শেষের শুরু
ইমোশনের স্কেলটা যদি সবার কাছে একই হত তাহলে হয়ত সবাই খুশি থাকত। কিন্তু সত্যিকার অর্থে ইমোশনের স্কেলে ভিন্নতা থাকাটাই আবশ্যক। মানুষে ভিন্নতা থাকা জরুরী। সব মানুষ একই হলে কি হবে? "পশুর আবেগ শূন্য আর ফেরেশতারা আবেগে পরিপূর্ণ।" এর মাঝের বিদ্যমান আবেগই মানুষ কে চেনায়। তবে মানুষ হিসেবে আমরা কতিপয় বরাবরই ইমোশনাল ফুল। আপনাকে জানতে না পারার একটাই অর্থ হতে পারে হয়ত আপনার আর অন্যের মনের পরিধির মাঝে পার্থক্য আছে। কাছাকাছি মন মানসিকতার হলে একসাথে পথ চলা যায়, কফি খাওয়া যায়। জানতে থাকুন,হাঁটতে থাকুন। দেখবেন আস্তে আস্তে কাছাকাছি থেকে মন-মানসিকতার পার্থক্যটা কমে সমমনা হয়ে যাবেন। তবে যাদের মন-মানসিকতার ফারাক অনেক বিশাল,তাদের মধ্যে কেউ একজন শিখে যাবে আর অন্যজন শিখিয়ে যাবে জীবনের পথচলার কিছু কৌশল। শিখতে থাকুন অথবা শিখাতে থাকুন। কিছু না করাটা একটা রোগের মত। পুরো দেহে খুব দ্রুত ছড়িয়ে পরে। ভালো লাগে না কিছু করতে। সুস্থ দেহ সুস্থ মন। এই দুইয়ের মধ্য মনের সুস্থতা থাকে অটোম্যটিক দেহের সুস্থতা চলে আসবে। এই জন্য এই রোগের উপসর্গ জেনে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে,হয়ে গেলে প্রতিকারের চেষ্টায় লেগে থাকতে হবে।সময় থাকতেই নিজের কাজ গুলো করে ফেলা ভালো।অলসতা আসার আগে আগেই। নিজের অবস্থানটা আবিষ্কার করাটা খুব জরুরী। সবসময়য় বিপদের থেকে সতর্কতা অবলম্বন করে চলা উচিৎ। বিপদের কোন সিগন্যাল সাইরেন নেই যে দেখিয়ে বা বাজিয়ে চলে আসবে। তবে সাইনবোর্ড আছে,চিনে চিনে সামনের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ্র উপর বিশ্বাস রাখতে হবে। বিপদ-আপদ দিয়ে তিনি বান্দাদের পরীক্ষা নেন। যত কঠিন পরীক্ষা তত বেশি উপহার। আল্লাহ্র সব পরীক্ষাই বান্দাদের জন্য কঠিন। আল্লাহ্র রহমতের জন্য দোয়া করতে হবে। আল্লাহ্ যদি নিতে চান কেউ টেনে ধরে রাখতে পারবে না, আল্লাহ্ যদি দিতে চান কেউ সেটা বাঁধা দিয়ে আঁটকে রাখতে পারবে না। সকল অসম্ভবকে সম্ভব করার একমাত্র মালিক ও ক্ষমতাধর আল্লাহ্ রাব্বুল আ'লামীন। আল্লাহ্ যখন খুশি হয়ে দেন তখন সেটা বিনা হিসেবে দেন। সেই আনন্দই তো প্রকৃত আনন্দ। কে কয়দিন পৃথিবীতে থাকবে বলুন? যেতে যেতে কিছু সওয়াব নিয়ে যাওয়া কি ভালো না। নিজের আমলের দ্বারা। আল্লাহ্ যেভাবে করতে বলেছেন ডাকতে বলেছেন সেইভাবে না হয় ডাকুন করুন। মানুষকে সাহায্য করুন যদি আপনার সামর্থ্য থাকে করার। তবে সেটা কখনোই অন্যায় কাজে বা অন্যায় ভাবে না। মানুষকে সাহায্য করাটা একদিন আপনার জন্যই ফলপ্রসূ হবে। আল্লাহ্ আপনার সাহায্য করবেন। #MIKParadox
Comments
Post a Comment