প্রলাপ কন্টিনিউস

আর্থিক ঋণ অর্থের মাধ্যমে শোধ করা যায়। স্নেহ,শ্রদ্ধা,আদর,মমতা, ভালোবাসা ,মায়া এইসব ঋণের শোধ হবে কিভাবে! পারবো না করতে,কোনদিনই না। এই ঋণের বোঝা পিঠে নিয়েই সারাজীবন কাটাতে হবে। সেইসব ঋণের ভারে কুঁজো হয়েই কাটাতে চাই। অহমিকার সিনা টানে না। 
ব্যতিক্রম বলেও কিন্তু একটা শব্দ আছে! সেটা হলে অবশ্যই কার্যকারণ থাকবে। 

ভাগ্যের সাথে লড়াইয়ে সবসময়ই আত্মসমর্পণ করতে হয়। ভাগ্য নিজে থেকেই বিজয়ী করে দেয় যদি তা মাকতূব হয়।

ছোটবেলায় আমরা বা আমি ভুল করে থাকি।সবাই করে। (অনেকেই আবার করে না) সেই ভুল গুলো ক্ষমার চোখে দেখাই উত্তম।এবং দেখাও হয়।
একটু বড় হলে আস্তে আস্তে ভুলের মাত্রা যত কমানো যায় ততই ভালো। আর যতই বাড়ে সম্পর্কের পরিধিটা আস্তে আস্তে কমতে থাকে। নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় হোক,করা ভুলের ভুক্তভোগী একা খুব কম বরং আরো আশেপাশের সবাই সহ হতে হয়।
বড়বেলায় ভুলগুলো বরং অনেক অশোভন দেখায়। ভুল থেকেই অনেক কিছু সৃষ্টি হয়। হোক সেটা ভালো বা খারাপ। সবই দৃষ্টিভঙ্গি বৈ কিছুই না। তবে নিজের ভুলের মাশুলের সিংহভাগ নিজেরই গুণতে হয়।ভুলে ভুলে কেটে যাচ্ছে এই জীবন। এত ভুলের মাশুল দিবে কে?
Sometimes we do some wrong things to make some right.Sometimes we do some right thing that make some wrong.

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?