পয়সা,প্লেট,গ্লু,মাছ ও পাখি প্রসঙ্গ
পয়সার একটা ভালো দিক আছে। যে কোন সময় যেকোনো পিঠ উঠার ক্ষমতা রাখে।রাস্তার একটা ভালো দিক আছে । যে কোন সময় বাঁক দেখা যেতে পারে। অন্ধকারের একটা ভালো দিক আছে। আলোর অভাব টের পাওয়াতে পারে।
একটা হিন্দি প্রবাদ আছে যে, কুকুর যতই মার্সিডিজের পিছনে দৌড়াক না কেন, মার্সিডিজ চালাতে পারবে না।
আবার এই রকম ও আছে যে কুকুর মার্সিডিজের পিছনে দৌড়াচ্ছে মানে এইটা আবশ্যক না যে গাড়ি চালাবে।
আবার এই রকম ও আছে যে কুকুর মার্সিডিজের পিছনে দৌড়াচ্ছে মানে এইটা আবশ্যক না যে গাড়ি চালাবে।
কুকুর,মার্সিডিজ এবং দৌড়ানো এই তিনটাই কন্সট্যান্ট শুধু "#চালানো" এই ক্ষেত্রটা ব্যাক্তির মন মানসিকতার ওপরে নির্ভর করে। যে, কে কিভাবে ব্যপারটা নেয়।
একটা কণ্ঠ পারে আপনাকে অনেক পরিবর্তন করে দিতে, বিশ্বাস করেন একটা কণ্ঠই পারে। আলহামদুলিল্লাহ্
"কোন বা দেশে থাকোরে তুমি,
কোথায় তোমায় খুঁজি;
চোখ বান্ধা বলদের মত,
দেশে দেশে ঘুরি।" -কার্টেসিঃ ফোক
আমাদের সবার কাছেই অনেক প্লেট আছে। হরেক রঙের প্লেট, হরেক রকমের প্লেট। সবাই প্লেট যত্ন করে রাখি, নিজের টাও;অন্যের দেয়াটাও। মজার ব্যপার হচ্ছে প্লেটের পাশাপাশি আমরা সুপার গ্লুও ভালো জমিয়ে রাখি। কারণ অনেক সময়ই আমরা কাঁচের প্লেট গুলো জেনে বা না জেনেই ভেঙ্গে ফেলি। তখন ভাঙ্গা প্লেট সুন্দর করে গ্লু দিয়ে জোড়া দেই। খুবই ভালো করে জোড়া লাগে কারণ সুপার গ্লু বলে কথা। প্লেটের মজবুতিও আগের মতই মনে হয়। কিন্তু সমস্যা একটাই। কাঁচের প্লেট তো, ভাঙ্গার দাগ দেখা যায়। সবই আগের মত শুধু দাগ গুলা মুছে না। প্লেটের ভাঙ্গা অবস্থার পরিবর্তন করতে পারে গ্লু কিন্তু ভাঙ্গার দাগ মুছতে পারে না। আবার অনেক সময় তো ভাঙ্গা প্লেটের টুকরায় কেটে গিয়ে রক্তারক্তি অবস্থা হয়। ভাঙ্গা প্লেট, রক্ত বের হওয়া ক্ষত সবই আস্তে আস্তে পরিবর্তিত হয়,কিন্তু দাগ কেন যেন থেকেই যায়। আজকাল তো অপারেশন করে দাগ ও চলে যায়।অবশ্য অনেক সময় এমনি এমনি ই দাগ চলে যায়।
কাটা স্থানের দাগ শরীর থেকে যায়,মনের থেকে যায় না।বিশ্বাস জিনিষটাকে না হয় ঐ কাঁচের প্লেটের মতই মনে করি।
পাখি তো সবসময়ই আকাশে উড়ে।পাখির নাগাল পাওয়া অনেক কঠিন। কিন্তু পুকুরের মাঝে বেড়ে ওঠা গাছের মধ্যে কেন যেন হঠাৎ এক পাখি বাসা বানালো। ঐ পুকুরে ছিল এক মাছ। মাছ আর পাখির মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হল। হঠাৎ ঐ পাখি একদিন ঐ মাছকে বলল আসো গাছে উঠো। মাছ বলল আমি তো পানিতে থাকি,গাছে উঠবো কিভাবে? পাখি তখন বলল এতদিন তো পানিতে ছিলা,গাছেই যদি উঠতে না পার তাহলে তো তুমি কিছুই পারনা !!!
মাছের খুব বলতে ইচ্ছে করল পাখি যে পানিতে নেমে আসো। কিন্তু মাছ বলল না।কারন বললেও পাখি একটা প্লাস্টিক মাথায় দিয়ে প্লবতা কে কাজে লাগিয়ে নেমে আসবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে পাখি অল্প কিছুক্ষণই এইটা পারবে। মাছের মত দীর্ঘক্ষণ পানিতে থাকতে পারবে না।
মাছে দুঃখ একটাই যে তার ঐ পাখির মত পাখা নেই।
মাছের দরকার নেই গাছে উঠার। মাছ পানিতেই ঠিক আছে। পাখি থাকুক গাছ আর আকাশ নিয়ে।
মাছের খুব বলতে ইচ্ছে করল পাখি যে পানিতে নেমে আসো। কিন্তু মাছ বলল না।কারন বললেও পাখি একটা প্লাস্টিক মাথায় দিয়ে প্লবতা কে কাজে লাগিয়ে নেমে আসবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে পাখি অল্প কিছুক্ষণই এইটা পারবে। মাছের মত দীর্ঘক্ষণ পানিতে থাকতে পারবে না।
মাছে দুঃখ একটাই যে তার ঐ পাখির মত পাখা নেই।
মাছের দরকার নেই গাছে উঠার। মাছ পানিতেই ঠিক আছে। পাখি থাকুক গাছ আর আকাশ নিয়ে।
#বিঃদ্রঃ “পৃথিবীতে সবাই জিনিয়াস; কিন্তু আপনি যদি ১ টি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে॥
—আইনস্টাইন।"
লেখক এই উক্তি থেকে অনুপ্রাণিত তবে স্ট্যাটাসের সাথে এর থিমগত মিল ছাড়া আর কোন মিল নেই।
#MIKParadox
—আইনস্টাইন।"
লেখক এই উক্তি থেকে অনুপ্রাণিত তবে স্ট্যাটাসের সাথে এর থিমগত মিল ছাড়া আর কোন মিল নেই।
#MIKParadox
Comments
Post a Comment