অতীতের ভুল!
ভালো ব্যপারটিকে ভালো বলতে এবং সেই সাথে তাকে সমর্থন করতে আমি পছন্দ করি। তবে আমার সহমতের সাথে দ্বিমত পোষণ করায়ও কোন ভুল দেখি না, যদি আমার কাছে অন্য কোন ব্যাখ্যাও পছন্দনীয় হয়।
"অতীতের ভুল" নিয়ে আমার অবস্থান কিছুটা অন্যরকম।
আমাদের সাথে যা ঘটে বা যা ঘটবে তার জন্য কিন্তু বলা যায় যে আমরাই সেগুলো ঘটাই। আমাদের কৃতকর্মই আমাদের অতীত আর ভবিষ্যৎ কে ডিফাইন করে। আমাদের সময়, প্যাশন, টাকা পয়সা অনেক বেশি করে তথাকথিত " অতীতের ভুল" এর পিছনে ব্যয় করার যে ব্যপারটি সেটা একরকম মনস্তাত্ত্বিক ব্যাপার।
আমাদের সময়ের সাথে যা যা প্রয়োজনীয় হয়, সময় আমাদেরকে সেগুলো খুঁজে দেয় অথবা আমরা খুঁজে নেই। এইখানে অভ্যস্ত হয়ে যাবার একটা ব্যাপার থাকে। আবার হুট করে সরে আসারও একটা অবস্থান আমাদের আছে। আমরা আসলে ঐটাই বেশি প্রাধান্য দেই যেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হই ঐ সাময়িক সময়ের জন্য। জীবন টা কখনোই খুব সহজ না কারো জন্য। আমরা হিংসা আর ঈর্ষার পার্থক্য ই করতে চাই না।
কাউকে আমরা সময় যখন দেই তখন তার সাথে সময়টুকু গুরুত্বপূর্ণ ভেবেই দেই। এখন সেই ভাবাটাই করো দৃষ্টিতে ভুল আবার তার দৃষ্টিতে সঠিক। আমরা খুবই কম সময়ই বাকী জীবনের জন্য গুরুত্বপূর্ণ ব্যপারটা খোঁজার ট্রাই করি। আমরা কখনোই আমাদের শুভাকাঙ্ক্ষীদের ভুল কিছু করতে দিতে চাই না। তাদের জন্য সবচেয়ে ভালোটাই আমরা দিতে চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে।
আমরা অল্পতেই আবেগ আর ধৈর্যের পরীক্ষায় ভালো করতে পারি না। জীবনকে বাস্তবতা কম আবেগ দিয়ে বেশি মাপতে গিয়ে হিসেবে গোলমাল পাকিয়ে ফেলি। আশেপাশের মানুষদের জীবনের সাথে নিজেদেরটা মিলাতে আর তুলনা করতে খুব পছন্দ করি। তবে বার বার ভুলে যাই যে একই বই পড়ে এবংএকই স্যারের ক্লাস করে সবাই পরীক্ষা দিলেও সবার নম্বর সমান আসে না।
সম্পর্কের বিভিন্ন ডেরাইভেশন থাকতে পারে বলে আমার মনে হয়। আমি কয়েকটা দেয়ার ট্রাই দেই,
বিজনেস ব্যাকগ্রাউন্ডের ভাষায়, সম্পর্ক হলো দায়, গোল্ডেন ইকুয়েশনের বাম পাশে ব্যক্তি ও সম্পর্কের যোগফল হয় তার ব্যাক্তিত্ব যা সম্পদ বলে ধরে নেয়া যেতে পারে।
কম্পিটার সাইন্সের ভাষায়, একভাবে বলা যায়, একেকটা সম্পর্ক একেকটা ওভারলোডেড ফাংশন। তবে তাদের প্যারামিটার সংখ্যা আর রিটার্ন টাইপ ভিন্ন হয় অথবা দুটাই।খুব কম সংখ্যক মানুষই এই ফাংশন কে অভাররাইড করতে পারে। আবার বলা যায় প্রত্যেকটা সম্পর্ক একটা ইন্টারফেসের মত। নাম একই থাকে কিন্তু প্রত্যেকের ইমপ্লিম্নেটেশন/ ডেফিনেশন ভিন্ন থাকে। তবে সম্পর্কগুলোর নাম ভেরিয়েবলের মত। সম্পর্ক গুলোর জন্য স্পেসিফিক ভ্যালু অ্যাাসাইন করা থাকে। কোনটা স্ট্যাটিক বা কন্সট্যান্ট বা নাল।
সবাই নিজেদের চোখ দিয়ে অন্যকে দেখতে চায়, অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে চায় না। অন্যের মতামতকে রেস্পেক্ট করতে চায় কিন্তু তার ব্যাক্তিত্বকে সম্মান করতে অপারগতা প্রকাশ করে। পান থেকে চুন খসলেই সবার স্বার্থ গুলো বেড়িয়ে পড়ে। সবাই দায়বদ্ধতার সম্পর্কে জড়িয়ে যায়, নিজের মৌলিক সম্পর্কগুলো ভুলে গিয়ে।
অতীতের ভুল বলে কিছু নেই। অতীতের ভুল থেকে শিক্ষা নেয়ার অর্থ হচ্ছে সুন্দর ভবিষ্যৎকে আর্টবোর্ডে ফুটিয়ে তোলার জন্য অতীতের তুলিতে বর্তমানের রং লাগানো।
