Posts

Showing posts from March, 2015

My Wedding!!!!!!!!!

Image
a little different thought...... Now I am engaged!! Seriously!! This is my first confession after my wedding. Last year in December I get myself engaged with her. I am very much excited now. Sometimes I spend with her. She looks black but I don’t mind. I always like black color from my childhood. Sometimes I sing song, watch movies, read books with her. We take pictures together. She comes to me as an entertainer. She entertains me when I am in sorrow. She has become more than friend. Nowadays I spend too much time with her. She always makes me conscious of time. I make many of my creation with her. I love her very much more than me (just kidding). My parents always rebuke me for being careless to her. It is true that everybody must die. I don’t know how long we both will be together. I forget to mention that I am very much fond of music. Several times I record my own lyrics and tunes with her. Without her I am also weak in my Engineering sector. She always helps me in ...

কোডিং

[এই গল্পের সকল চরিত্র কাল্পনিক।বাস্তবের সাথেয় এর কোন  সম্পর্ক নেই। তবে যদি কোনভাবে কেউ মিল খুঁজে পান ,তা কাকতালীয় ] দুপদুপ!!!!! দুপ দুপ!!!!বুকের হৃদপিণ্ড যেন বুকের খাঁচা ছেড়ে বের হয়ে যাবে।অনেক দিনেরসাধনার ফসল যেন এবার পাচ্ছি।তাহেরা খুবই উত্তেজিত!!!! না প্রোগ্রামেও কোন ভুল নেই……ল্যাপটপটাস্লীপ মুডে রেখে টেবিল থেকে উঠে বিছানায় গিয়ে বসল তাহেরা।না এবার অ্যালগরিদমেও কোনভুল নাই।কমপ্লেক্সসিটি log 2 n।খুশিতে লাফিয়ে উঠলতাহেরা।বার বার অ্যালগরিদম নিয়ে সমস্যায় ছিল।“ ল্যাপটপটা আপাততঃ ঘুমাক”……মনেমনে বলল তাহেরা।এবার আমার কাজ দেখে মাইক্রোসফট  বুঝবে যে WPF ও WCF এ কাজ কাকে বলে,কত প্রকার ও কি কি।   C# এ প্রোজেক্টকরছিল তাহেরা।যাই হাতমুখ ধুয়ে আসি।রুম থেকে ওয়াশরুমের দিকে গেল তাহেরা।হঠাৎ রমেআসল কলি......অনেকক্ষণ আড়াল থেকে লক্ষ রাখছিল......খুশির ঝলক দেখা দিল চোখে।এইতসুযোগ !!!!!! “অনেকদিন অপেক্ষায় ছিলাম আর না” নিজেকে বলতে লাগলো কলি। Microsoftথেকে দুজনকে কল করা হয়েছে। একসাথে অনেকগুলো প্রোজেক্ট করেছেদুইজনে।কিন্তু সবসময় তাহেরার ভাগ্যই সুপ্রসন্ন থাকে।এইবার যদি তাহেরার হয়ে যায় আমিআর ...

Acknowledgement

A boy come to a place for building a tower.He carried a lots of bricks in a container for that.But meanwhile he saw there is an incomplete tower and a people with despair.The people said that he need a few bricks to complete his tower.The boy loves to build.He gave some bricks to that person to complete his tower.Then he go in front to find a nice place for building his desired tower.Here he find another people with same incident.The boy also give him some bricks to complete his tower. After sometime he saw few people with the same problem.He get that each people needs a few bricks.So,he gave them each bricks they needed. After giving bricks the boy looked so happy.He see those people successfully completed their incomplete tower meanwhile.But Alas!!!the boy found his container become empty.The boy have no bricks to build a tower.The boy has already given all his bricks to complete others incomplete tower. The boy was happy till then.How Wonderful the towers are!!!!!...

কানামাছি অবশেষে !!!!!

