুখি হয়েই আবেগেকে প্রশ্রয় দেয়া উচিৎ।বিল গেটসের উদাহরণ দিতে যে সবাই যায়, সেই বিল গেটস কিন্তু কাঠুরিয়ার গরিব ঘরের ছেলে ছিলনা। নিকোলা টেসলাকে কেউ চিনে না কারণ সে গরিব ঘরের ছিল। এডিসনের মত এত বড় বিজ্ঞানী ছিল না। কিন্তু নায়াগ্রা ফলসের প্রজেক্টের বাকী গল্প সবারই জানা।মানুষকে মন দেখে মন দিয়ে বিচার করুন। তার ব্যাকগ্রাউন্ড বা প্রতিভা দেখে নয়। বিপদে দেখলে সাহয্য করুন। সফলতায় অভিনন্দন জানান। ব্যর্থতায় পাশে থেকে মোটিভেট করুন।
#MIKParadox
Comments
Post a Comment