কোডিং
[এই গল্পের সকল চরিত্র কাল্পনিক।বাস্তবের সাথেয় এর কোন সম্পর্ক নেই। তবে যদি কোনভাবে কেউ মিল খুঁজে পান ,তা কাকতালীয় ]
দুপদুপ!!!!! দুপ দুপ!!!!বুকের হৃদপিণ্ড যেন বুকের খাঁচা ছেড়ে বের হয়ে যাবে।অনেক দিনেরসাধনার ফসল যেন এবার পাচ্ছি।তাহেরা খুবই উত্তেজিত!!!! না প্রোগ্রামেও কোন ভুল নেই……ল্যাপটপটাস্লীপ মুডে রেখে টেবিল থেকে উঠে বিছানায় গিয়ে বসল তাহেরা।না এবার অ্যালগরিদমেও কোনভুল নাই।কমপ্লেক্সসিটি log2n।খুশিতে লাফিয়ে উঠলতাহেরা।বার বার অ্যালগরিদম নিয়ে সমস্যায় ছিল।“ ল্যাপটপটা আপাততঃ ঘুমাক”……মনেমনে বলল তাহেরা।এবার আমার কাজ দেখে মাইক্রোসফট বুঝবে যে WPF ও WCF এ কাজ কাকে বলে,কত প্রকার ও কি কি।
C# এ প্রোজেক্টকরছিল তাহেরা।যাই হাতমুখ ধুয়ে আসি।রুম থেকে ওয়াশরুমের দিকে গেল তাহেরা।হঠাৎ রমেআসল কলি......অনেকক্ষণ আড়াল থেকে লক্ষ রাখছিল......খুশির ঝলক দেখা দিল চোখে।এইতসুযোগ !!!!!! “অনেকদিন অপেক্ষায় ছিলাম আর না” নিজেকে বলতে লাগলো কলি। Microsoftথেকে দুজনকে কল করা হয়েছে। একসাথে অনেকগুলো প্রোজেক্ট করেছেদুইজনে।কিন্তু সবসময় তাহেরার ভাগ্যই সুপ্রসন্ন থাকে।এইবার যদি তাহেরার হয়ে যায় আমিআর কোনদিন এই সুযোগ পাব না।নিজেকে বোঝাল কলি...আরে কেউ দেখবে না......সবাই চলেগেছে।আস্তে করে ওয়াশরুমের ছিটকিনিটা টেনে দিল কলি।মনে মনে বলল “আমাকে মাফ করে দিসতাহেরা,এছাড়া আর কিছুই আমার করার ছিলনা”। দুজনে ভার্সিটিতে এসেছিল স্যারদেরতাদের প্রোজেক্ট দেখাতে।হলে নিজেদের রমে শেষ কবে আসছিল তা মনে করতে লাগলো কলি এইত তিনবছর হয়ে গেছে……তাই দুজনেই হলে নিজেদের রুম দেখতে গেল।একটা বাহানা দিয়ে সরে গিয়েছিলকলি।মোক্ষম সুযোগের অপেক্ষায়।হলে পরীক্ষার PL চলছে...এই ব্লকেছাত্রীর সংখ্যা খুবই কম।কেউই ত নেই...... সন্ধ্যার আগে আর বের হতে পারবেনা।চলে গেলকলি.....................
রেজাল্ট ভাল CGPA 3.90,থিসিস,পাব্লিকেশন,কি নেই...সবই আছেসিভিতে।পারফেক্ট সিভি।অনেক কাজ করা হয়েছে C# এ।প্রোজেক্টকরতে করতে ল্যাপটপ ফুল।কিন্তু যাই করেনা কেন তাহেরা তার চেয়ে একটু ভাল করে।এইবারউচিৎ শিক্ষা হবে।মনে মনে হাসল কলি।
ওয়াশরুমে গিয়ে তাহেরা তাহেরা মনে মনে হাসল ......আমার অ্যালগরিদম এর কমপ্লেক্সসিটি ঠিক আসে…কিন্তুকলির তো ভুল আছে।ভাইবা তে ও বাদ পরবে সিউর।কিন্তুকি ব্যাপার দরজা খুলছেনা কেন………আরে আজব একি কাণ্ড…আজিব………দরজায় অনেকগুলো ধাক্কা দিলকিন্তু খুললো না।ভয়ে কেঁপে উঠল তাহেরা………কি যেন দেখা যাছে দরজায় বুঝল একটু পরে… হ্যালুসিনেশনহচ্ছে।প্রচণ্ড ভয়েমাথাটা চক্কর দিল। মাটিতে পরে গেল বাজে ভাবে।একটা শব্দ হল।তারপর সবচুপচাপ.........
