রুবিক্স কিউব কথন

:- ভাই রুবিক্স কিউব মিলাইতে পারেন?
:- পারি ভাই।
:- কতক্ষণে পারেন? ১০-১২ সেকেন্ড?
:- না ভাই।
:- তাইলে তো ৩০-৪৫ সেকেন্ড?
:- তাও না ভাই। আমি টাইমিং হিসেব করে মিলাই না।আপনার লাগলে বলেন, উল্টাই পাল্টাই দেন,আপনার সামনেই মিলাই দেখাই।
:- কি কন মিয়া!  টাইমিং কইরা পারেন না! তাইলে কি আমার ***  নি পারেনবাদ দেন।  খালি এইটাই পারেন না বাকী গুলাও কি পারেন নাকি ?
:- ভাই শুধু ৩X৩ ই পারি।বাকি গুলা আমার পারার দরকার নাই। খুব বেশি স্পিডেও মিলানোর ইচ্ছা নাই। পারি যে এইটাতেই আমি খুশি।
:- কি কন মিয়া!  পারলে কোন কম্পিটিশনে যান না ক্যারে? কি আর পারলেন তাইলে?
:- ভাই কিছু মনে করবেন না। আমি আপনাকে উল্টায়া পাল্টায়া কিউব টা দেই। ফার্স্ট লেয়ারটা অন্তত মিলাই দেখান।
:- না মানে ভাই এইটা তো অনেক সহজ হে হে ... তবে আপনার জন্য। থাক ভাই আমার লাগবে না। এইটা না পারলেও জীবনে কি কিছু আসবো যাইবো নাকি?
:- না ভাই কিছু আসবো যাইবো না।  আমি আপনারে দেখাই ক্যামনে মিলাইতে হয়। তারপর মিলাই দেখান। পুরাটা লাগবে না।
:- ভাই থাক আমি যাই। আপনি থাকেন আপনের এই সব ফালতু কিউব নিয়া। যত্তসব।
:- ভাই ভালো থাইকেন। আর সময় পাইলে একটু কিউব মিলানোর অ্যালগোরিদম গুলা দেইখেন। ইউটিউবে অভাব নাই। আর  অ্যালগোরিদম গুলা মনে রাইখা দেইখেন কত ধানে কত চাল।
:- মিলাইলাম না কিউব। আমি দেইখা নিমু নে পরে।
:- আপনার ইচ্ছা ভাই। আপনি একদিন না একদিন পারবেন। 

মানুষ আসলে কিছুতেই সন্তুষ্ট হয় না। হবেও না। কিউব মিলাইতে পারলেও আগে জিগায় পারি কিনা। পারলে জিগায় স্পিডে পারি কিনা।
অনেক সময় রড হিটারে পানি গরম দিয়ে পানি উতরানোর আগে মিলানোর চেষ্টা করতাম।মানে গ্লাস থেকে পানি উপচে পরার আগে। এখন এম্নেই মিলাই। সময় ধরে না। সময় না ধরেই মিলাতে আমার ভালো লাগে। মাশাআল্লাহ্‌ আমি এইটাই পারি আর এতেই আমার ভালো লাগে। স্পীডে মিলাইতে ইচ্ছা করে না।
ইনশাআল্লাহ্‌ যেনো অন্তত কিউব মিলানো না ভুলি। লাগবে না আমার স্পিড। আল্লাহ্‌ যে আমাকে মিলানোর ক্ষমতা দিসেন আলহামদুলিল্লাহ্‌।

#MIKParadox

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?