Posts

Showing posts from September, 2017

ক্যান্সার vs ডায়বেটিস

পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হল ক্যান্সার। ঠিক সময়ে ধরতে না পারলে শেষ পর্যন্ত মৃত্যু হল শেষ পরিণতি। চোখের সামনে ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। স্বাস্থ্য ভেঙ্গে যায়।কেমো দিলে তো শরীরের অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। দেখলে নিজেরই খারাপ লাগে। তবে আমার মনে হয় ক্যান্সার রোগটাই ভালো। আমার কথায় আহত হওয়ার আগে আমার বাকী কথা পড়ে নিয়েন।নিজের পক্ষে না রোগীর পক্ষে একবার চিন্তা করে দেখি যে কষ্ট কার বেশি আর কে ভোগ করে। ক্যান্সার রোগের কোন অ্যাান্সার নাই।পানির মত টাকা খরচ হয়। অন্তত যার ক্যান্সার সে কষ্ট পেয়ে একটা পর্যায়ে মারা যায়। কিন্ত ডায়বেটিস রোগটা অনেক খারাপ। টাকা পানির মত খরচ হয় না,তবে চোখের পানির মত খরচ হয়। মাঝে মাঝে। সারাজীবন ধরে এই রোগ বয়ে বেড়াতে হয়। কারো তরুণ বয়সে ধরা পড়ে কারো বা আরও পরে। অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। যে আগে ২ প্লেট ভাত খেতো তাকে এক কাপ ভাত খেতে বলে। যেই বাবা ছেলেমেয়েদের জন্য মিষ্টি নিয়ে আসত সে এখনো আনে। তার সামনে সন্তানরা মজা করে খায় সে খেতে পারে না। যে মা সন্তানদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা রাত চা বানিয়ে খাওয়াতো সে চা খায় চিনি ছাড়া। খেতে তিতা লাগে তাও খায়। সবার জন্য পাতিল...

Friends and Family

Family members are gift from Allah Almighty but friends are our pick. It's up to us whom do we choose or not. A lesson from the "Marry and Max" movie finishing quote taught me. Facebook applies this same algorithm also. People are easily forgettable,erasable and replaceable. But memory never dies. That's why I always try to make memories. I am always grateful to my friends and well wishers for gifting me good memories from the past, till now and I hope they will in future. Thanks for stay in good times as well as in bad times. I thank every of them for supporting, poking, pestering, hurting, disappointing, correcting, quarreling, praising, leaving, helping, financing, defending, rebuking, wishing, loving, hating, remembering and teaching me. These things are priceless to a worthless person like me. I am not that worthy I thought. I am indebted towards them till death. I couldn't repay as I don't know how to except wishing well. Wish me good luck in life a...

Maktub

We wish to be king of our own kingdom.Hardly we get our wish granted! Most of the time we want to be some and we become something different.Something is beyond our ability but we still chase.Something is inherent but we hinder.That's the reality.What is lotted cannot be blotted. May be we are not happy with conscience.We love to dream and become happy if that came true.We loose our heart if not.If there is something for me,nobody can take it away from me inshaAllah.If there is nothing for me,there is nobody who can help.Being patient,devoted to almighty Allah and trying hard with faith is the only way 👣. #MIKParadox  

Stupid Idiot

Life is a short story.It starts abruptly and ends suddenly.Happiness is always ambiguous.Define your own.Donn mess with mine.We like fire as it keep us warm but we also dislike it for burning badly.It's always personal conscience what we do.We should not keep false wish alive.The problem is people are forgetful.Don't regret for that you decide.Because people will blame you but you will not. "The closer you look,The less you see " It's better to suspend yourself due to own stupidity.There was,there is and there will be always a difference.Believe it or leave it.It seems wise to deal with the dealer of the dealers that after the deal there will be no deal any more. ::While Working:: We hardly find a teammate like our own or a mentor that we want. If any of these two happens,everything will be so easy for us.But we hardly find any of those.They are fortunate who get.They can build their world as they feel like.Now let's think differently.May be it's not good...

