Acknowledgement 1.1

প্রমথ চৌধুরী শিখিয়েছেন যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। কিন্তু আজকাল একটা ব্যাপার এই কথাটাকে ভিন্ন ভাবে ভাবতে বাধ্য করছে। 
আজকাল মনে হয় অ আ ই ঈ শিখাতেও সার্টিফিকেট লাগবে। কারণ আপনি যদি স্বশিক্ষিত হয়ে থাকেন তবে হয়ত কেউ আপনাকে মূল্যায়ন করতে চাইবে না। কারন তারা ঐ সার্টিফিকেট এর মাধ্যমেই আপনাকে মূল্যায়ন করবে। যেটা স্বশিক্ষিত হলে আপনার কাছে থাকবে না।
গিয়ে হয়ত দেখবেন যে বাংলা ভাষায় পিএইচডি করা কেউ অ আ ই ঈ শিখাচ্ছে।কারণ তিনি বাংলা ভাষায় সুশিক্ষিত!!!! তার আছে সার্টিফিকেট!!! কিন্তু হয়ত কোন স্বশিক্ষিত কেউ তার থেকে ভালো শিখানোর ক্ষমতা ও যোগ্যতা রাখে!!!!

আপনাদের মাথায় প্রশ্ন জাগছে যে এত প্যাঁচাল কেন? এইগুলা তো জানি। তাহলে শুনেন বলি নতুন করে পুরান ঘটনা। আমারা হয়ত অনেকেই অনেক ব্যাপারে স্বশিক্ষিত আছি কিন্তু সার্টিফিকেটধারী সুশিক্ষিতদের কারণে আমাদের স্বশিক্ষার মূল্য পাই না। কারণ আপনি একটা ব্যপারে অনেক ভালো স্বশিক্ষিত হলেও ঐ ব্যাপারে আপনার হয়ত কোন সার্টিফিকেট নাই। তখন অনেকেই বলবেন যান ভাই ঐ ব্যপারে একটা কোর্স করে সার্টিফিকেট নিয়ে নেন,এত প্যাঁচাল পাড়ার দরকার কি? আমি তখন বলব যে এত সময় দিয়ে যদি স্বশিক্ষিতই হয়ে থাকি তাহলে আবার কোর্স করতে গিয়ে কি আবার শুরু থেকে নতুন করে শিখবো? আমি চাচ্ছি আমার স্বশিক্ষিত হওয়ার প্রমাণপত্র। কিন্তু এই ধরণের পরীক্ষা দিয়ে প্রমানপত্র নেয়ার কোন পদ্ধতি এখনও দেখছি না।যদিও এখন বেসিস আর সরকার কিছু কোর্সের ব্যবস্থা করেছে সিএসই ব্যকগ্রাউন্ডদের জন্য যে রকম আমি চেয়েছিলাম।

তাহলে স্বশিক্ষিত হওয়ার প্রমানপত্র কই পাই?? লাখ টাকার প্রশ্ন। আমার মাথায় ওয়ার্কশপ ছাড়া আর কোন উত্তর আসলো না। একমাত্র ওয়ার্কশপ ই দিতে পারে আপনকে কোর্স করা ছাড়া স্বশিক্ষিতর প্রমানপত্র। কারণ হয়ত ঐ ওয়ার্কশপের রিকুয়ারমেন্ট এ আপনার স্বশিক্ষার বিষয়বস্তুটি আলবৎ উপস্থিত থাকে। হোক সেটা যত দিনেরই।

এত কথা বলতে গিয়ে আসল প্যাঁচাল ই পারা হোল না। আমি আমার আজঅব্দি যা দেখলাম এই দুই চক্ষু মেলিয়া তা হোল আসলে সুশিক্ষিত থেকে স্বশিক্ষিত রাই সবচেয়ে ভালো জানে!!(সবাই না কিছু ফিল্ডের জন্য শুধুমাত্র) কারণ দেখা গেল যে একজন বড়মাপের বড় প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট পাওয়া ব্যক্তি যা শিখাতে এসেছে তার থেকে সার্টিফিকেটবিহীন একজন তার থেকে ভালো পারছে। আমি আমার এক ব্যাচম্যাট আর এক সিনিয়র ভাইয়ের উদাহরণ দিয়েই তা বলছি। যদিও তারা তাদের ফিল্ডে যেকোন এক্সপার্টদের কেও টেক্কা দেয়ার ক্ষমতা রাখে। কারণ তাদের আছে ঠেকে পড়ে অর্জন করা শিক্ষা। স্বশিক্ষিত জ্ঞান।

তারা আমাকে এমন কিছু শিখিয়েছে যা কিছু সার্টিফিকেটওয়ালা ঐ ফিল্ডের কিছু সুশিক্ষিতরা আমাকে জানাতে পারে নাই।
তাহলে কিভাবে আমাদের এই স্বশিক্ষিত জ্ঞান নিয়ে সামনের দিনগুলো এগুবো। শুধুই কি ওয়ার্কশপের আশাই করব? আর কোন উপায় আছে কি? এভাবে যদি স্বশিক্ষিতরা হারিয়ে যাই তখন ঐ বাংলায় পিএইচডি করা লোকের থেকেই অ আ ই ঈ শিখতে হবে। আর তার থেকে ভালো শিখানোর যোগ্যতা নিয়ে প্রমাণপত্রের অভাবে পিছনে বসে শিখতে হবে।

খারাপ লাগে তখনই যখন কিছু বড় মাপের সার্টিফিকেটধারী সুশিক্ষিতদের ওয়ার্কশপে কিছু হাম্বা আর ম্যা ম্যা পার্টিসিপেন্টদের মাঝে কিছু স্বশিক্ষিতদের থেকে জ্ঞান লাভ করি যেটা ঐ বড় মাপের সার্টিফিকেটধারী সুশিক্ষিতদের জানা নেই!!!!!!
আর ঐ বড় মাপের সার্টিফিকেটধারী সুশিক্ষিতরা প্রবন্ধ লেখা শিখানোর ওয়ার্কশপের শিখায়:
অ তে অজগরটি আসছে তেড়ে
আ তে আমটি আমি খাবো পেড়ে!!!!! 

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?