ইন্টারভিউ খুবই ভাল হোল কলির........ মাইক্রোসফট বলেছে আগামী সপ্তাহে জয়েনকরতে......ভিসা তো রেডি আছে।হঠাৎ কামরুন ফোন করল। কলি ভাবল ভালই হল ।কামরুন কেইআগে সুসংবাদ দেয়া যাক। কল রিসিভ করল কলি।অনেক্ষন চুপ করে রইল মুখে কোন কথা আসছেনা.........তাহেরা মারা গেছে!!!!!!!বিশ্বাস করতে পারছেনা.........কামরুন বললবাথরুমে দরজা বন্ধ অবস্থায় তাহেরার লাশ পাওয়া গেছে।
ভয়ে দমবন্ধ হয়ে আসছে কলির......মনে কে যেন বলছে পালা কলি!!!!!পালা!!!!!!আরথাকা যাবে না......চলে যেতে হবে এখান থেকে। নয়ত তদন্ত হলে হয়ত ধরা পড়ে যাবে।রাতে ব্যাগ গুছাচ্ছে কলি হঠাৎ কি যেন আবছা মত দেখল টেবিলের কাছে।কাছে গিয়েদেখল মানুষের মত।কে???কে??? কলি তাড়াতাড়ি কাছে দৌড়ে গেল।গিয়ে যা দেখল তা বিশ্বাসকরতে পারলনা।তাহেরা ল্যাপটপএ কাজ করছে।সেই ভিস্যুয়াল স্টুডিও সেই WPF প্রোজেক্ট যা কলি করেছেসাথে তাহেরার ল্যাপটপ যেখানে WCF প্রোজেক্ট যা তাহেরাকরেছে।তাহেরা বলছে “কলি কই ছিলি সারাদিন,আরে দেখ কখন থেকে তর জন্য বসে আছি.........কোডিংকরবি না......!!!!!”কলি ভয়ে আমতা আমতা করে বলল “তু......ই এখা.....নে কেন?”ওর কথাকেড়ে নিল তাহেরা “দেখ মাথায় কত রক্ত”......মাথার পিছন থেকে হাত এনে বলল।কিন্তু কিকরব বল আমাদের কোডিং তো শেষ হয়নাই।মনে নাই কি বলছিলি!!!!!!!
একসাথে মাইক্রোসফটে কাজ করব।আমাকে রেখে কথায় যাচ্ছিস।এটা আমাদের কোড।তুইকিভাবে আমার সাথে এই রকম করলি.........তাহেরা আস্তে আস্তে কলির কাছে আস্তেলাগলো......কলি যেন হাঁটতে ভুলে গেছে......জায়গা থেকে এক পাও নড়তেপারছেনা............হঠাৎ করে ল্যাপটপের চার্জারের তারে পা পেছিয়ে গেলকলির............ ল্যাপটপ সহ আঁচড়ে পড়ল মাটিতে............মাথার কাছ দিয়ে ফিনকিদিয়ে গরম তরল ধারা বইতে লাগলো.........সামনে দেখল......ল্যাপটপে ওর গালের চাপ পরেকিবোর্ডের সবগুলো বোতামের উপর............চলছে অনবরত অর্থহীন কোডিং.........কোডিং!!!!!
এই উঠনা আর কতক্ষণ ঘুমাবি...... হঠাৎ ধড়ফরিয়ে উঠল কলি......... দেখল তাহেরাল্যাপটপের সামনে...... “এইভাবে ঘুমালে তো ভাইবা মিস করবি......তারা তারি উঠ।অ্যালগরিদমের কমপ্লেক্সসিটিlog2n আসছে, n2 করার দরকার নাই,তুই ত n2 দিয়া করসিলি।মাইক্রোসফট থেকে ফোন করছে...তাড়াতাড়ি কর......আমি ওয়াশরমে যাচ্ছি।” দাঁড়া আমারজন্য...লাফ দিয়ে উঠল কলি......কই দেখি...আসলেই তো log2n হওয়া দরকার।তুইএকটু কষ্টকরে আমার জন্য চেঞ্জ করে দে আমি আগে ওয়াশ রমে যাই…… তাড়াতাড়ি হাতমুখ ধুই……
আয়নারসামনে গিয়ে ভাবল কলি, আসলেই হরর মুভি বেশি দেখা হচ্ছে!!!!!!!তাহেরা ডাক দিলো পিছন থেকে“তাড়াতাড়ি আয় কোডিং করবি না!!!!!! DLL কোডিং বাকি আসে কিন্তু!!!!!!!!”