#MIKParadox
"অতীতের ভুল" নিয়ে আমার অবস্থান কিছুটা অন্যরকম।
আমাদের সাথে যা ঘটে বা যা ঘটবে তার জন্য কিন্তু বলা যায় যে আমরাই সেগুলো ঘটাই। আমাদের কৃতকর্মই আমাদের অতীত আর ভবিষ্যৎ কে ডিফাইন করে। আমাদের সময়, প্যাশন, টাকা পয়সা অনেক বেশি করে তথাকথিত " অতীতের ভুল" এর পিছনে ব্যয় করার যে ব্যপারটি সেটা একরকম মনস্তাত্ত্বিক ব্যাপার।
আমাদের সময়ের সাথে যা যা প্রয়োজনীয় হয়, সময় আমাদেরকে সেগুলো খুঁজে দেয় অথবা আমরা খুঁজে নেই। এইখানে অভ্যস্ত হয়ে যাবার একটা ব্যাপার থাকে। আবার হুট করে সরে আসারও একটা অবস্থান আমাদের আছে। আমরা আসলে ঐটাই বেশি প্রাধান্য দেই যেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হই ঐ সাময়িক সময়ের জন্য। জীবন টা কখনোই খুব সহজ না কারো জন্য। আমরা হিংসা আর ঈর্ষার পার্থক্য ই করতে চাই না।
কাউকে আমরা সময় যখন দেই তখন তার সাথে সময়টুকু গুরুত্বপূর্ণ ভেবেই দেই। এখন সেই ভাবাটাই করো দৃষ্টিতে ভুল আবার তার দৃষ্টিতে সঠিক। আমরা খুবই কম সময়ই বাকী জীবনের জন্য গুরুত্বপূর্ণ ব্যপারটা খোঁজার ট্রাই করি। আমরা কখনোই আমাদের শুভাকাঙ্ক্ষীদের ভুল কিছু করতে দিতে চাই না। তাদের জন্য সবচেয়ে ভালোটাই আমরা দিতে চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে।
আমরা অল্পতেই আবেগ আর ধৈর্যের পরীক্ষায় ভালো করতে পারি না। জীবনকে বাস্তবতা কম আবেগ দিয়ে বেশি মাপতে গিয়ে হিসেবে গোলমাল পাকিয়ে ফেলি। আশেপাশের মানুষদের জীবনের সাথে নিজেদেরটা মিলাতে আর তুলনা করতে খুব পছন্দ করি। তবে বার বার ভুলে যাই যে একই বই পড়ে এবংএকই স্যারের ক্লাস করে সবাই পরীক্ষা দিলেও সবার নম্বর সমান আসে না।
সম্পর্কের বিভিন্ন ডেরাইভেশন থাকতে পারে বলে আমার মনে হয়। আমি কয়েকটা দেয়ার ট্রাই দেই,
বিজনেস ব্যাকগ্রাউন্ডের ভাষায়, সম্পর্ক হলো দায়, গোল্ডেন ইকুয়েশনের বাম পাশে ব্যক্তি ও সম্পর্কের যোগফল হয় তার ব্যাক্তিত্ব যা সম্পদ বলে ধরে নেয়া যেতে পারে।
কম্পিটার সাইন্সের ভাষায়, একভাবে বলা যায়, একেকটা সম্পর্ক একেকটা ওভারলোডেড ফাংশন। তবে তাদের প্যারামিটার সংখ্যা আর রিটার্ন টাইপ ভিন্ন হয় অথবা দুটাই।খুব কম সংখ্যক মানুষই এই ফাংশন কে অভাররাইড করতে পারে। আবার বলা যায় প্রত্যেকটা সম্পর্ক একটা ইন্টারফেসের মত। নাম একই থাকে কিন্তু প্রত্যেকের ইমপ্লিম্নেটেশন/ ডেফিনেশন ভিন্ন থাকে। তবে সম্পর্কগুলোর নাম ভেরিয়েবলের মত। সম্পর্ক গুলোর জন্য স্পেসিফিক ভ্যালু অ্যাাসাইন করা থাকে। কোনটা স্ট্যাটিক বা কন্সট্যান্ট বা নাল।
সবাই নিজেদের চোখ দিয়ে অন্যকে দেখতে চায়, অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে চায় না। অন্যের মতামতকে রেস্পেক্ট করতে চায় কিন্তু তার ব্যাক্তিত্বকে সম্মান করতে অপারগতা প্রকাশ করে। পান থেকে চুন খসলেই সবার স্বার্থ গুলো বেড়িয়ে পড়ে। সবাই দায়বদ্ধতার সম্পর্কে জড়িয়ে যায়, নিজের মৌলিক সম্পর্কগুলো ভুলে গিয়ে।
অতীতের ভুল বলে কিছু নেই। অতীতের ভুল থেকে শিক্ষা নেয়ার অর্থ হচ্ছে সুন্দর ভবিষ্যৎকে আর্টবোর্ডে ফুটিয়ে তোলার জন্য অতীতের তুলিতে বর্তমানের রং লাগানো।
#MIKParadox
Comments
Post a Comment