মানুষ

আল্লাহ্‌ তায়ালা আমাদের অনেক নেয়ামত দিয়েছেন(আলহামদুলিল্লাহ্‌ grin emoticon )।আমাদের অনেক অপ্রাপ্তিকে প্রাপ্তির খাতায় অন্তর্ভুক্ত করেছেন।কিছু কিছু এখনো প্রাপ্তির খাতায় পেন্ডিং আকারে আছে pacman emoticon pacman emoticon
আমরা যা খুব করে পেতে চাই সেটা কেন যেন কখনোই কাছে আসতে চায় না, দূর দূর করে তাড়িয়ে দেয়।
আবার যখন খুব করে কিছু দিতে চাই সেটাও কেন যেন কখনোই নিতে চায় না , দূর দূর করে তাড়িয়ে দেয়।
সবক্ষেত্রেই তাড়িয়ে দেয়, দূর দূর করে...... 
এটা সবসময়ের জন্য ধ্রুব নাও হতে পারে smile emoticon ব্যতিক্রম বলে একটা কথা আছে না। অনেকেই পেয়ে যাই অনেক দ্রুত, অনেকের পেতে একটু কষ্ট হয় তবে পায়,আবার অনেকের না পাওয়াই থেকে যায়।
প্রকৃত পক্ষে পৃথিবীতে এই দুইটাই বিদ্যমান। দেয়া-নেয়া। কেউ দেয় আর কেউ নেয়।পৃথিবী বড়ই রহস্যময়। যার জন্য করি চুরি সেও বলে চোর !!!!!! যার ঘরে করি চুরি সেও বলে চোর !!!!!
ডাবল বুলেট ইন ওয়ান পয়েন্ট pacman emoticon pacman emoticon pacman emoticon 

মানুষ কাজ-কর্ম ছাড়া বেশি দিন থাকতে পারে না। হোক সেটা সেকেন্ড,মিনিট,ঘণ্টা,সপ্তাহ,মাস,বছর......
দায়িত্ব থেকে হাত গুটিয়ে বসে থাকা অনেক সহজ মনে হতে পারে কিন্তু যারা এই অবস্থায় উপরে বলা সময়ের যেকোনো একটা সময় পার করেছে তারা বলতে পারবে যে কাজটা কতটুকু সহজ !!!!একটা মানুষকে একটা দায়িত্ব দেয়া হল এবং ঐ একটা কাজই কিন্তু সে করল না !!!!!! জমি কিনে ফসলের আশায় বসে রইলেন কিন্তু বীজ বপনের কোন নামই নেই !!!!!! বলাটা যত সহজ নেমে এসে করাটা তত সহজ না upset emoticon
খেলতে নামলে অনেক খেলোয়াড় এর সাথে খেলতে হয়। কারো সাথে ভুলে ধাক্কা লাগে,কাউকে ইচ্ছে করেই ধাক্কা দিতে হয়। মাঠে বন্ধু আর শত্রু দুইটাই বানানো খুব সহজ। ফলে অনেক সময় খেলোয়াড় থেকে ভুল করে ধাক্কা খেতেও হয়। ইচ্ছাকরে ধাক্কা খাওয়ার কথা তো বাদ ই দিলাম। খেলতাম না !!!! যাহ্‌ !!! squint emoticon
দুঃখ একটাই সময় কাউকে ক্ষমা করে না grin emoticon আজকে রাতের আকাশটা অনেক কালো !!প্রতি রাতেরই আকাশটা কালো !!!!!! smile emoticon কি বুঝাইতে চাইলাম মনে হয় বুঝাইতে পারলাম না frown emoticon আসলে সময় অনেক কম unsure emoticon I am not done yet....I am not done yet........
At last Prison Break: The Final Break grin emoticon pacman emoticon ছোট বেলায় আমার ছোট ভাই দাবা খেলায় আমার মন্ত্রী খেয়ে ফেললে একটা কথা বলত। আমারও তাই বলতে ইচ্ছে করছে।
"মনটা খুব খুশি খুশি লাগতাসে !!!! "

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?