কষ্টের সময়
"তোমার বন্ধু যখন বিপদে থাকবে , তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর কিন্তু
যখন সে খুশিতে থাকবে, তখন সে না ডাকলে যেওনা।" --উইলিয়াম শেক্সপিয়ার।
আপনি নিজে কষ্টে নিমজ্জিত থাকলেও অন্যের সামনে সেটাকে তুলে ধরবেন না। হাসিমুখে নিজের কষ্টকে বুকের ভেতর পাথর চাপা দিয়ে অন্যের কষ্ট লাঘব করার মধ্যেই যে মানুষের সার্থকতা। আমাদের পিতামাতা এখনো পর্যন্ত সেটিই করে যাচ্ছে আমাদের জন্য।
কারো কষ্টের সময় পাশে থাকার মধ্যে এক ধরনের আত্মিক পরিতৃপ্তি আছে। কেউ আপনার ক্ষেত্রে পাশে থাকুক বা না থাকুক আপনি পাশে থেকে দেখুন। আশা করি আপনার লাভ না হলেও ক্ষতি হবে না।
ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যে, মানুষ দুই ব্যাক্তিকে মনে রাখে। এক যে বিপদের দিনে পাশে থাকে, দুই যে ছেড়ে চলে যায়।
আপনার আমার কষ্টের দিনে হয়ত কাউকে পান নি তাই বলে আপনি অন্যকে কষ্টের মধ্যে নিমজ্জিত দেখলে তাকে টেনে তুলুন। (নিজের ক্ষতি না করে) তাকে সাহায্য করুন। আপনার এই আত্মিক পরিতৃপ্তির দাম লাখ টাকা।
#MIKParadox
আপনি নিজে কষ্টে নিমজ্জিত থাকলেও অন্যের সামনে সেটাকে তুলে ধরবেন না। হাসিমুখে নিজের কষ্টকে বুকের ভেতর পাথর চাপা দিয়ে অন্যের কষ্ট লাঘব করার মধ্যেই যে মানুষের সার্থকতা। আমাদের পিতামাতা এখনো পর্যন্ত সেটিই করে যাচ্ছে আমাদের জন্য।
কারো কষ্টের সময় পাশে থাকার মধ্যে এক ধরনের আত্মিক পরিতৃপ্তি আছে। কেউ আপনার ক্ষেত্রে পাশে থাকুক বা না থাকুক আপনি পাশে থেকে দেখুন। আশা করি আপনার লাভ না হলেও ক্ষতি হবে না।
ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যে, মানুষ দুই ব্যাক্তিকে মনে রাখে। এক যে বিপদের দিনে পাশে থাকে, দুই যে ছেড়ে চলে যায়।
আপনার আমার কষ্টের দিনে হয়ত কাউকে পান নি তাই বলে আপনি অন্যকে কষ্টের মধ্যে নিমজ্জিত দেখলে তাকে টেনে তুলুন। (নিজের ক্ষতি না করে) তাকে সাহায্য করুন। আপনার এই আত্মিক পরিতৃপ্তির দাম লাখ টাকা।
#MIKParadox
Comments
Post a Comment