Posts

Showing posts from 2018

Living thoughts

We can't define anything by our own as that definition will vary from person to person. If a person can't fit through your box, there remain only two possibilities. One, the person is smaller than your box. And the other is your box is too short for the person. Why encase ourselves with the captivity of negativity? Complexity is a term that defines the lack of simplicity. Conversely simplicity is defined as lack of complexity. How on earth can anyone define them with solo definition without involving the opposite! None. The guilt for doing mistake is OK, but the guilt for not accepting the mistake is not. There is nothing called mistakes. Those are not trying with proper care. So those still counts. Taken decisions make a person the man he wanted to be. We happy we live. We live by breathing and that can't be be so long. We live inside the person who love us. That's called living longer. Leave your meaningful footprints. 👣 Life is worthy and beautiful.

স্বপ্রণোদিত ভাবনা-২

সময়ের সাথে সাথে অবান্তর অনেক কিছু লিখে যাচ্ছি ইদানীং। কম লিখা দরকার। (১) নিচুতলার মানুষেরা ভাবে,উঁচুতলার মানুষরা অনেক সুখী। আবার ভাইস-ভার্সা ও। যদিও জরিপে দেখা যায় উঁচুতলার মানুষরাই অনেক অসুখী হয়ে থাকে। জনপ্রিয় গানের কলিতে দেখা যায়, "সুখেরই পৃথিবী,সুখেরই অভিনয়;যত আড়ালে রাখো,আসলে কেউ সুখী নয়।।" তবে সুখ ব্যাপারটা আপেক্ষিক। ঠিক মুদ্রার দুই পিঠের মত। কেউ লাখ টাকা অ্যাকাউন্টে জমা করে শান্তিতে ঘুমায় আবার কারো হয় না। কেউ কেউ পরীক্ষার চাপে ঘুমাতে পারে না আবার কেউ না পড়েই ঘুমিয়ে থাকে। একই ঘটনায় যে সবাইকে সুখী হতে হয় এমনটা কোথাও বলা নেই। ঠিক দুঃখের বেলায় ও তাই। (২) নিচুতলার বা উঁচুতলার অনেকেই নিজেরদের জীবনের পারস্পরিক পরিবর্তন আশা করে বা পরিবর্তিত অবস্থায় নিজেদের দেখতে চায় কিন্তু আসলে কেউ মনে হয় সুখী হতে চায় না। যে সুখী মানুষ তার কাছে তলার উপর নিচ কোন ব্যাপার না। সে সব তলাতেই সুখী। জীবনটা যেমন সুন্দর তেমন অনেক বিচিত্রও। আমাদের স্মৃতি যেমন কিছু সাধারণ ব্যাপার পুঙ্খানুপুঙ্খরূপে মনে রাখে আবার অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ভুলিয়ে দেয়। উঁচু নিচু দুই তলাতেই ছিলাম, দুই তলার মানুষের সাথেই দেখ...

স্বপ্রণোদিত ভাবনা-১

অলস মস্তিষ্কের কিছু স্বপ্রণোদিত ভাবনাঃ ১) মানুষ পরিবর্তনশীল,তাদের চিন্তা ধারাও। মানুষের চিন্তা ধারা অপরিবর্তিত থাকে, মানুষ নিজেও। ক্ষেত্র বিশেষে যে কোন একটি যেমন ঘটে, আবার যুগপৎ ও ঘটে। ২) কামারের কাছে লোহার মূল্যায়ন ঠিক ততটুকুই যতটুকু জহরে টুকরোর জহুরীর কাছে। জহুরীর কাছে লোহার টুকরো হয়ত মূল্যহীন কিন্তু কামারের কাছে জহর কখনোই মূল্য হারায় না। ৩) "আপনি ভাল মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভাল ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোন ষাঁড় আপনাকে তাড়া করবে না?" এটা একজন জ্ঞানী ব্যক্তির বক্তব্য। ৪) কিছু ব্যপার কখনোই ব্যাখ্যা করা যায় না এবং মানুষ করতেও চায় না। কারণ অন্য কেউ সেটা বুঝবেও না তাই ব্যাখ্যা না করাই ভালো। সবাই একই মতাদর্শের যেমন না তেমনি তারা মতাদর্শে অভিন্ন হলেও ব্যক্তিগতভাবে বিভিন্ন। ৫) আমাদের ব্যবহার আমাদেরকে ঠিক যেভাবে কাছে টেনে আনে, ঠিক সেইভাবেই আবার দূরেও ঠেলে দিতে পারে। পুরো ব্যাপারটাই নির্ভর করে তৎকালীন ব্যক্তিগত মন মানসিকতার উপর। ৬) যারা খেলতে আসে বা অভিনয় করতে আসে তারা জানে যে বয়স এবং ফিটনেস ফ্যাক্ট এখানে। কোম্পানি তাকেই ...

