জানা কথা

যে যেভাবে আছে তার সেইভাবে থাকাটাই মনে হয় বেটার। মডিফাই তখনই করা উচিৎ যখন সেই মডিফিকেশনের
ডেফিনিট ইন্ট্রিগেশন করা যায়। লিমিট ইজ এভ্রিথিং।
বড় স্বপ্নগুলার ডিফারেন্সিয়েশন করি। মাঝে মাঝে পার্শিয়াল ভাবেই করি। জীবনকে একটা নির্দিষ্ট স্টেটে রাখার
দরকার। বাট রাখা হয় না।
ইচ্ছা ছিল জীবনটা একটা স্মার্ট IDE হবে কিন্তু হয়ে গেল একটা টেক্সট এডিটর। কোন কম্পাইলার বা
ইন্টারপ্রিটার নাই। যা মনে চায় তাই লিখা যায়। ঠিক না এটা।
জীবনের মডেল রাদারফোর্ডের মডেলের মত হয়ে গেছে। শক্তি বিকিরণ করতে করতে শেষে কেন্দ্রে পতিত হবে।
মডেলটা নীলস বোরের মত হলে ভালো হত মনে হয়।
কোন কিছু যখন মন মত না হয় রাগ হয়। আল্লাহ্‌ কে দোষ দেই। কিন্তু এর আগে এতোদিন মনের মত অবস্থায় কে
রেখেছিল তা ভুলে যাই। অথবা আমার থেকে অনেকেই যে আরো খারাপ অবস্থায় আছে সেটাও ভুলে যাই।
আমাকেও তো ঐ অবস্থায় রাখা হইতে পারত। তার থেকে এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ্‌ :)
ভুলে যাই বার বার যেঃ
"রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে "
অনেকগুলা লাইন লেখার পরে একটা কো'ট মনে পড়লঃ
"the grass is always greener on the other side of the fence"
"আসলে যেভাবে আছি এটা ভালো না। ঐভাবে করলে ভালো হইত"- এইধরনের কথা প্রায়ই কমবেশি
মাথায় চলে আসে। তবে একটা কথাই নিজেকে সান্ত্বনা দেয়। আমার ভাগ্য নির্ধারিত। তবে ভাগ্য পরিবর্তনশীল,
কর্মের দ্বারা।
সর্বশক্তিমান মহান আল্লাহ্‌ তায়ালা সুরা বাকারায় বলেছেনঃ "আমি যা জানি, তোমরা তা জানো না "
আর সুরা ইয়াসিনে বলেছেনঃ " ...বলা হয়-হও, অতঃপর তা হয়ে যায়"
প্রতি জুম্মার নামাযের খুৎবার শেষে যে লাইনটা নামাযে দাঁড়ানোর আগে ইমাম সাহেব বলেন তাও কোরানের আয়াতঃ
" অতএব তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়ো না"
এতো কিছু জেনেও না-শোকরি হয়ে যায় মনের ভুলে। আশা করি সামনে থেকে আল্লাহ্‌ চাইলে অল্পেই
তুষ্ট হব। আলহামদুলিল্লাহ্‌ বলব।
প্রতিদিন ঘুমাতে যাই যে কালকে কি করব। ভবিষ্যতে কি হবে এই ভেবে। আজকে রাতে ঘুমের পর আল্লাহ্‌
যদি আগামীকাল রূহকে জেগে উঠার অনুমতি না দেয় তো তখন কি করব? ঘুম আর মরণ তো সমান।
জীবন তো এই অল্প দিনের :)
আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ্‌। সবাই চেষ্টা চালিয়ে যেতে পারেনা।দূরে থাকলেই ভালোবাসার উপলব্ধি
হয়। আল্লাহ্‌ আমাদের সবার পিতা-মাতা, পরিবার কে ভালো রাখুক। ইনশাআল্লাহ্‌ :)

#MIKParadox

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?