Players and spectators

There are two types of people in the world.Players and spectators.Players are those who only plays and spectators are those who only watches.There always exists some spectators who can play.
আমাদের সব সম্পর্ক বা বন্ধুত্বের শুরু হয় স্বার্থের মাধ্যমে।
কিন্তু এই "স্বার্থ" জিনিষটা আসলে ন্যাপথলিনের মত। ন্যাপথলিন কাপড়ে দেয়া হয় সুন্দর ঘ্রাণ বা পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য। শুরুতে ন্যাপথলিন থাকলেও দিনে দিনে ন্যাপথলিন উদ্বায়ী পদার্থ হওয়ায় আস্তে আস্তে বাতাসে উবে যায়। তখন কাপড়ে সুগন্ধ বা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। কিন্ত ততদিনে ন্যাপথলিনের অস্তিত্ব আর থাকে না।
ঠিক সেইভাবে সম্পর্ক বা বন্ধুত্ব সত্যিকারে হয়ে গেলে "স্বার্থ" নামক জিনসটা আর থাকে না :)
কিছু মানুষ এই সহজ ব্যাপারটা সহজ ভাবে নিতে পারে না। তারা সবসময় ঐ "স্বার্থ" জিনিসটাই খোঁজে সম্পর্কে/বন্ধুত্বে। "স্বার্থ" না থাকার ব্যাপারটা বুঝতে পারে না।
দুনিয়াতে সবাই স্বার্থপর। কেউ একটু কম কেউ একটু বেশি। এইটাই সত্য। তবুও কিছু বন্ধুত্ব/ সম্পর্ক নিঃস্বার্থ। বিলিভ ইট ওর লিভ ইট।
#MIKParadox

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?