[ "কানামাছির গল্প" কেমন যেন "শেষ হইয়াও শেষ হইল না" লাগছিল। তাই বাকীটুক লেখলাম।তবে এইবারও ছোটগল্পের সংজ্ঞাকে অবজ্ঞা করলাম না। হাজার হোক কবিগুরুর সন্মান বলে কথা ] কানামাছি ক্লান্ত হয়ে পড়ল......আর কতদূর পালাবে। কোথায় পালালে এই অভিশাপ থেকে মুক্তি পাবে।কিন্তু পালানো কি ঠিক হচ্ছে ? অনেকটুকু পথ চলে এসেছি ফিরে যাবার কোন পথ কি আছে??...আছে। অবশ্যই আছে। আমার খেলার সাথীরা!!!! তাদের কি হবে? কিন্তু তারা কি আমাকে আগের মত কাছে টেনে নিবে নাকি অভিমানের জবাব প্রত্যাখ্যানের মাধ্যমে দিবে? কানামছির এই জীবন আর আমাকে বাঁচতে দিচ্ছে না।এই ঘুণ পোকা আমার জীবনকাঠ কে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কান পাতলে শব্দ শোনা যায়। কুড়কুড়... কুড়কুড়...... কানামাছি আবার ফিরে এসে সবাইকে খুঁজতে লাগল। কিন্তু কই? সবাই যেন কোথায় হারিয়ে গেছে।সে হাঁটু গেঁড়ে বসে পড়ল। কানামাছি হওয়ার আগে তার দুইজন খুব ভাল বন্ধু ছিল। যারা কানামাছি কে বারবার ফিরে আসতে বলছিল।তাদের অভিমান বুঝি একটু বেশিই। কিন্তু দেখা গেল যে আসলে সবাই কেমন যেন ব্যস্ত হয়ে গেছে। কেনই বা হবে না ? সে যখন চলে গেল সবার কি তখন কিছু করার ছিল? সে তো নিজের স...

কানামাছির গল্প

*******************************************(১)******************************************** [ কানামাছি = কানামাছি খেলায় যার চোখ বাঁধা থাকে এবং যাকে ঘিরে সবাই আশেপাশে ছোটাছুটি করে।আঞ্চলিক ভাষায় সাধারণত একে চোর বলা হয়।চোখ বাঁধা থাকে তাই কানা আর মাছির মত ছোটাছুটি করে তাই মাছি।এই দুই মিলে কানামছি শব্দের ব্যুৎপত্তি জানা যায়। ] কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ............কানামাছি খেলার নিয়ম প্রায় কম বেশী সবাই জানে।এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর যে জীবনে কানামাছি খেলার নাম শুনেনি। আজকে এক কানামাছির গল্প বলব। বর্তমান কানামাছি আগে কানামাছি(কানামাছি খেলায় যে চোর থাকে) ছিল না। সে খেলায় কানামাছির কাছাকাছি ঘোরাঘুরি করছিল আবার দূরে সরে যাচ্ছিল। কিন্তু হঠাৎ খেলার কানামাছি তাকে ছুঁয়ে দিল। কি আর করার......... সে নিজের চোখ বেঁধে নিল। সবাই আশেপাশে ঘুরছে। বলছে কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ... কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ......কিন্তু কানামাছি কাউকে ধরতে পারছেনা......... হঠাৎ আস্তে আস্তে শব্দ কমে আসে...আর শব্দ শোনা যায়না......আরে একি সবাই বুঝি চলে গেছে !! যেও না...আমাকে একা ...

আমি এবং চড়ুই পাখি.

