গল্প
আমার জিগারের দোস্ত Rafiqul আমাকে ঐদিন একটা গল্প মনে করিয়ে দিলঃ
"একবার এক বিবাহিত বন্ধুর বিয়ের টুপি নিয়ে তার বন্ধু বিয়ে করতে গেল। তো বিয়ের অনুষ্ঠানে নতুন বর তার বন্ধুকে পাশে বসাল যার টুপি সে মাথায় দিয়েছে।তো লোকজন আসা যাওয়া করছে...... খোঁজ খবর নিচ্ছে।একজন বরের পাশে বসা বন্ধুকে জিজ্ঞেস করছেঃ
জনৈক ব্যাক্তিঃ কেমন আছেন?
বরের বন্ধুঃ ভাল আছি কিন্তু ওর মাথার টুপিটা আমার।
বর রেগে গেল বন্ধুর উপর। "অই এই কথা বলার দরকার আছে যে টুপি তর????"
আবার আরেকজন আসলঃ
জনৈক ব্যাক্তিঃ কেমন আছেন?
বরের বন্ধুঃ ভাল আছি কিন্তু ওর মাথার টুপিটা আমার না।
বর এবার আবারো রেগে গেল বন্ধুর উপর। "অই এই কথা বলার দরকার আছে যে টুপি তর না????"
আবার আরেকজন আসল এবং জিজ্ঞেস করলঃ
জনৈক ব্যাক্তিঃ কেমন আছেন?
বরের বন্ধুঃ ভাল আছি কিন্তু ওর মাথার টুপিটা সম্পর্কে কিছু বলব না।"
...............................................................
"একবার এক বিবাহিত বন্ধুর বিয়ের টুপি নিয়ে তার বন্ধু বিয়ে করতে গেল। তো বিয়ের অনুষ্ঠানে নতুন বর তার বন্ধুকে পাশে বসাল যার টুপি সে মাথায় দিয়েছে।তো লোকজন আসা যাওয়া করছে...... খোঁজ খবর নিচ্ছে।একজন বরের পাশে বসা বন্ধুকে জিজ্ঞেস করছেঃ
জনৈক ব্যাক্তিঃ কেমন আছেন?
বরের বন্ধুঃ ভাল আছি কিন্তু ওর মাথার টুপিটা আমার।
বর রেগে গেল বন্ধুর উপর। "অই এই কথা বলার দরকার আছে যে টুপি তর????"
আবার আরেকজন আসলঃ
জনৈক ব্যাক্তিঃ কেমন আছেন?
বরের বন্ধুঃ ভাল আছি কিন্তু ওর মাথার টুপিটা আমার না।
বর এবার আবারো রেগে গেল বন্ধুর উপর। "অই এই কথা বলার দরকার আছে যে টুপি তর না????"
আবার আরেকজন আসল এবং জিজ্ঞেস করলঃ
জনৈক ব্যাক্তিঃ কেমন আছেন?
বরের বন্ধুঃ ভাল আছি কিন্তু ওর মাথার টুপিটা সম্পর্কে কিছু বলব না।"
...............................................................
গল্পটা কেন আপনাদের সামনে উপস্থাপন করলাম তা আমি নিজেই স্পষ্ট না।হয়ত মজা পাইলাম তাই শোনালাম pacman emoticon pacman emoticon pacman emoticon pacman emoticon
বাড়াবাড়ি কিছুই ভাল না। মাথার চুল বড় রাখার ইচ্ছা ছিল।একটু রাখসিও।এখন নিজের কাছেই বড় চুল ভাল লাগে না।
ঈর্ষা আর হিংসা দুইটা দুই জিনিষ।আমি পারি এটা ভাল কিন্তু শুধু আমিই পারি এইটা ভাল না। ভাবে সপ্তমী কর্মে শূন্য।
জীবনটা কাবযাব আর ক্যাচাল করতে করতেই চলে যাচ্ছে।ফলাফল ঘোড়ার আণ্ডা grin emoticon
বাড়াবাড়ি কিছুই ভাল না। মাথার চুল বড় রাখার ইচ্ছা ছিল।একটু রাখসিও।এখন নিজের কাছেই বড় চুল ভাল লাগে না।
ঈর্ষা আর হিংসা দুইটা দুই জিনিষ।আমি পারি এটা ভাল কিন্তু শুধু আমিই পারি এইটা ভাল না। ভাবে সপ্তমী কর্মে শূন্য।
জীবনটা কাবযাব আর ক্যাচাল করতে করতেই চলে যাচ্ছে।ফলাফল ঘোড়ার আণ্ডা grin emoticon
সব মাছেই * খায় দোষ হয় ঘাউরা মাছের wink emoticon
Comments
Post a Comment