শুনেন বলি নতুন করে পুরান ঘটনা
অনেক ভেবে দেখে বুঝে চিন্তা করে কথাগুলো লিখছিঃ
পৃথিবীর সবচেয়ে সহজ কাজ মনে হয় কাউকে উপদেশ দেয়া বা পরামর্শ দেয়া। পরামর্শ আর উপদেশে পার্থক্য কি???? উপদেশ যে কোন ব্যাপারে দেওয়া যায়, পরামর্শ দিতে হয় সিরিয়াস ব্যাপারে(নিজস্ব অভিমত!!!)
কিন্তু পরামর্শ দেয়াটাই আসলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কারণ যাকে পরামর্শ দিচ্ছি আমি তার অবস্থানে নেই। আমি আমার অবস্থান থেকে তাকে পরামর্শ দিচ্ছি। আমার পরামর্শের উপর সে এগিয়ে যেতেও পারে নাও পারে এটা তার ব্যাক্তিগত সিদ্ধান্ত। এই ব্যাপারে সে স্বাধীন। আরেকজনের জীবনের ব্যাপারে মতামত দেয়ার জন্য আমি বাধ্য নই।যখন আমার কাছে চাওয়া হয়।তার মানে আমি তার ব্যাপারে ভাল কিছু করতে পারি হয়ত এটা তার বিশ্বাস।
কিন্তু আমার মনে হয় এই চিন্তাটা আমরা খুব কম মানুষই করি।
তাই বলে কি দিব না। অবশ্যই দিব।আমি হলে যা করতাম তাই বলব করার জন্য। তবে অবান্তর বা অসম্ভব কিছু বলব না যা আমি করতাম না। এমন কিছুই বলব যা আমি করতে পারি নাই কিন্তু সে করতে পারবে।
আমি একটা রাস্তায় হেঁটে পার হয়েছি।রাস্তায় গর্ত ছিল।আমি জানতাম না। গর্তে পড়েছি।আবার উঠেছি।অনেক কষ্টে হয়ত পার হয়েছি।আমার কাজ হবে যে আমার কাছে ঐ পথে হাঁটার ব্যাপারে জানতে চাইবে তাকে উপদেশ না দিয়ে পরামর্শ দেয়া। আগে থেকে বলে দেয়া যে কোথায় কোথায় গর্ত আছে।তার পথচলাটাকে সহজ করে দেয়া।
অনেকে বলে বলে দেয়ার দরকার নাই। গর্তে পড়ুক।পড়ে উঠে জীবনের বাস্তবতা শিখুক।যারা এটা বলেন আমি তাদের দলভুক্ত হতে ইচ্ছুক না।আমি নিজে গর্তে পরে ভুক্তভোগী আমি চাই না আরেকজন পড়ে একই ঝামেলায় পড়ুক। আমি আজ যা করছি আমার জন্য যদি কেউ এই রকম করত তাহলে আমি হয়ত রাস্তার ঐ গর্ত গুলোতে পরতাম না।
আমাদের জীবনের রাস্তায় এই রকম অনেক অনেক গর্ত আছে। কেউ চায় পড়ে পড়ে শিখুক।আর কেউ চায় না পড়ুক। তবে সবসময় পরামর্শ দাতার আশা করা উচিত না।কারণ সবসময় সবজায়গায় এই রকম পরামর্শ দাতা থাকবে না। তাই যখন পাওয়া যাবে তখন তার সদব্যাবহার করাই মনে হয় ভাল হবে। আর নিজের বিবেক কে ব্যবহার করা উচিত। বোঝা উচিত কোনটা পরামর্শ আর কোনটা উপদেশ।
এখন পরামর্শ আর উপদেশ কে পার্থক্য করাটাই বিবেকের কাজ।উপদেশ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করা যায়। পরামর্শকে এইরূপ করা যায় না।
আমাদের সবার মাঝেই "কিছু" আল্লাহ্ এর পক্ষ থেকে দেয়া আছে।আমাদেরকে শুধু তা খুঁজে বের করতে হবে।কেউ পায় আবার কেউ এখনো খুঁজে যাই।
Comments
Post a Comment