Image
দুইটি কথা একসাথে বলব। বলব বলতে লিখে প্রকাশ করছি।একটা বর্তমানে চলমান বিতর্ক নিয়ে আরেকটি আমার চিন্তাধারা নিয়ে। #১ আমি নিজেকে মাঝে মধ্যে লুজার বা কুইটার বলে থাকি।বলি আই কুইট।অনেকেই প্রশ্ন করে যে “তুই তোর বর্তমান পজিশনে থেকেও যদি বলস তুই লুজার তাহলে আমারা কি?এই সব ফালতু কথা বাদ দে......শোকর কর যা আসোত”। না.........আমাকে আল্লাহ্‌ যে অবস্থানে রাখসে আলহামদুলিল্লাহ্‌।আল্লাহ্‌ আমাকে অনেক কিছু দিসে। দুই হাত ভরেই দিসে।  আমি একজন সফল প্লেয়ার হওার চেয়ে একজন সফল প্ল্যানার হতে চেয়েছি এবং সব সময় চাই। প্লেয়ার এর ভাল করতেই হবে এই রকম একটা চাপ সবসময়ই থাকে, কিন্তু প্ল্যনার তার মত প্ল্যান করবে। ভুল হলে এক কাটা দিয়ে ছিঁড়ে ফেলে দিবে। কোন চাপ নেই। আমার প্ল্যান যদি ভুল হয় তাহলে ওকে আই অ্যাম লুজার অ্যান্ড কুইটার বোথ। বাট আমি আবার প্ল্যান করব। আবার ভুল হলে ছিঁড়ে ফেলে দিব। কিন্তু একজন প্লেয়ার তা পারবে না। তাকে তার সামর্থ্যের প্রমাণ প্রতিবার দিতে হয়। ভুল একবার দুইবার ক্ষমা করা হয় বারবার না। কিন্তু আমি বলি যে নেভার গিভ আপ(জন সিনার থিম)।কারণ প্ল্যানার হিসেবে থাকলে ভুল শোধরানোর সুযোগ বার...

আব্বু আম্মু জানেন???

আব্বু আম্মু জানেন??? আমার এখন আর বাসায় আসতে ইচ্ছে করে না!!!! আহা!!!না! না! ভয় পাবেন না!!! অন্য কোন কারণ না!!!!এত অল্প বন্ধে সকাল সন্ধ্যে বাসায় যেতে পাগল এই মন।কিন্তু সল্প দিনে কিভাবে বলবো বলেন এত জমানো গল্প। আপনাদের কোলে মাথা রাখতে ইচ্ছে করে বহু। ভাইবোনদের জন্য মনটা করে হু হু!!! আব্বু আম্মু জানেন??? আমার চুল গুলো আর ভার্সিটির কাশফুল গুলো একই রকম,দুটাই অবাধ্য ভাবে উঠেছে বেড়ে!!!!!গোসল করে এখন একলা হাতে নিজের চুল নিজেই মুছে যাই।ভুলে গেছি সেই মধুমাখা হাতের ঝাঁকুনি দেয়া গামছার ছোঁয়া।অনুভব করি!!! – তা ছাড়া আর কিছুই তো করার নাই!!! আব্বু আম্মু জানেন??? এখন আমার আর আগের মত পড়তে ভাল লাগেনা। না! না! কোন নারীর নেই এতে হাত!!!নতুন নতুন কোর্সের চাপে আজ আমি পিষ্ট,করতে পারি না মন যা চায় আমি আজ বড় ক্লান্ত। আব্বু আম্মু জানেন??? সবাই এখানে সুযোগ বুঝে মধু খেয়ে উড়ে যেতে পটু,তাদের ভিড়ে আমিও কিছুটা ভ্রমর হয়েছি, হয়েছি দৃষ্টিকটু।সূর্য যখন সন্ধায় নামে পাটে,আমিও তখন ভাবনা করি বাসায় কিভাবে দিন আপনাদের কাটে। আব্বু আম্মু জানেন??? ভার্সিটি আর আমাদের বাসা কত দূর??? সল্প দূরত্ব ও মনের কাছে অকূল প...