©Mohammed Ibrahim Khalil
দুপদুপ!!!!! দুপ দুপ!!!!বুকের হৃদপিণ্ড যেন বুকের খাঁচা ছেড়ে বের হয়ে যাবে।অনেক দিনেরসাধনার ফসল যেন এবার পাচ্ছি।তাহেরা খুবই উত্তেজিত!!!! না প্রোগ্রামেও কোন ভুল নেই……ল্যাপটপটাস্লীপ মুডে রেখে টেবিল থেকে উঠে বিছানায় গিয়ে বসল তাহেরা।না এবার অ্যালগরিদমেও কোনভুল নাই।কমপ্লেক্সসিটি log2n।খুশিতে লাফিয়ে উঠলতাহেরা।বার বার অ্যালগরিদম নিয়ে সমস্যায় ছিল।“ ল্যাপটপটা আপাততঃ ঘুমাক”……মনেমনে বলল তাহেরা।এবার আমার কাজ দেখে মাইক্রোসফট বুঝবে যে WPF ও WCF এ কাজ কাকে বলে,কত প্রকার ও কি কি।
C# এ প্রোজেক্টকরছিল তাহেরা।যাই হাতমুখ ধুয়ে আসি।রুম থেকে ওয়াশরুমের দিকে গেল তাহেরা।হঠাৎ রমেআসল কলি......অনেকক্ষণ আড়াল থেকে লক্ষ রাখছিল......খুশির ঝলক দেখা দিল চোখে।এইতসুযোগ !!!!!! “অনেকদিন অপেক্ষায় ছিলাম আর না” নিজেকে বলতে লাগলো কলি। Microsoftথেকে দুজনকে কল করা হয়েছে। একসাথে অনেকগুলো প্রোজেক্ট করেছেদুইজনে।কিন্তু সবসময় তাহেরার ভাগ্যই সুপ্রসন্ন থাকে।এইবার যদি তাহেরার হয়ে যায় আমিআর কোনদিন এই সুযোগ পাব না।নিজেকে বোঝাল কলি...আরে কেউ দেখবে না......সবাই চলেগেছে।আস্তে করে ওয়াশরুমের ছিটকিনিটা টেনে দিল কলি।মনে মনে বলল “আমাকে মাফ করে দিসতাহেরা,এছাড়া আর কিছুই আমার করার ছিলনা”। দুজনে ভার্সিটিতে এসেছিল স্যারদেরতাদের প্রোজেক্ট দেখাতে।হলে নিজেদের রমে শেষ কবে আসছিল তা মনে করতে লাগলো কলি এইত তিনবছর হয়ে গেছে……তাই দুজনেই হলে নিজেদের রুম দেখতে গেল।একটা বাহানা দিয়ে সরে গিয়েছিলকলি।মোক্ষম সুযোগের অপেক্ষায়।হলে পরীক্ষার PL চলছে...এই ব্লকেছাত্রীর সংখ্যা খুবই কম।কেউই ত নেই...... সন্ধ্যার আগে আর বের হতে পারবেনা।চলে গেলকলি.....................
রেজাল্ট ভাল CGPA 3.90,থিসিস,পাব্লিকেশন,কি নেই...সবই আছেসিভিতে।পারফেক্ট সিভি।অনেক কাজ করা হয়েছে C# এ।প্রোজেক্টকরতে করতে ল্যাপটপ ফুল।কিন্তু যাই করেনা কেন তাহেরা তার চেয়ে একটু ভাল করে।এইবারউচিৎ শিক্ষা হবে।মনে মনে হাসল কলি।
ওয়াশরুমে গিয়ে তাহেরা তাহেরা মনে মনে হাসল ......আমার অ্যালগরিদম এর কমপ্লেক্সসিটি ঠিক আসে…কিন্তুকলির তো ভুল আছে।ভাইবা তে ও বাদ পরবে সিউর।কিন্তুকি ব্যাপার দরজা খুলছেনা কেন………আরে আজব একি কাণ্ড…আজিব………দরজায় অনেকগুলো ধাক্কা দিলকিন্তু খুললো না।ভয়ে কেঁপে উঠল তাহেরা………কি যেন দেখা যাছে দরজায় বুঝল একটু পরে… হ্যালুসিনেশনহচ্ছে।প্রচণ্ড ভয়েমাথাটা চক্কর দিল। মাটিতে পরে গেল বাজে ভাবে।একটা শব্দ হল।তারপর সবচুপচাপ.........
