কানামাছি অবশেষে !!!!!

[ "কানামাছির গল্প" কেমন যেন "শেষ হইয়াও শেষ হইল না" লাগছিল। তাই বাকীটুক লেখলাম।তবে এইবারও ছোটগল্পের সংজ্ঞাকে অবজ্ঞা করলাম না। হাজার হোক কবিগুরুর সন্মান বলে কথা ]

কানামাছি ক্লান্ত হয়ে পড়ল......আর কতদূর পালাবে। কোথায় পালালে এই অভিশাপ থেকে মুক্তি পাবে।কিন্তু পালানো কি ঠিক হচ্ছে ? অনেকটুকু পথ চলে এসেছি ফিরে যাবার কোন পথ কি আছে??...আছে। অবশ্যই আছে। আমার খেলার সাথীরা!!!! তাদের কি হবে? কিন্তু তারা কি আমাকে আগের মত কাছে টেনে নিবে নাকি অভিমানের জবাব প্রত্যাখ্যানের মাধ্যমে দিবে? কানামছির এই জীবন আর আমাকে বাঁচতে দিচ্ছে না।এই ঘুণ পোকা আমার জীবনকাঠ কে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কান পাতলে শব্দ শোনা যায়। কুড়কুড়... কুড়কুড়......
কানামাছি আবার ফিরে এসে সবাইকে খুঁজতে লাগল। কিন্তু কই? সবাই যেন কোথায় হারিয়ে গেছে।সে হাঁটু গেঁড়ে বসে পড়ল। কানামাছি হওয়ার আগে তার দুইজন খুব ভাল বন্ধু ছিল। যারা কানামাছি কে বারবার ফিরে আসতে বলছিল।তাদের অভিমান বুঝি একটু বেশিই। কিন্তু দেখা গেল যে আসলে সবাই কেমন যেন ব্যস্ত হয়ে গেছে। কেনই বা হবে না ? সে যখন চলে গেল সবার কি তখন কিছু করার ছিল? সে তো নিজের স্বার্থের জন্য সবাই কে ফেলে চলে গিয়ে ছিল।সবাই তো এইরকমই ভাবছে এবং ভাবাটাই স্বাভাবিক।কেননা সে তো আর কাউকে চলে যাওয়ার কারণ বলে যায়নি।
মানুষ মারা গেলে সবাই কয়েকদিন শোক প্রকাশ করে। আত্মীয়-স্বজন আস্তে আস্তে ভুলে যায়। পরিবারের আপনজনেরাও ভুলে যেতে শুরু করে। মা হয়ত গোপনে গোপনে কাঁদে।সন্তানদের সামনে কাঁদতে পারেনা কারণ সে যে সংসার নামক শরীরের মাথা। মাথাব্যথা হলে যে সমস্ত শরীর অসুস্থ হয়ে পড়বে। “কেউ কারও জন্য বসে থাকে না”- কথাটা যে সত্য এটা মানুষ মারা গেলে বেশি প্রযোজ্য হয়।কিন্তু কানামাছির জন্য তো জীবদ্দশাতেই সে সবার কাছে মৃত হয়ে গেল। সেই বন্ধুরাও যারা একদিন কানামাছি খেলায় তার সাথে খেলছিল তারা তাকে মৃতের কাতারে ফেলে দিল । কানামাছি ভাবল সে আর পালাবে না। সত্যকে সে অনেক কাছ থেকে দেখেছে।
“মানুষ পৃথিবীতে একা আসে। আবার পৃথিবী থেকে যাবেও একা। এ বাদে সবই তো ভ্রান্তির মায়াজাল। মায়ায় জড়ানো সহজ। জাল ছিঁড়ে আসা খুব কঠিন। এই জাল ক্ষণস্থায়ী। একদিন ছিঁড়ে যাবে যেদিন বরাদ্দকৃত সময় শেষ হয়ে যাবে । সময়ের আগে জাল ছিঁড়লে পরে কিছু সময় পাওয়া যায়। সবাই এই সময়টা পায়না। ”
কানামাছি চোখের বাঁধন খুলতে খুলতে উঠে দাঁড়াল। " আরে!!! বাঁধন খুলে ফেললে নাকি?? "
এখন আমি আর কানামাছি না ............... সে হাসছে। প্রাণ খুলে হাসছে।


©Mohammed Ibrahim Khalil
[ এই গল্প কাল্পনিক। বাস্তবের সাথে এর কোন সম্পর্ক নেই। তবে যদি কোনভাবে কেউ মিল খুঁজে পান ,তা কাকতালীয় ]

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?