চিঠি

আমরা অনেক সময় আল্লাহ্‌ এর কাছে অনেক কিছু চাই। কিছু পাই আবার কিছু পেন্ডিং থেকে যায় grin emoticon কিন্তু কখনো কি কিছু অন্তর থেকে চেয়েছি??? না না আমাকে বকাবকি না করে নিজেই একটু ভালো করে ভেবে বলেন। চেয়েছেন?? "আরে ভাই কত চাইলাম, হিসাব নাই" জানি অধিকাংশই এই উত্তর দিবেন। আমি ব্যাপারটা ফুল ক্লিয়ার করে দেই। আসলে আপনি যেটা অন্তর থেকে চাইবেন সেটা কখনোই আল্লাহ্‌ কে উদ্দেশ্য করে চাওয়া হয় না। ঐটা সবসময় আপনার অবচেতন মনের একটা দুর্বল কিন্তু তীব্র আকাঙ্ক্ষা। ঐটা অটোমেটিক আপনার-আমার অজান্তেই আল্লাহ্‌ কে উদ্দেশ্য করে পোস্ট করা একটা আর্জেন্ট রেজিস্টারড বেয়ারিং চিঠি।
আর আমরা জানি আর্জেন্ট রেজিস্টারড চিঠি কদাচিৎ পৌঁছাতে ব্যর্থ হয়।
এখন বলবেন যে একটু আগে বললাম আল্লাহ্‌ কে উদ্দেশ্য না করে আবার অটোমেটিক কিভাবে আল্লাহ্‌ কে উদ্দেশ্য করে অজান্তে??? 

ভেরি সিম্পল,আল্লাহ্‌ আমাদের সাথে সবসময় সবখানে আছেন। জাস্ট আমাদের উপলব্ধি করার ক্ষমতা নাই। আর তখনই হয় যখন আল্লাহ্‌ আমাদের ভরবেগের পরিবর্তন করেন। অর্থাৎ যখন জীবনে সাফল্য আসে বা ব্যর্থতায় পতিত হই। 
#‎আল্লাহ্‌‬ ‪#‎এক‬-অদ্বিতীয়।আল্লাহ্‌ সর্বশক্তিমান। তিনি অন্তরের অন্তর্যামী
"If ‪#‎ALLAH‬ Brings you to it,‪#‎He‬ will bring you through it"(courtesy: Israt's current profile picture till now)
‪#‎MIKParadox‬


Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?