এত তিতা লাগে কেন?

ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত অনুবাদ শিখসিলাম “We should bear the courage of telling the truth……………..” বঙ্গানুবাদঃ আমাদের সত্য বলার সৎ সাহস থাকা উচিৎ। যদিও কোন পাব্লিক পরীক্ষায় আসে নাই। পার্বিক পরীক্ষা আর মডেল টেস্ট এর মদ্ধেই সীমাবদ্ধ ছিল। 

সত্য কথা অল্টাইম ভালা লাগে যদি পক্ষে যায় আর নাইলে তিতাই লাগে। আমারও আপনারও। সবাই বলে সদা সত্য কথা বলবা। কিন্তু কাহিনী হল সত্য কথা সবার হজম হয় না। ঢোঁক গিল্লাও অনেক সময় হজম করা যায় না। ফলস্বরূপ হয় বদহজম আর সত্যবাদীর কপালে জুটে সত্য বলার শাস্তি। তাই এই জীবনে বেঁচে থাকার জন্য হাল্কা পাতলা মিথ্যা কথা বলা লাগে । (সবচেয়ে বড় সত্য কথা )

লাগে রাহো মুন্না ভাই ছবিতে বলসে বুক ফুলায়া সত্য কথা বইলা ফালাইতে।কিচ্ছু হইব না,সব ঠিক হইয়া যাইব। কথা সত্য। অনেক ক্ষেত্রেই এইটা ফলছে। কিন্তু সেই ক্ষেত্রটাও অনেক কম ২% মাত্র।বাকি ৯৮% ক্ষেত্রে এই থিউরি ফেইল!!! যেমনঃ

আম্মুর কাছে সত্যি কথা বলায় আম্মু হাল্কা রাগ করলেও পরে খুশি যে পোলা এখনো আপনই আছে পর হয় নাই।

বান্দুবীর কাছে সত্য কথা বলায় উপ্রে উপ্রে দেখাইলো খুশি হইসে সত্যবাদিতায় কিন্তু আমি বুইজ্ঝানিলাম যে তার ভিত্রে ভিত্রে কি চলতাছে। কেম্নে?? বলার আগে আর বলার পরের হাবভাবে আর কেম্নে!!!

ছোট ভাই বোনদের সত্য বলায় তারা তো মনে হয় পারলে আমারেই নতুন কইরা সত্য বলার ডেফিনিশন দিয়া দিল।

আর বড় ভাই বোনদের কথা আর কি বলব সংক্ষেপে বলি এক কথায় “সাট আপ” !!!!

বন্ধুর কাছে সত্য বলায় দেখে মনে হল কইব “দোস্ত তর সত্যবাদিতায় আমি সাকা হমু না জলিল হমু ভাবতেসি।” কেউ তো পুরাই নেটওয়ার্কের বাহিরে পাঠাইয়া দিল

আব্বুরে বললাম যে আব্বু অমুক জিনিশ আসলে আমি নষ্ট করে ফেলসি/ভাইঙ্গা ফালাইসি/হারায়া ফালাইসি......... আব্বা হাল্কা উপদেশ দিল (না দিলে তো বারবার ভুল করমু তাই উপদেশ দেয়ার পরের বার ভুল না করার পসিবিলিটি বাড়ে আর কি ) তার পর সব ঠিকঠাক।

ছোটকাল থেকে ভাবসম্প্রসারণ পড়ে আসছি তো, পুরাটা মনে নাই কিছুটা এই রকম ছিলঃ
“ সত্য কথায় মানুষ রুষ্ট
গরম ভাতে বিড়াল অসন্তুষ্ট ”

তবে যাই হোক ভাইবোন আসলেই আল্লাহ্‌র নেয়ামত। উপ্রে উপ্রে যাই করুক না কেন ভিত্রে ভিত্রে অনেক ভালোবাসে। আসলে একমাত্র আব্বু আম্মুর কাছে হাচা কথার মূল্য পাইলাম।আর এই জাহানের কোথাও পাইলাম না।

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