ল্যাপটপটাই কি শেষ গন্তব্য??
আমাদের ডিপার্টমেন্টের এক বড় ভাইয়া আমাদের ছেড়ে আল্লাহ্র কাছে চলে গেছেন। ছেড়ে গেছেন আমাদের এই মাটির পৃথিবী। স্কুলে থাকার সময় একরকম আশা ছিল। কলেজ শেষ করার পর আশার নৌকার পালে আবারো হাওয়া লাগলো।আশার নৌকা বেয়ে বেয়ে এখন বিশ্ববিদ্যালয় পর্যন্ত সময় চলে যাচ্ছে।আশা আস্তে আস্তে ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। আজকে যেটা মনস্থির করি কালকেই সেটা আবার ডায়নামিক হয়ে যায়। স্ট্যাটিক কিছুই নাই।কিছু সম্পর্ক আছে যে গুলা এখনো বাঁচার শক্তি যোগায়।যাদের জন্য বাঁচতে ইচ্ছে হয়।যাদের ভালো দেখতে ইচ্ছে করে।কারণ সবশেষে তো মাটির দেহ মাটির বুকেই ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে সৃষ্টিকর্তার কাছে,যার কাছ থেকে এসেছি।
এই মাটির দেহের জীবনের বাহিরেও একটা জীবন আছে। যেই জীবনের ডকুমেন্টেশন দেয়া আছে। শুধু ঐ জীবনের এপিআই নিয়ে ইমপ্লিমেন্ট করলেই হবে। সুন্দর করে গুছানো মৃত্যুর পরের জীবনের কথা। কি করলে কি পাব,কি করলে কি হারাবো।সবই জানি,সবই বুঝি হয়তোবা। তবুও এই ল্যাপটপের জীবনকেই প্রাধান্য দেই। প্রাধান্য দেই বিএসসি ইঞ্জিনিয়ারিং।
মাঝে মাঝে ভাবি এই বিএসসি ইঞ্জিনিয়ারিং কি সব!!!! ল্যাপটপটাই কি শেষ গন্তব্য?? তারপরও জীবনের ম্যাক্সিমাম সময় মনে হয় এই গুলোর পিছনেই কাটাই।
সময় আমাদের সাথে কম্প্রোমাইজ কখনোই করবে না। আমরা শুধু সময়ের দেরীতে আসার আশা করতে পারি।নিজের জন্যই হোক বা কাছের মানুষদের জন্যই হোক। হয় নিজেই আগে ছেড়ে যাই নয়তো আমার আগে কেউ ছেড়ে না যাক।
আল্লাহ্ তায়ালা আমাদেরকে ঘুড়ির মত মুক্ত আকাশে ইচ্ছে রকম উড়তে দিয়েছেন। নাটাইতে সুতো অসীম। আমরা আমাদের যেদিকে ইচ্ছে সেইদিকে ঘুরে বেড়াই।আমরা ভাবি এইটাই স্বাধীনতা। কেউ কিছু বলছে না।
সবার সত্যিটা বোঝার ক্ষমতা জেগে উঠুক।
নাটাই নিয়ে উপরে বসে আছেন। একদিন টান দিবেন,তখন ফিরে যেতে হবে।
Comments
Post a Comment