অতীতের বাক্স-১
অতীত,বর্তমান,ভবিষ্যৎ এই তিনটি নিয়েই জীবনের শুরু এবং শেষ। এই মাত্র যা লিখলাম তাই অতীত হয়ে গেল।চোখে বস্তুর বিম্ব গঠন হয়ে দেখতেও .১০ সেকেন্ড সময় লাগে।তাই যা দেখলাম তাও অতীত হয়ে গেল। অতীত আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতীত ছাড়া আমারা বর্তমানে এলাম কিভাবে???
মজার ব্যপার হচ্ছে এই অতীত একটু ভিন্নরকমের।কেমন?? অতীত একটা বাক্স। অতীতের বাক্সে সব সুখ-দুঃখ, হাসি-কান্না,সফলতা-ব্যর্থতা,আশা-হতাশা,চরিত্র-ব্যবহার, ভালবাসা এই সব কিছু লুকিয়ে রাখা যায়। গোপনেই লুকিয়ে রাখা হয়। মাঝে মধ্যে দুঃখে বা কষ্টে বাক্স খুলে সুখের কিছু স্মৃতি বের করে দেখি।ভালো লাগে। সুখের সময় কষ্টের কিছু স্মৃতি দেখে নিজেকে ভাল অবস্থায় আসার জন্য সান্ত্বনা দেই। এই সব ক্ষেত্রে অতীতের বাক্স ভাল সার্ভিস দেয়।
কিন্তু অতীত নিয়ে যখন অন্য কেউ ঘাঁটাঘাঁটি করে, পরিণাম ভাল বা খারাপ দুইটাই হতে পারে।
(১)অতীতের সুখ-স্মৃতি নিয়ে উৎসাহ দিতে পারে,প্রশংসা করতে পারে,সামনে এগিয়ে যাওয়ার জন্য সহায়ক হতে পারে।
(২)কিন্তু ব্যাপারটার উল্টোও ঘটতে পারে। অতীতের কার্যকলাপ যা ভুলে যেতে চাই, তা স্মরণ করিয়ে আরও বিপদে ফেলে দিতে পারে।
অতীত অতীত অতীত......... ভুলে যেতে চাই বা মনে রাখতে চাই সেটা যার যার ব্যাক্তিগত মতামত।তবে অতীতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া, শোককে শক্তিতে রুপান্তর করা,সাফল্যকে ধরে রাখা এইগুলোই সবচেয়ে জরুরী।অতীতের বাক্সে অনেক কিছু আছে। ঘাঁটাঘাঁটির পরিমাণ পরিমিত হওয়া আবশ্যক। বেশিও না আবার কমও না। কিন্তু এই মাপকাঠি মেনে চলাটাই মানব জীবনের সবচেয়ে কষ্টসাধ্য কাজ। অতীতে একটা কাজ করেছি তাই বলে এটা মনে করা ভুল যে বর্তমানে বা ভবিষ্যতেও এই কাজের পুনরাবৃত্তি ঘটবে। মানুষ পরিবর্তিত হতে কতক্ষণ।
অতীত বেদনাদায়ক,অতীত প্রেরণাদায়ক।যে যেভাবে বাক্সকে ব্যবাহার করে আরকি!!!!!!!
(পরবর্তী কিস্তি ইনশাআল্লাহ্ লিখব...)
[এটা লেখকের ব্যাক্তিগত মতামত বৈ আর কিছু নয়।এর দ্বারা কেউ অনুপ্রাণিত বা অভিমানী হলে লেখক দায়ী নই।]
Comments
Post a Comment