পাথর,মানসিকতা,জিম আর ডেলা & চালাকি
# কুমারপাড়ায় অনেকগুলো মাটির দলাগুলোর সাথে একটা মাঝারি সাইজের পাথর ছিল।কুমারপাড়ার এঁটেল মাটির দলা অনেক শক্ত। পাথরের মতই। ঐ পাথরটি নিজেকে ঐ মাটির দলা গুলোর একজন মনে করত। সে মাটির দলাদের থেকে শুধুমাত্র রঙে একটু অন্যরকম ছিল।নইলে একই রকম শক্ত ও ভারী ছিল।
একদিন খুব বৃষ্টি আসলো। বৃষ্টিতে কুমারপাড়ার এঁটেল মাটির দলা গুলো সব কাদামাটি হয়ে গেল।রয়ে গেল শুধু পাথরটি।
পাথর ভুলে গিয়েছিল যে সে পাথর,মাটি না।
পাথররা কখনো কাদামাটি হয় না।
# অন্ধ না পায় দেখিতে, পক্ষাঘাত পারে না হাটিতে
মূক পারে না বলিতে, বধির পারে না শুনিতে
আর প্রতিবন্ধী সে তো বিকলাঙ্গ
তোমার কি তাতে? তুমি কি জানো?
তুমি তাদের থেকেও অধম।
হুমায়ূন পড়া অনেক সহজ,
পারলে হুমায়ূনের মত হয়ে দেখাও।
আর নাইলে **** **** ***
# কিছু মানুষ কখনোই বদলায় না।
যারা নোংরা মন মানসিকতার তারা তা নিয়েই আছে এখনো। আর যারা ভালো মানসিকতার তাদের জয় গান এখনো করি।
নোংরা মানুষ যারা আছে তারা নোংরাই থাকবে, তাদের রক্তে মিশে আছে নোংরামি।
তারা নোংরাই থাক।
কয়লা ধুলেও ময়লা যায় না।
Once a dog,is always a dog squint emoticon
Doges never change,never frown emoticon
একদিন খুব বৃষ্টি আসলো। বৃষ্টিতে কুমারপাড়ার এঁটেল মাটির দলা গুলো সব কাদামাটি হয়ে গেল।রয়ে গেল শুধু পাথরটি।
পাথর ভুলে গিয়েছিল যে সে পাথর,মাটি না।
পাথররা কখনো কাদামাটি হয় না।
# অন্ধ না পায় দেখিতে, পক্ষাঘাত পারে না হাটিতে
মূক পারে না বলিতে, বধির পারে না শুনিতে
আর প্রতিবন্ধী সে তো বিকলাঙ্গ
তোমার কি তাতে? তুমি কি জানো?
তুমি তাদের থেকেও অধম।
হুমায়ূন পড়া অনেক সহজ,
পারলে হুমায়ূনের মত হয়ে দেখাও।
আর নাইলে **** **** ***
# কিছু মানুষ কখনোই বদলায় না।
যারা নোংরা মন মানসিকতার তারা তা নিয়েই আছে এখনো। আর যারা ভালো মানসিকতার তাদের জয় গান এখনো করি।
নোংরা মানুষ যারা আছে তারা নোংরাই থাকবে, তাদের রক্তে মিশে আছে নোংরামি।
তারা নোংরাই থাক।
কয়লা ধুলেও ময়লা যায় না।
Once a dog,is always a dog squint emoticon
Doges never change,never frown emoticon
# জিম আর ডেলার গল্প মনে হয় কারোই অজানা নাই।
আসলে আমাদের জীবনে লুকানো থাকে এই জিম আর ডেলা।
হয়ত অনেক জিমরা নিজের শখের বেল্ট ছাড়া ঘড়িটা বিক্রি করে তাদের ডেলার শখের সুন্দর সোনালী চুলের জন্য চিরুনি কিনে আনে।
আর ঐদিকে ডেলারা নিজের শখের সোনালী চুল কেটে বিক্রি করে তাদের জিমের শখের বেল্ট ছাড়া ঘড়িটার জন্য বেল্ট কিনে আনে।
আমার আশে পাশেই হয়ত আছে এইরকম অনেক জিম-ডেলা।হয়ত আমি নিজেও একজন।
জিম আর ডেলাকে বোকা বলে ভুল করার আগে নিচের লাইন গুলো পড়ে নিয়েন।আমার লিখা না,গল্পের লেখক নিজেই বলছেনঃ
"But in a last word to the wise of these days let it be said that of all who give
gifts these two were the wisest. Of all who give and receive gifts, such as they are wisest.
Everywhere they are wisest."
আসলে আমাদের জীবনে লুকানো থাকে এই জিম আর ডেলা।
হয়ত অনেক জিমরা নিজের শখের বেল্ট ছাড়া ঘড়িটা বিক্রি করে তাদের ডেলার শখের সুন্দর সোনালী চুলের জন্য চিরুনি কিনে আনে।
আর ঐদিকে ডেলারা নিজের শখের সোনালী চুল কেটে বিক্রি করে তাদের জিমের শখের বেল্ট ছাড়া ঘড়িটার জন্য বেল্ট কিনে আনে।
আমার আশে পাশেই হয়ত আছে এইরকম অনেক জিম-ডেলা।হয়ত আমি নিজেও একজন।
জিম আর ডেলাকে বোকা বলে ভুল করার আগে নিচের লাইন গুলো পড়ে নিয়েন।আমার লিখা না,গল্পের লেখক নিজেই বলছেনঃ
"But in a last word to the wise of these days let it be said that of all who give
gifts these two were the wisest. Of all who give and receive gifts, such as they are wisest.
Everywhere they are wisest."
জিমরা ভালো থাক,ভালো থাক ডেলারা।
আমিও ভালো থাকলাম।
অনেক লিখেছি আর লিখব না।
আমিও ভালো থাকলাম।
অনেক লিখেছি আর লিখব না।
# পৃথিবীর সব চালাক মানুষ নিজেকে বোকা বলে পরিচয় দিয়ে থাকে।কারণ এইটাই তার সবচেয়ে বড় চালাকি।
#MIKParadox
#MIKParadox
Comments
Post a Comment