রূপক
[গল্প বলার কারণ মনে পড়ায় পরে এডিট করে দিলাম পোস্ট grin emoticon ]
দুইটা রূপক গল্প বলি grin emoticon সময় থাকলে পড়বেন আর নাইলে বাদ দেন। কারণ এই গল্প পড়ে পরে আবার মন খারাপ করবেন যে কি কইল পুরাই মাথার উপর দিয়া গেল pacman emoticon pacman emoticon pacman emoticon
রুপক একঃ একটা মানুষের অনেক টাকা পাওয়ার ইচ্ছা। সে আগে আফসোস করত যে অনেক টাকা পেলে সে এই করবে সেই করবে। এইভাবে সে কষ্ট করে টাকা জমাতে শুরু করল ব্যাংকে।কিছু খরচও করে আবার কিছু জমায়ও। এই রকম করতে করতে একবার এই অবস্থা হল যে ব্যাংকে অনেক অনেক...... টাকা জমা হল। সে তো পুরাই খুশি। এতো টাকা কয়দিনে শেষ করবে ভেবে পেল না। আজকে অল্প কালকে অল্প আবার কোন দিন একটুও না এই ভাবে করে টাকার পরিমাণ ব্যাংকের থেকে যা কমালো তা সাগর থেকে এক বালতি পানি নেয়ার মত হল। এইবার একদিন তার মরনব্যাধি হল। এখন সে চিন্তায় পরে গেল যে এতো জমিয়ে কি লাভ হল যে খেয়েই শেষ করে যেতে পারল না??????
রুপক দুইঃ একবার একজন ইন্টারনেট পেলে এই করত সেই করত বলে আফসোস করত। এইটা নামাবে সেইটা বানাবে ভাবত। সেই একবার মোবাইলে অনেক অনেক অনেক জিবি বোনাস পেল। কিন্তু মেয়াদ মাত্র দেড় মাস। সে প্রথমে ভেবেই পেল না যে এতো বোনাস কি ভাবে খেয়ে শেষ করবে। তাই সে আস্তে আস্তে করে প্রতিদিনই প্রায় ৩০০ এমবি খরচ করত। আবার ভাবত যে আরে আসেই তো আস্তে ধীরেই খাই। এইরকম করতে করতে তার সময় আস্তে আস্তে শেষ হয়ে আসতে লাগলো। শেষ ২ দিন আগে তার মনে হল যে তার প্রায় ১৫০ জিবি এখনো বাকি কিন্তু যে অবস্থা প্রতিদিন সারা রাত দিন ডাউনলোড করলেও সে ঐ জিবি শেষ করতে পারবে না। এখন সে চিন্তায় পরে গেল যে এতো জমিয়ে কি লাভ হল যে খেয়েই শেষ করে যেতে পারল না??????
দুইজনেরই শেষ লাইন একই" এখন সে চিন্তায় পরে গেল যে এতো জমিয়ে কি লাভ হল যে খেয়েই শেষ করে যেতে পারল না??????"
কেন যে গল্প দুইটা বললাম বুঝলাম না। হঠাৎ বলতে ইচ্ছা হল smile emoticon কেউ মন খারাপ করবেন না বলতে না পারার জন্য grin emoticon
[নিচের অংশটুক মনে পড়ায় পরে এডিট করসি]
নাহ মনে পরসে কেন লিখলাম grin emoticon
হাসন রাজার একটা গানে শুনছিলামঃ
“ভালা কইরা ঘর বানায়া কয়দিন রইব আর
আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ী ভালা নাই আমার”
কাহিনী দুইটার প্লট একই তবে সূক্ষ্ম ভাবে চিন্তা করলেই বিস্তর ফারাক ধরা পরবে। একটা গানের কথায় আছে নাঃ
“ সে আর লালন এক খানে রয়
লক্ষ যোজন দূরে ”
সবশেষে বলবঃ
“হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না” ( wink emoticon এইটাও একটা গানের লাইন pacman emoticon pacman emoticon pacman emoticon )
#MIKParadox
হাসন রাজার একটা গানে শুনছিলামঃ
“ভালা কইরা ঘর বানায়া কয়দিন রইব আর
আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ী ভালা নাই আমার”
কাহিনী দুইটার প্লট একই তবে সূক্ষ্ম ভাবে চিন্তা করলেই বিস্তর ফারাক ধরা পরবে। একটা গানের কথায় আছে নাঃ
“ সে আর লালন এক খানে রয়
লক্ষ যোজন দূরে ”
সবশেষে বলবঃ
“হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না” ( wink emoticon এইটাও একটা গানের লাইন pacman emoticon pacman emoticon pacman emoticon )
#MIKParadox
Comments
Post a Comment