মিথ্যা কথা
"আমি মিথ্যা বলি না" এইটাই মনে হয় একটা মিথ্যা কথা। টুকাটাক মিথ্যা আমরা সবাই* প্রায় কম বেশি বলি। সত্যি বলতে আমি নিজেও মাঝে মাঝে বলি। বর্তমান পৃথিবী আমাদেরকে পুরোপুরি সত্য বলা থেকে কিছুটা হলেও দূরে রাখে। আর তাতেই প্রশ্রয় পায় মিথ্যা। মিথ্যাবাদী রাখালের পরিণতি কারোই অজানা নয়।
মিথ্যা বলারও লিমিট থাকে। ভুল বলা, অস্বীকার করা শব্দ দুইটার সাথে মিথ্যা শব্দের শুধু অক্ষরের পার্থক্য ছাড়া আর কোন পার্থক্য দেখি না। ভুল বলাটাও একধরনের মিথ্যা তবে সেটা একেবারে তৃণমূল পর্যায়ের। একটা মিথ্যাকে সাপোর্ট দিতে আরো অনেক মিথ্যার জন্ম হয়। সব মিথ্যা বলার পিছনেই কোন না কোন কারণ থাকেই। অনেকে বিনা কারণেও বলে। টুকটাক কিছু মিথ্যা আমরা/আমি বলি কাউকে খুশি করানোর জন্য অথবা কোন বিপদ থেকে বাঁচার জন্য। তবে অস্বীকার করাটা মিথ্যার পর্যায় পরে কিনা ঠিক বলা যায় না।
নির্লজ্জ মিথ্যার কোন কারণ থাকে না,ক্ষমা থাকে না। মানুষ সৃষ্টির ঊর্ধ্বে নয়। মাঝে মধ্যে ক্ষমা করেও আবার ক্ষমা করতে পারি না। আর অস্বীকার করাটা যখন নির্লজ্জ মিথ্যা হয়ে যায় তখন তাদের সম্পর্কে ভদ্র সমাজে বাস করেও মনের অজান্তে তাদের জন্য কিছু অসভ্য শব্দ নাড়া দেয়।
জানা-শোনার মধ্যের এই "কেভিন পিটারসেন"** রা আসলে ক্ষমা পাবার যোগ্যতা রাখে না। এদের নির্লজ্জ মিথ্যায় আমি ক্ষুব্ধ, লজ্জিত। সভ্য সমাজে বাস করেও অসভ্য শব্দের ইঙ্গিত দেয়ায় আমি অগ্রিম ক্ষমাপ্রার্থী।
* কিছু সাধু-সন্ত টাইপের মানুষ আছেন যারা মিথ্যা বলেন না। তাদের জন্য স্যালুট।
**এরা বাস্তবিক ভাবে এই উপমায় পড়ে না আমি জানি। কিন্তু তাদের আচরণ এই উপমায় অলংকৃত করতে আমাকে বাধ্য করল।
লেখাটা সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন। কারো পারসোনালিটিকে আঘাত করার উদ্দেশ্যে নয়। কেউ হয়ে থাকলে অগ্রিম ক্ষমাপ্রার্থী। তবে দ্বিমত পোষণ করাটা অস্বাভাবিক নয়। উপযুক্ত যুক্তি পেলে আমার ভালো লাগবে, জ্ঞানের পরিধি বাড়াতে সক্ষম হব। সেক্ষেত্রে অগ্রিম ধন্যবাদ।
#MIKParadox
Comments
Post a Comment