ব্যক্ত

নিজের সাথে নিজেকে সময় দেয়াটা খুব জরুরী। মাঝে মাঝে খুঁজে দেখি যে আমার আমিই নাই! প্রতিনিয়ত নতুন করে নিজেকে সাজাতে হয়। বড্ড অলস আমার এই দেহ আর মন। যদিও "exception is not an example"!  জন্মের আগে থেকেই নির্ধারিত ভাগ্য নিয়ে সবাই পৃথিবীতে এসেছি। শুধুমাত্র ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করতে পারি, বাদ বাকিটা নিয়তি। যেটা আমার জন্য নির্দিষ্ট সেটা পারলে কেউ নিয়ে দেখাক, আর যেটা আমার না সেটা আমি নেয়ার কোন ক্ষমতাই রাখি না। আল্লাহ্‌ ভাগ্যের ব্যপারে এইরকমই আত্মবিশ্বাসী করেছেন মানুষকে। তবে তার জন্য প্রয়োজন চেষ্টা এবং পরিশ্রম দুটোরই। কারণ কেউ জানে না যে ভাগ্য কি লিখা আছে।  আল্লাহ্‌ এর উপর পরিপূর্ণ আস্থা আর ধৈর্য ধারণ করা ছাড়া আর কোন বিকল্প নেই। আল্লাহ্‌ যে আমাদের জন্য কি ঠিক করে রেখেছেন সেটা আমাদের ধারণারও বাহিরে। পরিবার আমাদেরকে বড় হয়ে জীবন নিয়ে ব্যাস্ত হতে প্রস্তুত করে দেয়। কিন্তু আফসোস যেই পরিবার মানুষকে গড়ে,মানুষ সেই পরিবারকেই ভুলে যায়।  মেকি সামাজিকতার ভিড়ে থাকার ইচ্ছে নেই। তাতে যদি কেউ অসামাজিক বলে বলুক। সামজিকতা কি এবং কিভাবে সামাজিক হতে হয় তার নুন্যতম পাঠ মাধ্যমিক পর্যায় পর্যন...

Words of nothing!

If we don't change time,it will change us.They say I bleed blue,I say red.That's why now we bleed bad.The hardest truth is,"Decision is always yours." I disagree with people who says hard work seldom pays off. May be you could do some more to make it certain.I had some lessons of sinking boat at coast.I then stand up and continue.sometimes I halt and change direction.But you see it's hard work that never compromise with anybody. Today or Tomorrow it will shine. No matter how deep you hinder. "Humble in victory humble in defeat.It is what it is.I took a chance it didn't pay off. I'll be back." Conor McGregor

চান্না মেরেয়া ভাবানুবাদ

Image
আচ্ছা বিদায় নিচ্ছি, প্রার্থনায় মনে রেখো আমাকে স্মরণ করাটা,তুমি তোমার ঠোঁটে রেখো তোমার মনের বাক্সে,আমার ভালো কাজ গুলো রেখো চিঠি আর তারবার্তায়,আমার সালাম গুলো রেখো ।। আমি তোমার অন্ধকারগুলো নিয়ে নিলাম আমার উজ্জ্বল তারাগুলো এখন থেকে তোমার করে দিলাম আমার চাঁদ ও আমার চাঁদ আমার চাঁদ ও আমার ভালোবাসার চাঁদ ।। আমি যদি তোমার পারিপার্শ্বিকে না থাকি কোন দুঃখ নেই,কোন দুঃখ থাকবে না আমাদের কাছাকাছি থাকার গল্পের, অভাব নেই, অনেকগুলো আছে অনেকবারই আমি করেছি আমার সকাল থেকে সন্ধ্যা তোমার আঙ্গিনায় বসে।। আমি সরিয়ে নিচ্ছি আমার পথ তোমার দিক থেকে আমি চন্দন, রেখে যাচ্ছি আমার সুবাস তোমার জন্য রেখে যাচ্ছি আমার অন্তরের আশা গুলো তোমার বালিশের নীচে এই বৈরাগী,বৈরাগ্যের চাদর গায়ে দিয়ে চলে যাচ্ছি ।। সত্যিকারের ভালোবাসা হয়ত তাতেই আছে, যেটাতে আছে আবেগ, তারপরও দুইটি হৃদয়ের বন্ধুত্বেও অনেক শান্তি আছে। দিয়ে আমাকে তোমার অনুপস্থিতি মানলাম সৃষ্টিকর্তা আমাকে আমন্ত্রণ দিয়েছে। আমার চাঁদ ও আমার চাঁদ আমার চাঁদ ও আমার ভালোবাসার চাঁদ ।। #ভাবানুবাদ #চান্না_মেরেয়া #MIKParadox