একটা মেথডের গল্প

[ যারা বিভিন্ন প্রোগ্রামিং এ কমপক্ষে থিওরি পরছেন তারাই পড়ে বুঝবেন, অন্যরা নাও পড়তে পারেন।কারণ বাদ-বাকিদের মাথার উপর দিয়ে যাবে।এটা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টের সংমিশ্রনে লিখা। ভুল ধরিয়ে কেউ লজ্জা দিবেন না। ]  প্রোগ্রামার একটা মেথড ডিক্লেয়ার করল। কিন্তু মেথডের এক্সেস এস্পেসিফায়ার নিয়ে প্রব্লেমে পড়ল। প্রোগ্রামার কোড করে যেতে লাগলো কিন্ তু মেথডের কথা ভুলে গেল।  অন্য কোডাররা এই কোড নিয়ে কাজ করা শুরু করল। সবাই কোড কম্পাইল করতে গিয়ে এরর পেল। তাই কাজের সুবিধার জন্য মেথডকে প্রটেক্টেড হিসেবে ডিক্লেয়ার করল। সবাই কোডিং চালিয়ে গেল। হঠাৎ একটা মেথডে এক্সেস হচ্ছে না দেখে সবাই চিন্তিত হয়ে পড়ল। তাই সবাই তৎক্ষণাৎ ঐ মেথডকে প্রাইভেট থেকে পাবলিক করে দিল।পাবলিক মেথডের এক্সেস পাওয়ায় এক্সেসের প্রব্লেম সলভ হল। কিন্তু প্রোগ্রাম কে এফিশিয়েন্ট করার জন্য ঐ মেথড কে আবার অ্যাবসট্র্যাক্ট হিসেবে ডিক্লেয়ার করে দিল। মেথড পাবলিকই রয়ে গেল। আবার আরেক কোডার আসলো এবং বলল যে কোডে প্রব্লেম আছে। এই মেথড পাবলিক হলে সমস্যা। সবাই তো আর এক্সেস করছে না। তাই একে প্রাইভেট বানিয়ে দাও। মেথড এভাবে কোডারদে...

পয়সা,প্লেট,গ্লু,মাছ ও পাখি প্রসঙ্গ

পয়সার একটা ভালো দিক আছে। যে কোন সময় যেকোনো পিঠ উঠার ক্ষমতা রাখে।রাস্তার একটা ভালো দিক আছে । যে কোন সময় বাঁক দেখা যেতে পারে। অন্ধকারের একটা ভালো দিক আছে। আলোর অভাব টের পাওয়াতে পারে। একটা হিন্দি প্রবাদ আছে যে, কুকুর যতই মার্সিডিজের পিছনে দৌড়াক না কেন, মার্সিডিজ চালাতে পারবে না। আবার এই রকম ও আছে যে কুকুর মার্সিডিজের পিছনে দৌড়াচ্ছে মানে এইটা আবশ্যক না যে গাড়ি চালাবে। কুকুর,মার্সিডিজ এবং দৌড়ানো এই তিনটাই কন্সট্যান্ট শুধু " ‪#‎ চালানো‬ " এই ক্ষেত্রটা ব্যাক্তির মন মানসিকতার ওপরে নির্ভর করে। যে, কে কিভাবে ব্যপারটা নেয়। একটা কণ্ঠ পারে আপনাকে অনেক পরিবর্তন করে দিতে, বিশ্বাস করেন একটা কণ্ঠই পারে। আলহামদুলিল্লাহ্‌ ‪ "কোন বা দেশে থাকোরে তুমি, কোথায় তোমায় খুঁজি; চোখ বান্ধা বলদের মত, দেশে দেশে ঘুরি।" -কার্টেসিঃ ফোক আমাদের সবার কাছেই অনেক প্লেট আছে। হরেক রঙের প্লেট, হরেক রকমের প্লেট। সবাই প্লেট যত্ন করে রাখি, নিজের টাও;অন্যের দেয়াটাও। মজার ব্যপার হচ্ছে প্লেটের পাশাপাশি আমরা সুপার গ্লুও ভালো জমিয়ে রাখি। কারণ অনেক সময়ই আমরা কাঁচের প্লেট গুলো জেনে বা না জেনেই ভেঙ...