individual

We will never live forever with our body. But with our memory, deeds and utilization of the short time in this world, we can. First, people will like you. Then they will follow you. After that, they will dislike you and finally, they will avoid you. These are the rule followed by individuals in the world except you beg to differ with your importance and priority that will override the rule people follow. Everyone in this world is not in the same state literally, figuratively they are. We may have the same goal, even the path we choose can be similar but individuals are always identical to the proceedings. We came, see, conquer and we die. Sometimes we got lucky and sometimes we have to earn our luck. That's all! It's important, what we want, not what we earn. Money and happiness are interchangeable in some context but not always. Nowadays people buy happiness with money and also happiness brings money. It's you and me to choose which path to take towards the destinati...

অতীতের ভুল!

ভালো ব্যপারটিকে ভালো বলতে এবং সেই সাথে তাকে সমর্থন করতে আমি পছন্দ করি। তবে আমার সহমতের সাথে দ্বিমত পোষণ করায়ও কোন ভুল দেখি না, যদি আমার কাছে অন্য কোন ব্যাখ্যাও পছন্দনীয় হয়। "অতীতের ভুল" নিয়ে আমার অবস্থান কিছুটা অন্যরকম। আমাদের সাথে যা ঘটে বা যা ঘটবে তার জন্য কিন্তু বলা যায় যে আমরাই সেগুলো ঘটাই। আমাদের কৃতকর্মই আমাদের অতীত আর ভবিষ্যৎ কে ডিফাইন করে। আমাদের সময়, প্যাশন, টাকা পয়সা অনেক বেশি করে তথাকথিত " অতীতের ভুল" এর পিছনে ব্যয় করার যে ব্যপারটি সেটা একরকম মনস্তাত্ত্বিক ব্যাপার। আমাদের সময়ের সাথে যা যা প্রয়োজনীয় হয়, সময় আমাদেরকে সেগুলো খুঁজে দেয় অথবা আমরা খুঁজে নেই। এইখানে অভ্যস্ত হয়ে যাবার একটা ব্যাপার থাকে। আবার হুট করে সরে আসারও একটা অবস্থান আমাদের আছে। আমরা আসলে ঐটাই বেশি প্রাধান্য দেই যেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হই ঐ সাময়িক সময়ের জন্য। জীবন টা কখনোই খুব সহজ না কারো জন্য। আমরা হিংসা আর ঈর্ষার পার্থক্য ই করতে চাই না। কাউকে আমরা সময় যখন দেই তখন তার সাথে সময়টুকু গুরুত্বপূর্ণ ভেবেই দেই। এখন সেই ভাবাটাই করো দৃষ্টিতে ভুল আবার তার দৃষ্টিতে সঠিক। আমরা খুবই ...

আগডুম বাগডুম

আমাদের অনেক গুলো ডিঙি নৌকা এক অকূল পাথারে। আমরা পরীক্ষা করি, চেষ্টা করি। জোয়ার-ভাটার সময় অপেক্ষা করি। পাল বুনি , নতুন বা পুরান নৌকা পাড়ে ভিড়াতে দেশ বিদেশ ঘুরি। জমিতে ফসলের আবাদে ইচ্ছুক আমরা। বীজ বপ্পন করি বা না করি, ফসলের আশা করি। জমিতে সেচ দেই, সার দেই। ফসল ফললে উদযাপন করি। না ফললে গাল দেই ইচ্ছেমত করে। আমাদের জীবনের অনেকটা সময়ই যায় অন্যের জীবন নকল করে করে চলতে। একবার এর তো আরেকবার ওর। নিজের জীবনে আবার ফিরে আসি অন্যের জীবনে চলতে ফিরতে বিরক্ত হয়ে গেলে। কিন্তু একসময় বার বার এইরকম নকল করতে করতে নিজেরটা হারিয়ে ফেলি। তখন বার বার নকল করেই চলতে হয়। নিজেরটা হারিয়ে খুঁজি, অন্যের জীবন যাপন করি। চড়ুই কেন লাফিয়ে চলে আমরা তো জানিই! আমাদের হাতে গোনা নাটাই আর বেবাক ঘুড়ি। সুতায় মাঞ্জা দেই সময় করে হাত কেটে। কত উপরে যায় ঘুড়ি খুব অাগ্রহ করে দেখি। বাকাট্টা হলে আবার নতুন করে ঘুড়ির সুতো লাগাই। আমরা মানুষ দেয়াল গড়ি, আমরাই দেয়াল গুড়িয়ে দেই। কনক্রিট আর পাথর দিয়ে দেয়াল মজবুত করে বানাই, ডিনামাইট বা মাইনিং ব্যবহার করে ধুলিসাৎ করে ফেলতে পারি। দেয়ালের অনেক ক্ষমতা। দেয়ালের নিজের আর দেয়ালের ওপর।  আমাদের আশেপা...

