ব্যাটসম্যান

আজকে এক ব্যাটসম্যানের গল্প বলবঃ
আসার সাথে সাথেই দলে ভালো পারফর্ম করতে শুরু করল। আসার পর হাফ সেঞ্চুরি করে ফেলল। তারপর প্রতি ম্যাচ এই ধারাবাহিকতা বজায় রাখতে শুরু করল। হঠাৎ করে ইঞ্জুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়ল। ইঞ্জুরি কাটিয়ে আবার দলে যোগ দিল। দলে এবার সে সেই রকম পারফরম্যান্স দেখাতে শুরু করল। এমন কি সে পার্ট টাইম বোলিং এও উইকেট পেতে শুরু করল। পুরাই সোনায় সোহাগা। হঠাৎ এক ম্যাচে বাজে ভাবে আউট হল। ভালো খেলোয়াড় হওয়ায় সবাই ব্যাপারটাকে দুঃখজনক বলেই মেনে নিল। আবার সে আরেক ম্যাচে রেকর্ড গড়ল। করে ফেললো ডাবল সেঞ্চুরি সাথে বল হাতে পাঁচ উইকেট। ম্যান অফ দা ম্যাচ হল। ফলে তাকে এবার অধিনায়কত্ব দেয়া হল। অধিনায়ক হিসেবে মাঠে নেমেই বাজিমাত সেঞ্চুরি !!!!! কিন্তু হঠাৎ পাশা পল্টে গেল। এখন ব্যাটসম্যানের ব্যাটে আর কেন যেন রানের দেখা পাওয়া যাচ্ছিল না। কয়েকবার অফ ফর্ম ব্যাটিং এর জন্য শোকজ পেল। ফলে দলের থেকে বাদ না পড়লেও অধিনায়কত্ব হারাল। সাধারণ খেলোয়াড় হিসেবেই খেলতে লাগলো। হঠাৎ ব্যাটসম্যানের মনে হল সে আর আগের মত ব্যাটিং করতে পারছে না......সে যেন ব্যাটিং ভুলে গেছে। মাঠে নেমে বাজে ভাবে আউট হওয়া শুরু করল। নিজের এই বিপর্যয়ের কোন কারণ খুঁজে পেল না !!!!!! দলের থেকে বাদ পড়ার আশঙ্কায় প্রতিদিন সে ঘুম থেকে উঠতে লাগলো। মোটামুটি প্র্যাকটিস সে প্রতিদিনই করে কিন্তু কেন যেন সেই আগের ব্যাটিং আর করতে পারছে না.........অজানা উত্তরের আশায় প্রতিদিন ব্যাটসম্যান ঘুম থেকে উঠে.........
ব্যাটসম্যানের না পারলো কোচের কাছে ভালো প্লেয়ার হতে,না পারলো টিমমেটদের কাছে ভালো টিমমেট হতে, না পারলো দেশের কাছে ভালো একজন ব্যাটসম্যান হতে !!!!!!!
কিছু মানুষ না পারে স্ত্রীর কাছে ভালো স্বামী হতে, না পারে ছেলে-মেয়েদের কাছে ভালো বাবা হতে,না পারলো বন্ধুদের কাছে ভাল বন্ধু হতে, না পারলো ভাই-বোনদের কাছে ভালো ভাই হতে, না পারে বাবা-মার কাছে ভালো ছেলে হতে, না পারলো আল্লাহ্‌ এর কাছে ভালো বান্দা হতে।
ঐ মানুষটা আর ঐ ব্যাটসম্যান এক গোয়ালেরই গরু।
‪#‎MIKParadox‬

Comments

Popular posts from this blog

Lunatic!!!

একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিন্তু কুরআনে সরাসরি পাবেন না

Quran (42:50) কি বলে?