দ্বিধা‬-দ্বন্দ্ব ও তেলাপোকা

মানুষকে ভালোভাবে জানা যায় দুই ভাবেঃ
(১)যখন আপনার সুসময় তখন সে আপনাকে আপন করে নিবে আর যখন সুসময় থাকবে না তখন ভুলে যাবে। 
(২)আপনার সুসময়ে সবাই আপনাকে ত্যাগ করবে আর আপনি যখন তাদের মত হয়ে যাবেন তখন আপনাকে আপন করে নিবে।
আমার মনে হয় সঠিকটা সবাই জানে।আমিই শুধু ‪#‎দ্বিধা‬-দ্বন্দ্বে আছি।
হাইফাইভ দিয়া এক হাতে তালি বাজানো যায়।তবে সেই তালিটা হয় একতরফা।যে হাইফাইভ নিতে/দিতে চায়,সে আরেকজনের কাছে গিয়া হাত তুললে পরে আরেকজন সাড়া দিয়ে হাত তুলে হাইফাইভ কমপ্লিট করে।যাই বলি না কেন সেই ‪#‎হাইফাইভ‬ কিন্তু তালির পর্যায় পরে না।কারণ তালি দিতে হয় নিজের দুই হাতে।এক হাতে তালি বাজে না,তালি বাজাইতে হলে দুইটা হাতই লাগে।
আমার বর্তমান প্রেক্ষাপট আমাকে বারবার ইন্টারমেডিয়েটের বাংলা বইের একটা বাক্যকে মনে ঘুরপাক খাওয়াচ্ছেঃ
"অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থানে ওঠবার চেষ্টাটাই মহাপতনের কারণ হয়"- (সাহিত্যের খেলা,প্রমথ চৌধুরী)।
কিন্তু আরেকটি বাক্যও যে ভোলার নয়......বড়ভাইয়াও বলতঃ
"টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু ‪#‎তেলাপোকা‬ টিকিয়া আছে"- (বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। 
ইন্টারমেডিয়েটে বাংলা বইয়ের কি দরকার??প্রশ্নটা প্রায়ই মাথায় আসত।এখন বুঝেছি যে কি দরকার।অনুধাবন অনেক বড় জিনিষ। তেলাপোকারও পাখা আছে,উড়তে পারে।তাই বলে তেলাপোকা কিন্তু পাখি না।
‪#‎MIKParadox‬

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?