ইন্টারভিউ খুবই ভাল হোল কলির........ মাইক্রোসফট বলেছে আগামী সপ্তাহে জয়েনকরতে......ভিসা তো রেডি আছে।হঠাৎ কামরুন ফোন করল। কলি ভাবল ভালই হল ।কামরুন কেইআগে সুসংবাদ দেয়া যাক। কল রিসিভ করল কলি।অনেক্ষন চুপ করে রইল মুখে কোন কথা আসছেনা.........তাহেরা মারা গেছে!!!!!!!বিশ্বাস করতে পারছেনা.........কামরুন বললবাথরুমে দরজা বন্ধ অবস্থায় তাহেরার লাশ পাওয়া গেছে।
ভয়ে দমবন্ধ হয়ে আসছে কলির......মনে কে যেন বলছে পালা কলি!!!!!পালা!!!!!!আরথাকা যাবে না......চলে যেতে হবে এখান থেকে। নয়ত তদন্ত হলে হয়ত ধরা পড়ে যাবে।রাতে ব্যাগ গুছাচ্ছে কলি হঠাৎ কি যেন আবছা মত দেখল টেবিলের কাছে।কাছে গিয়েদেখল মানুষের মত।কে???কে??? কলি তাড়াতাড়ি কাছে দৌড়ে গেল।গিয়ে যা দেখল তা বিশ্বাসকরতে পারলনা।তাহেরা ল্যাপটপএ কাজ করছে।সেই ভিস্যুয়াল স্টুডিও সেই WPF প্রোজেক্ট যা কলি করেছেসাথে তাহেরার ল্যাপটপ যেখানে WCF প্রোজেক্ট যা তাহেরাকরেছে।তাহেরা বলছে “কলি কই ছিলি সারাদিন,আরে দেখ কখন থেকে তর জন্য বসে আছি.........কোডিংকরবি না......!!!!!”কলি ভয়ে আমতা আমতা করে বলল “তু......ই এখা.....নে কেন?”ওর কথাকেড়ে নিল তাহেরা “দেখ মাথায় কত রক্ত”......মাথার পিছন থেকে হাত এনে বলল।কিন্তু কিকরব বল আমাদের কোডিং তো শেষ হয়নাই।মনে নাই কি বলছিলি!!!!!!!
একসাথে মাইক্রোসফটে কাজ করব।আমাকে রেখে কথায় যাচ্ছিস।এটা আমাদের কোড।তুইকিভাবে আমার সাথে এই রকম করলি.........তাহেরা আস্তে আস্তে কলির কাছে আস্তেলাগলো......কলি যেন হাঁটতে ভুলে গেছে......জায়গা থেকে এক পাও নড়তেপারছেনা............হঠাৎ করে ল্যাপটপের চার্জারের তারে পা পেছিয়ে গেলকলির............ ল্যাপটপ সহ আঁচড়ে পড়ল মাটিতে............মাথার কাছ দিয়ে ফিনকিদিয়ে গরম তরল ধারা বইতে লাগলো.........সামনে দেখল......ল্যাপটপে ওর গালের চাপ পরেকিবোর্ডের সবগুলো বোতামের উপর............চলছে অনবরত অর্থহীন কোডিং.........কোডিং!!!!!
এই উঠনা আর কতক্ষণ ঘুমাবি...... হঠাৎ ধড়ফরিয়ে উঠল কলি......... দেখল তাহেরাল্যাপটপের সামনে...... “এইভাবে ঘুমালে তো ভাইবা মিস করবি......তারা তারি উঠ।অ্যালগরিদমের কমপ্লেক্সসিটিlog2n আসছে, n2 করার দরকার নাই,তুই ত n2 দিয়া করসিলি।মাইক্রোসফট থেকে ফোন করছে...তাড়াতাড়ি কর......আমি ওয়াশরমে যাচ্ছি।” দাঁড়া আমারজন্য...লাফ দিয়ে উঠল কলি......কই দেখি...আসলেই তো log2n হওয়া দরকার।তুইএকটু কষ্টকরে আমার জন্য চেঞ্জ করে দে আমি আগে ওয়াশ রমে যাই…… তাড়াতাড়ি হাতমুখ ধুই……
আয়নারসামনে গিয়ে ভাবল কলি, আসলেই হরর মুভি বেশি দেখা হচ্ছে!!!!!!!তাহেরা ডাক দিলো পিছন থেকে“তাড়াতাড়ি আয় কোডিং করবি না!!!!!! DLL কোডিং বাকি আসে কিন্তু!!!!!!!!”
©Mohammed Ibrahim Khalil
Comments
Post a Comment