এখন ছেলেটির
এখন ছেলেটির চোখে আর বাল্যকালের মত স্বপ্নভঙ্গে অশ্রু ঝড়ে না।
এখন স্বপ্নভঙ্গ হয়। দিনে-রাতে,নিদ্রায়-সজাগে।
এখন ছেলেটির চোখে আর বাল্যকালের মত অপমানে অশ্রু ঝড়ে না।
এখন অপমানিত হয়। প্রকাশ্যে-গোপনে, কারণে-অকারণে।
এখন ছেলেটির চোখে আর বাল্যকালের মত লজ্জায় অশ্রু ঝড়ে না।
এখন লজ্জিত হয়। সেচ্ছায়-অনিচ্ছায়, জেনে-না জেনে।
এখন ছেলেটির চোখে আর বাল্যকালের মত ঘৃণায় অশ্রু ঝড়ে না।
এখন ঘৃণিত হয়। আশে-পাশে, শত্রুতে-মিত্রতে।
এখন ছেলেটির চোখে আর বাল্যকালের মত সমালোচনায় অশ্রু ঝড়ে না।
এখন সমালোচিত হয়। কাজে-অকাজে, হাসিতে-কান্নায়।
এখন ছেলেটির চোখে বাল্যকালের মত আর অশ্রু ঝড়ে না।
এখন বাল্যকাল আর নেই। বাল্যকালের বিবেক ফুরিয়ে গেছে।
এখন হৃদয় ছেয়ে গেছে ভণ্ডামি আর কুটিলটায়।
তবুও ছেলেটির চোখে বাল্যকালের মত অশ্রু ঝড়ে।
স্বপ্নভঙ্গে, অপমানে, লজ্জায়, ঘৃণায়, সমালোচনায়।
সেই অশ্রু হারিয়ে যায় দুই হাতের কোমল স্পর্শে।
এখনও ছেলেটির চোখে বাল্যকালের মত অশ্রু ঝড়ে।
এখন স্বপ্নভঙ্গ হয়। দিনে-রাতে,নিদ্রায়-সজাগে।
এখন ছেলেটির চোখে আর বাল্যকালের মত অপমানে অশ্রু ঝড়ে না।
এখন অপমানিত হয়। প্রকাশ্যে-গোপনে, কারণে-অকারণে।
এখন ছেলেটির চোখে আর বাল্যকালের মত লজ্জায় অশ্রু ঝড়ে না।
এখন লজ্জিত হয়। সেচ্ছায়-অনিচ্ছায়, জেনে-না জেনে।
এখন ছেলেটির চোখে আর বাল্যকালের মত ঘৃণায় অশ্রু ঝড়ে না।
এখন ঘৃণিত হয়। আশে-পাশে, শত্রুতে-মিত্রতে।
এখন ছেলেটির চোখে আর বাল্যকালের মত সমালোচনায় অশ্রু ঝড়ে না।
এখন সমালোচিত হয়। কাজে-অকাজে, হাসিতে-কান্নায়।
এখন ছেলেটির চোখে বাল্যকালের মত আর অশ্রু ঝড়ে না।
এখন বাল্যকাল আর নেই। বাল্যকালের বিবেক ফুরিয়ে গেছে।
এখন হৃদয় ছেয়ে গেছে ভণ্ডামি আর কুটিলটায়।
তবুও ছেলেটির চোখে বাল্যকালের মত অশ্রু ঝড়ে।
স্বপ্নভঙ্গে, অপমানে, লজ্জায়, ঘৃণায়, সমালোচনায়।
সেই অশ্রু হারিয়ে যায় দুই হাতের কোমল স্পর্শে।
এখনও ছেলেটির চোখে বাল্যকালের মত অশ্রু ঝড়ে।
Comments
Post a Comment