জীবনের ফুটবল মাঠে
দেয়া-নেয়ার এই ফুটবল মাঠে একদল শুধু ফাউল করেই গেলো।আমার মত স্বার্থপর যারা। তাদের হলুদ/লাল কার্ডের মাধ্যমেই এই জীবন মাঠে সতর্ক করা হয়।আর একদল শুধু ফাউলের শিকার হয়েই গেলো।
ফাউলের শিকার সাধারণ খেলোয়াড় ঠিকই খোঁড়াতে খোঁড়াতে আবার উঠে দাঁড়িয়ে রেফারিকে বোঝানোর চেষ্টা করে যে তার অনেক কিছু হইসে। সে মারাই যেতে লাগসিল। রেফারি দেখে তাকে বাঁচাইসে।
আবার সেই ফাউলের শিকার কিছু নিঃস্বার্থ খেলোয়াড় ঠিকই খোঁড়াতে খোঁড়াতে আবার উঠে দাঁড়িয়ে রেফারিকে বোঝানোর চেষ্টা করে যে তার কিছু হয় নাই। সে ঠিক আছে।
বাস্তব পৃথিবীর ফুটবল মাঠ আর জীবনের ফুটবল মাঠে এই যা তফাৎ।
বাস্তবে এই রকম ঘটে না। স্ট্যাটাসদাতার উপমায় ঘটে।
বাস্তবে এই রকম ঘটে না। স্ট্যাটাসদাতার উপমায় ঘটে।
নিঃস্বার্থ খেলোয়াড় দের জন্য স্বার্থপর খেলোয়াড়ের কোন ভালোবাসা নেই।কারণ স্বার্থপর মানুষ ভালোবাসার অধিকার রাখে না।
তাদের ভালবাসতে নেই।
#MIKParadox
তাদের ভালবাসতে নেই।
#MIKParadox
Comments
Post a Comment