আব্বু আম্মু জানেন???
আব্বু আম্মু জানেন???
আমার এখন আর বাসায় আসতে ইচ্ছে করে না!!!! আহা!!!না! না! ভয় পাবেন না!!! অন্য কোন কারণ না!!!!এত অল্প বন্ধে সকাল সন্ধ্যে বাসায় যেতে পাগল এই মন।কিন্তু সল্প দিনে কিভাবে বলবো বলেন এত জমানো গল্প। আপনাদের কোলে মাথা রাখতে ইচ্ছে করে বহু। ভাইবোনদের জন্য মনটা করে হু হু!!!
আব্বু আম্মু জানেন???
আমার চুল গুলো আর ভার্সিটির কাশফুল গুলো একই রকম,দুটাই অবাধ্য ভাবে উঠেছে বেড়ে!!!!!গোসল করে এখন একলা হাতে নিজের চুল নিজেই মুছে যাই।ভুলে গেছি সেই মধুমাখা হাতের ঝাঁকুনি দেয়া গামছার ছোঁয়া।অনুভব করি!!! – তা ছাড়া আর কিছুই তো করার নাই!!!
আব্বু আম্মু জানেন???
এখন আমার আর আগের মত পড়তে ভাল লাগেনা। না! না! কোন নারীর নেই এতে হাত!!!নতুন নতুন কোর্সের চাপে আজ আমি পিষ্ট,করতে পারি না মন যা চায় আমি আজ বড় ক্লান্ত।
আব্বু আম্মু জানেন???
সবাই এখানে সুযোগ বুঝে মধু খেয়ে উড়ে যেতে পটু,তাদের ভিড়ে আমিও কিছুটা ভ্রমর হয়েছি, হয়েছি দৃষ্টিকটু।সূর্য যখন সন্ধায় নামে পাটে,আমিও তখন ভাবনা করি বাসায় কিভাবে দিন আপনাদের কাটে।
আব্বু আম্মু জানেন???
ভার্সিটি আর আমাদের বাসা কত দূর??? সল্প দূরত্ব ও মনের কাছে অকূল পাথার লাগে।এখন সকাল সন্ধ্যা দুপুর বিকাল চা আসে না টেবিলে,চা খেতে চাও – টঙ্গে যাও রুম হতে দুপা ফেলে।কেউ ডাকে না খেয়েছি কিনা সারাটি দিন ধরে।আপনাদের কিছু ফোনকল কিছুটা সেই যন্ত্রণা লাঘব করে।
আব্বু আম্মু জানেন???
এখন আমি অনেক বড় হয়ে গেছি,উদ্ধত আর অহমিকার জালে আটকা পরে আছি। নিজের বানানো গোপন বাক্সে ঢুকে বসে থাকি।আপন মনে ভিতরে বসে সবার খেলা দেখি।কেউ আছে মেকী,কেউ বা সত্য,কেউ আমার সাধ্যাতীত।হাজার হলেও সহপাঠী তারা এদের সাথেই বসবাস।দেখে দেখে আমি হেঁসে কাটাই দিন, সবই তো মিছে ভ্রান্ত।
আব্বু আম্মু জানেন???
এখন আর আমার চোখে সহজে পানি আসে না।সিনেমা দেখে,রাত্রে জেগে সব যে হারিয়েছি বহু আগে।জীবন যুদ্ধে নেমেছি আমি,জয় ছাড়া ইনশাআল্লাহ্ ফিরবনা বাড়ি।নাহ!!এত ডায়ালগ আর দিব না,পরে যদি আর না পারি!!!!আমি কখনো হারতে চাই না,জয়ের নেশায় মত্ত হয়ে জীবন গড়তে চেষ্টা করি।
আব্বু আম্মু জানেন???