Respect Reboot

Respect can be classified on point of view that how people define respect. There are two ways to explain respect. One that you earned and another is that you deserved. There are two environments that help you to deal with respect. One is your position in society and another is your personality. Your position in the society helps you to gain the respect that you deserve. On the contrary, it's your personality that helps you to earn the respect. There are also people who seek respect and some people who are indifferent to respect whether it's about deserving or earning. If you deserve respect, then you must know that people respect your social value or the position. They didn't respect you. If anyway you lose that position you will understand. Whoever will be in that position, they will respect the person for the position again. Only your personality is the thing that helps you to earn respect. And if you earn respect by your personality you will deserve also by your posit...

Champion

It's true that you have to respect others opinion in your life. But the reality never shakes hands with the opinion. I never literally think myself the best. As to be the best you have to beat the best. And to do that you have to think figuratively yourself the best. I always tried to be better than my competitors and among the contenders. It's true that being undefeated is an achievement. But to attain the real happiness of gold you have to lose sometimes and only if that's destined. Only by losing your position you can ever measure the extent and the sake of being a champion. And I had gone through this phase and understand the value of being the winner. The worth of placing the title on your shoulder. Nor the road to the championship is never so easy nor defending the championship. Only the winner is counted in this very world. #MIKParadox

Fortunate Status

Who the sailor we are in this world, we are just players in this game. I play mine, you play yours. You are fortunate only if your parents were born fortunate.  Remember,every parent had parents! Our parents are always fortunate as they got the children. We are fortunate that we got parents. But sometimes we ourselves refused to be that lucky person. We tried to let down our parents hope and expectation towards us. We remained indifferent to our parents happiness and sadness. That's the reason we lost our fortunate status and waited for the reclamation. Now the question arises, what's the extent to infer one's been fortunate? Here the simple answer is, we all are fortunate by born. We called fortunate, those who finds how he is. Life is a short story with massive opportunities. There is always a chance to be fortunate. And the rule of thumb is to make your parents happy and that will make the Almighty happy. There is no restriction to become fortunate as well as...

Do not!

Do not add values in a worthless effort.As it will remain valueless.Thing s are not always for having praises. Who wants to have a gift without wrapping if there is option for wrapping! But sometimes it's really hard to make people understand. Priceless is not evaluated in terms of price and that's why we called it that. You can only paved the way that was preferable to yourself and it's not necessary that others liked it or not if and only if you were correct. Do not compromise with personality while dealing with friendship. It's not about formalities always. Everyone has personal choices to choose among variety.At the beginning you have to understand others thought and perception. What they do and what they want. If things failed to match up then try to suggest some aid.And finally if there is always a loose end remaining,keep going on your way. Make the things for betterment for good. Do not place yourself permanent in this very world as you are not...

ভাবনা

গুনীজন কহেন,"ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।" কিছু পাবার আশাতেই আমাদের কিছু ছেড়ে দিতে হয়। কিছু ছেড়ে দিতেই আমাদের কিছু পেতে হয়।Bottleneck এর ক্ষেত্রে scheduling খুবই গুরুত্বপূর্ণ আর Deadlock থেকে সরে আসতে Handover/Handoff এর বিকল্প খুব কমই থাকে।  জীবনের সিদ্ধান্তগুলো আসলে একটা পয়েন্ট বা গোল ওরিয়েন্টেড থাকে একেক ক্ষেত্রে। কিছু ব্যাপার ইনটুইশন এর উপর নির্ভর করেই আগাতে হয়। একটা কথাই উল্লেখ করতে চাই, "Rome wasn't built in a day." কারো উপকার করতে না পারলে তার অপকার করা ঠিক না। যার যার ভাগ্য তার তার। কেউ কারো ভাগ্য না পারে গড়ে দিতে না পারে ছিনিয়ে নিতে। সবার সাথে সবার ভাগ্য জড়িত। সবার ভাগ্য একই সুতোয় গাঁথা।  Sometimes we have to do some wrong to make some right. Break some old to make some new. Reject some new to keep some old. Left some opportunities to achieve more than that extent. Whatever we do in this world, we are nothing but a dead meat after we die. So we have to make history whatever it takes. The examples are only for giving purpose, not to be forgo...

