ক্যান্সার vs ডায়বেটিস
পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হল ক্যান্সার। ঠিক সময়ে ধরতে না পারলে শেষ পর্যন্ত মৃত্যু হল শেষ পরিণতি। চোখের সামনে ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। স্বাস্থ্য ভেঙ্গে যায়।কেমো দিলে তো শরীরের অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। দেখলে নিজেরই খারাপ লাগে। তবে আমার মনে হয় ক্যান্সার রোগটাই ভালো। আমার কথায় আহত হওয়ার আগে আমার বাকী কথা পড়ে নিয়েন।নিজের পক্ষে না রোগীর পক্ষে একবার চিন্তা করে দেখি যে কষ্ট কার বেশি আর কে ভোগ করে। ক্যান্সার রোগের কোন অ্যাান্সার নাই।পানির মত টাকা খরচ হয়। অন্তত যার ক্যান্সার সে কষ্ট পেয়ে একটা পর্যায়ে মারা যায়। কিন্ত ডায়বেটিস রোগটা অনেক খারাপ। টাকা পানির মত খরচ হয় না,তবে চোখের পানির মত খরচ হয়। মাঝে মাঝে। সারাজীবন ধরে এই রোগ বয়ে বেড়াতে হয়। কারো তরুণ বয়সে ধরা পড়ে কারো বা আরও পরে। অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। যে আগে ২ প্লেট ভাত খেতো তাকে এক কাপ ভাত খেতে বলে। যেই বাবা ছেলেমেয়েদের জন্য মিষ্টি নিয়ে আসত সে এখনো আনে। তার সামনে সন্তানরা মজা করে খায় সে খেতে পারে না। যে মা সন্তানদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা রাত চা বানিয়ে খাওয়াতো সে চা খায় চিনি ছাড়া। খেতে তিতা লাগে তাও খায়। সবার জন্য পাতিল...