উপহার
কিছু মানুষ সব সময়ই উপহার পেয়ে থাকে। কিছু মানুষ পেতে থাকে আবার মাঝখান দিয়ে তার পাওয়াটা বন্ধ হয়ে যায়। আর কিছু মানুষ কখনোই পায় না। উপহার পেতে হলে হয়ত [আমার মনে হয়] কিছু যোগ্যতা থাকা লাগে। সেটা কি রকম কাজে কি রকম উপহার তার উপর ডিপেন্ড করে। পৃথিবীতে অন্যতম সবচেয়ে কঠিন কাজ হল বিপদের ধৈর্য ধারণ করে সঠিক পদক্ষেপ নেয়াটা। বিপদে ধৈর্য হয়ত ধারণ করার চেষ্টা চালানো যায় কিন্তু এই বিপদে বিপর্যস্ত হয়ে এর মধ্যেই সঠিক পদক্ষেপ কোনটা তা খুঁজে বের করাটাই কঠিন লাগে।
"সবাই বলে সেই জয়ী যে জিতে। কিন্তু আমার মনে হয় আসলে সেই জয়ী যে হারে ।কারণ একমাত্র সেই জানে যে বিজয়ী থাকার মুল্যটা কেমন।" অনেক সময় কোন উত্তর ই উত্তর দেয়ার জন্য যথেষ্ট হয় না :)
কথা গুলা কোন সিরিয়াস কিছু না। জাস্ট কিছু এলোমেলো শব্দকে এক্ত্রে লেখার প্রচেষ্টা।
#MIKParadox
"সবাই বলে সেই জয়ী যে জিতে। কিন্তু আমার মনে হয় আসলে সেই জয়ী যে হারে ।কারণ একমাত্র সেই জানে যে বিজয়ী থাকার মুল্যটা কেমন।" অনেক সময় কোন উত্তর ই উত্তর দেয়ার জন্য যথেষ্ট হয় না :)
কথা গুলা কোন সিরিয়াস কিছু না। জাস্ট কিছু এলোমেলো শব্দকে এক্ত্রে লেখার প্রচেষ্টা।
#MIKParadox
Comments
Post a Comment