গাছ

গাছে যতক্ষণ পর্যন্ত ফল ধরে ঐ গাছের একচুয়াল আয়ু ততদিনই। মানুষ ততক্ষণই ঐ গাছের যত্ন করে। যতদিন প্রয়োজন থাকে মানুষ কাছাকাছি থাকে কন্টাক্টে থাকে। প্রয়োজন কি ,দরকারে থাকে। প্রয়োজন নাই কন্টাক্ট নাই। আবার যখন প্রয়োজন থাকে তখন মানুষ আবার কাছাকাছি থাকে কন্টাক্ট রাখে। যখন ঐ গাছ আর ফল দেয় না, শুধুই আলো বাতাস মাটি আর পানি নিয়ে বেঁচে থাকে,তখন মানুষ ঐ গাছ কে কেটে ফেলে অথবা ফেলার অপেক্ষায় থাকে। বাকী যে কয়টা দিন গাছ বেঁচে থাকে তা কিছুটা থাকে পরিচর্যাকারীর ইচ্ছায়। জ্যান্ত গাছের অব্যাক্ত ভয়।কেটে ফেলার ভয়।
গাছগুলা অপেক্ষায় থাকে হাসি মুখে। তারা বলে ভাগ্যিস আমরা মানুষ না     
‪#‎MIKParadox‬

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?