আপনাদের আমি অনেক কষ্ট দিয়েছি, চোখে এনেছি পানি, ভুলি নাই সেসব কিছু ভুলি নাই সেই দিন গুলি।আপনাদের মুখে হাসি ফোঁটাতে সদা সচেষ্ট আমি। আমার বিপদে আপনারা ছিলেন আপনারাই থাকবেন ইনশাআল্লাহ্। আপনাদের রাখুক সুস্থ সবল, আল্লাহ্র প্রতি রইল এই আবাদার।
©Mohammed Ibrahim Khalil
আমার এখন আর বাসায় আসতে ইচ্ছে করে না!!!! আহা!!!না! না! ভয় পাবেন না!!! অন্য কোন কারণ না!!!!এত অল্প বন্ধে সকাল সন্ধ্যে বাসায় যেতে পাগল এই মন।কিন্তু সল্প দিনে কিভাবে বলবো বলেন এত জমানো গল্প। আপনাদের কোলে মাথা রাখতে ইচ্ছে করে বহু। ভাইবোনদের জন্য মনটা করে হু হু!!!
আব্বু আম্মু জানেন???
আমার চুল গুলো আর ভার্সিটির কাশফুল গুলো একই রকম,দুটাই অবাধ্য ভাবে উঠেছে বেড়ে!!!!!গোসল করে এখন একলা হাতে নিজের চুল নিজেই মুছে যাই।ভুলে গেছি সেই মধুমাখা হাতের ঝাঁকুনি দেয়া গামছার ছোঁয়া।অনুভব করি!!! – তা ছাড়া আর কিছুই তো করার নাই!!!
আব্বু আম্মু জানেন???
এখন আমার আর আগের মত পড়তে ভাল লাগেনা। না! না! কোন নারীর নেই এতে হাত!!!নতুন নতুন কোর্সের চাপে আজ আমি পিষ্ট,করতে পারি না মন যা চায় আমি আজ বড় ক্লান্ত।
আব্বু আম্মু জানেন???
সবাই এখানে সুযোগ বুঝে মধু খেয়ে উড়ে যেতে পটু,তাদের ভিড়ে আমিও কিছুটা ভ্রমর হয়েছি, হয়েছি দৃষ্টিকটু।সূর্য যখন সন্ধায় নামে পাটে,আমিও তখন ভাবনা করি বাসায় কিভাবে দিন আপনাদের কাটে।
আব্বু আম্মু জানেন???
ভার্সিটি আর আমাদের বাসা কত দূর??? সল্প দূরত্ব ও মনের কাছে অকূল পাথার লাগে।এখন সকাল সন্ধ্যা দুপুর বিকাল চা আসে না টেবিলে,চা খেতে চাও – টঙ্গে যাও রুম হতে দুপা ফেলে।কেউ ডাকে না খেয়েছি কিনা সারাটি দিন ধরে।আপনাদের কিছু ফোনকল কিছুটা সেই যন্ত্রণা লাঘব করে।
আব্বু আম্মু জানেন???
এখন আমি অনেক বড় হয়ে গেছি,উদ্ধত আর অহমিকার জালে আটকা পরে আছি। নিজের বানানো গোপন বাক্সে ঢুকে বসে থাকি।আপন মনে ভিতরে বসে সবার খেলা দেখি।কেউ আছে মেকী,কেউ বা সত্য,কেউ আমার সাধ্যাতীত।হাজার হলেও সহপাঠী তারা এদের সাথেই বসবাস।দেখে দেখে আমি হেঁসে কাটাই দিন, সবই তো মিছে ভ্রান্ত।
আব্বু আম্মু জানেন???
এখন আর আমার চোখে সহজে পানি আসে না।সিনেমা দেখে,রাত্রে জেগে সব যে হারিয়েছি বহু আগে।জীবন যুদ্ধে নেমেছি আমি,জয় ছাড়া ইনশাআল্লাহ্ ফিরবনা বাড়ি।নাহ!!এত ডায়ালগ আর দিব না,পরে যদি আর না পারি!!!!আমি কখনো হারতে চাই না,জয়ের নেশায় মত্ত হয়ে জীবন গড়তে চেষ্টা করি।
আব্বু আম্মু জানেন???
আপনাদের আমি অনেক কষ্ট দিয়েছি, চোখে এনেছি পানি, ভুলি নাই সেসব কিছু ভুলি নাই সেই দিন গুলি।আপনাদের মুখে হাসি ফোঁটাতে সদা সচেষ্ট আমি। আমার বিপদে আপনারা ছিলেন আপনারাই থাকবেন ইনশাআল্লাহ্। আপনাদের রাখুক সুস্থ সবল, আল্লাহ্র প্রতি রইল এই আবাদার।
©Mohammed Ibrahim Khalil
Comments
Post a Comment