একদিন বালতি ভরবেই!!!!!!!
একটা পানির কল আছে। কলের নিচে আছে বালতি। পানির কলে পানিও আছে। কিন্তু বালতিতে পানির কোন দেখা নেই। এটা এই প্রমাণ করে যে পানির কলে পানি আর কলের নিচে বালতি থাকা মানেই এই নয় যে বালতিতে পানি থাকবে। কি হয় একটু কল খুলে দিলে। সবাই শুধু বালতির পানিটাই চায়। পাক্কা সময়মত। কল খুলে দিতে কেউ চায় না। কারো সময় নেই একটু কলটা খুলে দেয়ার। সবাই ব্যস্ত নিজেদের বালতির পানি ভরতে। একটু আরেকজনের বালতির পানির দিকে কারো তাকানোর সময়টুকু নেই। কিন্তু ঐ একটু সময় আরেকজনের বালতি টাও পানি ভর্তি করতে পারত। যার ব ালতিটা খালি। কেউ বোঝে না যে সময়মত সবার বালতি ভরা নাও থাকতে পারে। তবে হয়ত এখন বালতিতে পানি নাই। কালকে যে ভরা থাকবে না তার কোন নিশ্চয়তা আছে??? কারণ কলের থেকে যখন পানি পড়া শুরু হবে তার গতি সম্পর্কে কেউ নিশ্চিত না। কেউ খুলুক বা না খুলুক একদিন বালতি ভরবেই!!!!!!! বিঃদ্রঃ এটা একটা বিচ্ছিন্ন কল্পনা ছাড়া আর কিছুই না। সিরিয়াসলি নেয়ার চেষ্টা না করাই ভালো smile emoticon # MIKParadox