Life:allegory and truth

We love to compare our life with other things to explain unexplained things.We love to make metaphors and similes to make the meanings easy. Seashore is always decorated with tides.When we walk by there,we leave our footprints in wet sand until the waves erase them. We love to consider our life like that seashore. That some memories are so similar to those footprints. We hope time is alike tides that will sweep all those things away for our life. But here is the magic of life. It's so unpredictable and no mater how you tried,you can only bury your memories somewhere you don't want to go again. This place is chosen by you inside your memory. But there are some catalysts that will help you to mange your memories.I personally prefer the memory place where I tried to keep every single memory that I like. I don't want to be alone without pleasant memories. I keep memories for future as I tried to predict things with own manner. Sometimes they are correct sometimes not. But It ...

আন্ডারগ্র্যাড

আন্ডারগ্র্যাডের ৮ টা সেমিস্টার জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে সাহায্য করে। যদিও সেটা বাস্তবের অভিজ্ঞতার তুলনায় অপ্রতুল। মানুষের সাথে মিলেমিশে থাকাটা এই সময়ে খুব বেশি হয়। বিশেষ করে ভার্সিটির হলে থাকতে পারলে সেটা ষোলো কলা পূর্ণ হয়। সার্কেলের কারো বা তার আত্মীয়ের অপারেশনে বা অসুস্থতায় হসপিটালে সময় দেয়া থেকে শুরু করে কারো পাশের বাসার বিয়ের দাওয়াত খাওয়া পর্যন্ত অনেক কিছুরই অভিজ্ঞতা হল। বিজয় মেলায় ঘুরাঘুরি, সকালে-বিকালে টঙ্গে নাস্তা,লাঞ্চ,সাপার করা। বিভিন্ন রকমের ট্রিট দেয়া বা দেয়া। চা বা কফির সাথে নতুন মুখের পরিচিত হওয়া। রাতের বেলায় জোর গলায় গান করা। বেশি যেই জিনিষটা হয় সেটা হচ্ছে আড্ডা দেয়া। নানান রকমের টপিকে। আর ফ্রেন্ড/সিনিয়র/জুনিয়রদের সাথে অকারণে তর্কাতর্কি তো থাকছেই। ফাঁকে ফোঁকরে খেলাধুলা করা। ক্রিকেট,টেবিল টেনিস, ব্যাডমিন্টন,দাবা,কার্ড। নিয়মিত না হলেও পরীক্ষার হলে যাবার আগে পরীক্ষার ডিফিকাল্টির বেসিসে ভালো বা মধ্যম মানের প্রিপারেশন নিয়ে যাওয়া। ক্যাম্পাসে ক্লাসের শুরুতে বা ফাঁকে বা শেষে ঘোরাঘুরি তো ছিলই। ফাইনাল ইয়ারটা আমি বলব আন্ডারগ্র্যাডের সবচেয়ে ভালো কেটেছে বলা যায়। সবার সাথে ...

লাইফ অ্যাজ IDE

দিন দিন কোর্স আপডেটেড হচ্ছে, নতুন কোর্স,নতুন সেমিস্টার, নতুন মুখ। কিন্তু ব্যাকেন্ডে সেই পুরনো মুখই থেকে যায়। নতুন IDE এর সাথে পরিচয় হয়। নতুন করে সেই পুরনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজেই কোড লিখাতে হয় কোডের নতুন ভার্শানের আপডেটেড লাইব্রেরির সাথে। আবার অনেক সময় সেই ট্র্যাডিশনাল কোড গুলোই লিখে যেতে হয়।ব্যাকডেটেড IDE কেউ প্রেফার করে না কম্পিটিবিলির প্রব্লেমের কারণে, আজ আপডেটেড IDE চলে আসছে বলে। তবে Old is Gold। পুরনো কোডের হাত ধরেই আজকে নতুন কোডে সহজে মিশে যাই। আবার পুরনো কোডে ডুবে থাকার জন্য নতুন কোডে হাবুডুবু খাই। তবে বেসিক কোডিং সবখানেই রয়ে যায়। অনেক সফটওয়্যারেরই বাজারজাত করার সময় ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড কম্পিটিবিলির ব্যাপারটা আজকাল মাথায় রাখতে হয়। আপডেটেড মানুষদের ভীড়ে এইরকম মানুষও একসময় ব্যকডেটেড হয়ে যায়। তাদের সাথে অন্য মানুষদের কম্পিটিবিলিটির প্রব্লেম দেখা যায়। মানুষ আরো আপডেটেড হয়ে যায়। আমাদের বাবা-মা হয়ত অনেকসময় আমাদের থেকে ব্যকডেটেড হয়ে যায়। তারা তো আর অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে তাদের সময়ে দেখে নাই তাই তারা ব্যকডেটেড! আমরা তাদের সন্তান হয়েও ফরওয়ার্ড কম্পিটিবিলি নিয়ে পরে থাকি। ভুলে...