আল্লাহু

Once upon a time, I was a little child You grow me up, I know you in time আব্বু আম্মু তোমারই দান,ইয়া জাল্লে জালালু চেয়েছিগো আল্লাহ্‌ তোমায়, এ জীবনে শুধু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আল্লাহ্‌ তুমি দিও আমায় সবর ও হেদায়াত মেনে চলে পেতে চাই, তোমার হাবিবের সাফায়াত আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্‌ ............... আল্লাহ্‌ ......... জিনে দিয়া তুনে পিনে দিয়া তুনে খানে দিয়া তুনে সোনে দিয়া তুনে রোনে দিয়া তুনে হাসনে দিয়া তুনে ঈমানে দেদিয়া ইয়া আল্লাহ্‌ আল্লাহ্‌ তুমি দিলে আমায় অগণিত নেয়ামত করি যেন শুকরিয়া, ঘটার আগে কেয়ামত আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু সাউন্ডক্লাউডের জন্য লিখা গান।  লিঙ্কঃ https://soundcloud.com/mikparadox_1/allahufeat-mik

খোকা ঘুমালো

খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবো কিসে ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেবার খবর কি? খোকা সুধালো বুলবুলি তুই হারালি কোতি? ধানক্ষেতেরই খাজনা দেবা রইছে বাকী ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেবার খবর কি? বুলবুলি ও বুলবুলি তুই খাজনা দিয়ে যা, না পারো তো আমার লাই তুই সাক্ষী দিয়া যা ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেবার খবর কি? ও বুলবুলি তোমার লাগি সমন দিছি জারি, না আসিয়া এবারো কি দিবি আমায় ফাঁকি ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেয়ার খবর কি? বুলবুলি আসিলো জোরে জোরে ডাকিলো, বুলবুলি ধান খেয়েছি খাজনা দিবো শেষে ও খোকা ও খোকা তোর খাজনা নেবার কথা? বুলবুলিটা খাজনা লইয়া খোকারে খোঁজে, খোকার ঘরে সাড়া শব্দ আর কি আছে ও খোকা ও খোকা তোর খাজনা নেবার কথা? বুলবুলি ও বুলবুলি তুই আসলি অবশেষে, খোকা তোমার ঘুমের দেশে চলিয়া গেছে ও খোকা ও খোকা তোর খাজনা নেবার কথা? খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবো কিসে সাউন্ডক্লাউডে গানের জন্য লিখা লিরিক্স।  লিঙ্কঃ  https://soundcloud.com/mikparadox_1/mik-feat-khoka-ghumalo

Keep dreaming!

Dreaming is too easy for a person as it costs zero. We all are leaving in the boundary of dreams. It keeps us alive and help us in proceeding further. There is no limit in dreaming until it's on our head.But the real world is so tough to allege. Dreams are just the boat in the sea of life. Reality is the paddle that we continue to move forward. Some dreams are never meant to be happened unless we try for it. I also have some dreams and some came to realty some never came and some are on the way to be cherished. When it's my dream,I stopped listening to the people if and only if the dream is that much true to me. Many obstacles will be in way of life when we marched forward.These impediments can not eradicate our progress if we stay true and free. We are responsible for our deeds not others. If we stop accusing others for our mistake,we will progress for sure. Life was not ever easy for me and won't be for you too.  Paulo Cohelo introduced dream to become reality in his ...

আমি আর বাংলা

বাংলা আমার মায়ের ভাষা,মাতৃভূমি বাংলাদেশ প্রাণের ভাষায় করি গল্প,এই তো আছি বেশ। এতো ভালো লাগে কেন,মায়ের ভাষায় বলতে কথা বুঝতে পেরে জীবন দিল,সালাম,রফিক,জব্বার; বরকত সহ আরো অনেক মায়ের সন্তান বিলিয়ে দিল আকাতরে নিজেদের প্রাণ, রাখতে বাংলা মায়ের বাংলা ভাষার মান। কি যে জাদু বাংলা ভাষায়, বোঝা কি যায় সহজে বুঝেছিলেন মধুসূদন যখন ছিলেন প্রবাসে। শিশু শিখে “মা” বুলি কতোই না সহজে সেই কারণে রক্ত দিয়ে করল শহীদ নিজেকে বাংলা বলি,বাংলা লিখি,বাংলায় গাই গান সেই গানের সুরে শুধুই বাংলার অবদান মাঝে মাঝে অন্য ভাষায় যদি করি কিছু ভালো লাগেনা যতটা লাগে বাংলায় সবকিছু। "মা ও মাতৃভাষা" ই-ম্যাগাজিনের জন্য লিখাঃ ২০১৫