কানামাছির গল্প

*******************************************(১)********************************************
[ কানামাছি = কানামাছি খেলায় যার চোখ বাঁধা থাকে এবং যাকে ঘিরে সবাই আশেপাশে ছোটাছুটি করে।আঞ্চলিক ভাষায় সাধারণত একে চোর বলা হয়।চোখ বাঁধা থাকে তাই কানা আর মাছির মত ছোটাছুটি করে তাই মাছি।এই দুই মিলে কানামছি শব্দের ব্যুৎপত্তি জানা যায়। ]
কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ............কানামাছি খেলার নিয়ম প্রায় কম বেশী সবাই জানে।এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর যে জীবনে কানামাছি খেলার নাম শুনেনি। আজকে এক কানামাছির গল্প বলব।

বর্তমান কানামাছি আগে কানামাছি(কানামাছি খেলায় যে চোর থাকে) ছিল না। সে খেলায় কানামাছির কাছাকাছি ঘোরাঘুরি করছিল আবার দূরে সরে যাচ্ছিল। কিন্তু হঠাৎ খেলার কানামাছি তাকে ছুঁয়ে দিল। কি আর করার......... সে নিজের চোখ বেঁধে নিল। সবাই আশেপাশে ঘুরছে। বলছে কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ... কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ......কিন্তু কানামাছি কাউকে ধরতে পারছেনা......... হঠাৎ আস্তে আস্তে শব্দ কমে আসে...আর শব্দ শোনা যায়না......আরে একি সবাই বুঝি চলে গেছে !! যেও না...আমাকে একা রেখে যেওনা !! আমি কানামাছি হতে চাইনা !! কোথায় সবাই!! চোখের বাঁধন খুলে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু খেলার নিয়ম যে তাহলে ভেঙ্গে যাবে। কাউকে ছোঁয়ার আগে যে বাঁধন খুলতে মানা ।

কানামাছি না হওার একটাই ছোট্ট সহজ নিয়ম। কি?? আরেকজনকে ছুঁয়ে দেওয়া। আর?? কানামাছির থেকে দূরে থাকা। আরেকটা বলব??কানামাছি না খেলা। না এটা ঠিক বলিনি। না খেললে তো কানামাছি খেলার মজাই পাওয়া যাবে না !! তাহলে যেটা রয়ে যায় সেটা হচ্ছে চোখের বাঁধন খুলে ফেলা। কিন্তু এটা তো নিয়মবহির্ভূত। নিজের কানামাছি খেলায় চোখের বাঁধন খোলা যায়...... কিন্তু জীবনের কানামাছি খেলায় তো চোখের বাঁধন খোলা যাবে না। কি দরকার ধোঁকাবাজির। নিজের কানামাছি খেলায় চোখের বাঁধন খোলা শুরু করলে পরে জীবনের কানামাছি খেলায় ও চোখের বাঁধন খোলার চেষ্টা করব। যা কক্ষনোই সম্ভব না।

*******************************************(২)*******************************************

বর্তমান কানামাছি তার খেলায় মনোযোগ দিল। সবাই আশেপাশে শব্দ করছে। বর্তমান কানামাছি একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে আস্তে আস্তে করে দূরে সরে যেতে থাকল। সবার চোখের আড়ালে। যাতে তার (বর্তমান কানামাছির) কাউকে ছুঁতে না হয়...যাতে কেউ নতুন করে কানামাছি না হয়ে যায়। কারণ বর্তমান কানামাছির ছোঁয়ায় যে নতুন কানামাছি হবে সে যদি কোনও কারণে আর কাউকে ছুঁতে না পারে!! তাহলে তো নতুন কানামাছিকে বাকি জীবনে কানামাছি হয়েই কাটাতে হবে।

বর্তমান কানামাছি না হয় নিজেই সারাজীবনের জন্য কানামাছি হয়ে থাকল। অন্যদের কানামাছি হওয়ার সম্ভাবনা থেকে মুক্তি দিল। গান গেতে গেতে সরে যাওয়া শুরু করল। কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ..........কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ...............

©Mohammed Ibrahim Khalil

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?