Life!
কোথায় যেন পড়েছিলাম চড়ুই পাখির লাফিয়ে চলার গল্প।
চড়ুই পাখি নাকি সবসময় অন্যান্য পাখির হাঁটা নকল করত। একদিন নকল করতে করতে সে খুঁজে পেল যে নিজের মত হাঁটাই ভুলে গেছে। তাই এখন লাফিয়ে চলে।
আমাদের জীবনের গল্পটাও ঠিক ঐরকম। মানুষ সবসময় আরেকজনের জীবন লিড করতে চায়,কারণে অকারণে, ইচ্ছায় অনিচ্ছায়। নিজের জীবনে অপ্রাপ্তিকে পুঁজি করে অন্যের জীবনের আকাঙ্ক্ষা করে। অন্যের জীবনের মত করে নিজের জীবনকে দেখতে চায়। ফলস্বরূপ অন্যের জীবনের মত করে সে তার জীবনকে সাজাতে থাকে। একবার এর জীবন তো আরেকবার ওর জীবন। এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের জীবন। একসময় মানুষ তার নিজের জীবনকেই হারিয়ে ফেলে এই জীবন-জীবন খেলায়। নিজের জীবনকে হারিয়ে খুঁজে হন্য হয়ে। এইভাবেই জীবন কেটে যায়। হারিয়ে পায়,পায় আর হারায়।
It's the ultimate success if we can find our true life.We search all the time what is life.On the way of searching we play different characters.We switch ourselves for many times.Then after being tired of playing we search our own.
একশ্রেণীর মানুষ আছে। যারা সবসময় নিজের জীবন নিয়েই সন্তুষ্ট থাকে। তারা আশেপাশের মানুষের জীবনের দ্বারা প্রভাবিত হয় না। তারা ভুল/সঠিক করতে করতে একঘেয়েমিতে ভুগে না। তাদের জীবনে ঐভাবে আনন্দ নেই অন্যের জীবন নিয়ে বেঁচে থাকার মত। কিন্তু নিজের জীবনকে হারিয়ে ফেলার আশঙ্কায় কখনো পড়ে না।
If we never play other characters,it results in two ways.Either we are always wrong or right.So that they never become dissatisfied and be their own.
জীবনের উদ্দেশ্য লুক্কায়িত আছে নিজের সত্যিকারের জীবনকে খুঁজে নেয়ার মধ্যে। যে হারায় সেই জানে পাওয়ার কি আনন্দ আর হারনোর কি কষ্ট। তারপরও ঐ নির্দিষ্ট কিছুসংখ্যক মানুষ ছাড়া সবাইকেই অন্যের জীবনকে লিড করতে হয় বুঝে বা না বুঝে।
The realization of living others life is the important thing.Then taking necessary steps is a must.The game was on.The game is on and The game will be on.
চড়ুই পাখি নাকি সবসময় অন্যান্য পাখির হাঁটা নকল করত। একদিন নকল করতে করতে সে খুঁজে পেল যে নিজের মত হাঁটাই ভুলে গেছে। তাই এখন লাফিয়ে চলে।
আমাদের জীবনের গল্পটাও ঠিক ঐরকম। মানুষ সবসময় আরেকজনের জীবন লিড করতে চায়,কারণে অকারণে, ইচ্ছায় অনিচ্ছায়। নিজের জীবনে অপ্রাপ্তিকে পুঁজি করে অন্যের জীবনের আকাঙ্ক্ষা করে। অন্যের জীবনের মত করে নিজের জীবনকে দেখতে চায়। ফলস্বরূপ অন্যের জীবনের মত করে সে তার জীবনকে সাজাতে থাকে। একবার এর জীবন তো আরেকবার ওর জীবন। এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের জীবন। একসময় মানুষ তার নিজের জীবনকেই হারিয়ে ফেলে এই জীবন-জীবন খেলায়। নিজের জীবনকে হারিয়ে খুঁজে হন্য হয়ে। এইভাবেই জীবন কেটে যায়। হারিয়ে পায়,পায় আর হারায়।
It's the ultimate success if we can find our true life.We search all the time what is life.On the way of searching we play different characters.We switch ourselves for many times.Then after being tired of playing we search our own.
একশ্রেণীর মানুষ আছে। যারা সবসময় নিজের জীবন নিয়েই সন্তুষ্ট থাকে। তারা আশেপাশের মানুষের জীবনের দ্বারা প্রভাবিত হয় না। তারা ভুল/সঠিক করতে করতে একঘেয়েমিতে ভুগে না। তাদের জীবনে ঐভাবে আনন্দ নেই অন্যের জীবন নিয়ে বেঁচে থাকার মত। কিন্তু নিজের জীবনকে হারিয়ে ফেলার আশঙ্কায় কখনো পড়ে না।
If we never play other characters,it results in two ways.Either we are always wrong or right.So that they never become dissatisfied and be their own.
জীবনের উদ্দেশ্য লুক্কায়িত আছে নিজের সত্যিকারের জীবনকে খুঁজে নেয়ার মধ্যে। যে হারায় সেই জানে পাওয়ার কি আনন্দ আর হারনোর কি কষ্ট। তারপরও ঐ নির্দিষ্ট কিছুসংখ্যক মানুষ ছাড়া সবাইকেই অন্যের জীবনকে লিড করতে হয় বুঝে বা না বুঝে।
The realization of living others life is the important thing.Then taking necessary steps is a must.The game was on.The game is on and The game will be on.
Comments
Post a Comment