তেলাপোকা একটা পাখি,আমি একটা মানুষ।
“কাজের বেলায় কাজী,কাজ ফুরালে পাজী”। চতুর্দিকে কাজী আর পাজী দুই ক্যটাগরির অভাব নাই। সুসময়ে হ্যালো বলা আর দুঃসময়ে টাটা বলা মানুষ চিনতে চোখে চশমা দেয়া লাগে না। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মানুষের ব্যপারেও একই কথা। নৌকায় চড়ে ঐ নৌকায় ছিদ্র করা মানুষের খুব খারাপ স্বভাব। নিজের মনের/স্বার্থের ব্যাঘাত ঘটলেই তার পিছনে সমালোচনা আবার দরকার পড়লেই তার সাথেই হাসিমুখে আলোচনা। প্রকাশ্য শত্রুও এদের থেকে ভালো। তারা অন্তত চোখে চোখ রেখে মোকাবেলা করে, তাদের নীতি আছে। তারা মুখে মধু বলে অন্তরে বিষ রাখ া মুনাফিক না। আশেপাশে রোগী কম ডাক্তার বেশি। একটা রোগের কথা বললে আশেপাশে অনেক বিনে পয়সার ডাক্তার দেখা যায়। রোগের জন্য ফাও ডাক্তারি করতে এমবিবিএস পাশ করা লাগে না। কিন্তু রোগের ট্রিটমেন্ট করতে এমবিবিএস পাশ করা লাগে। আর এমবিবিএস পাশ করে ডাক্তারি করা কি সহজ না কঠিন তা বলা বাহুল্য। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কখনোই বলা হয় নি যে স্বাধীনতা অর্জন করা অনেক সহজ। মানুষের বিবেক আছে,বিবেক দিয়েই চিন্তা করা উচিৎ। কিছু মানুষ আছে যারা কারো কাছ থেকে হওয়া লাভক্ষতির হিসেব করার সময় পায় না। তাদের মন তাদের দেহের তুলনায় অনেক ব...