কথামালা

কথা একঃ আগুনের সংস্পর্শ শুধুই পোড়াবে। ভাঙ্গা কাঁচে হাত কাটবেই। আগুনের আর ভাঙ্গা কাঁচের দোষ খুঁজে কি লাভ। বানরের গলায় মুক্তোর মালা দেয়া ঠিক না। যে মুল্য দিতে জানে তাকেই মুল্যটা দেয়া উচিৎ।
কথা দুইঃ ধ্বংস হওয়ার আগে সব নক্ষত্রই একবার শেষবারের মত জ্বলে উঠে। সময় কাউকে ছাড় দেয়ও নাই,দিচ্ছেও না, দিবেও না।
কথা তিনঃ দায়িত্বজ্ঞানহীনতা খুব কঠিন এক ব্যাধি,ঠিক ক্যান্সারের মত। সময় মত ধরতে না পারলে পরে কিছু আর করার থাকে না।
কথা চারঃমানুষদের এই পৃথিবীতে বেমানান মানুষের মূল্যায়ন হয় না। কারণ তারা তো মানুষ না।
কথা পাঁচঃ "কারো বিপদে না ডাকলেও যেয়ো কিন্তু কারো সুখে না ডাকলে যেও না"
কথা ছয়ঃ সবকিছুরই একটা চরম মূল্য আছে। যিনি দিতে সক্ষম তার জন্যই সে সবকিছু। যারা দিতে পারেন না তাদের জন্য সেই সবকিছু নাই। যা পাবো তা ভাগ্যে ছিল,যা ভাগ্যে ছিল না তা কখনোই পাবো না।
কথা সাতঃ শেষ কথা। খেলা হবে।
#MIKParadox

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?