কাছের মানুষ আর কষ্টের ফেরিওয়ালা

কিছু মানুষের উপস্থিতি জীবনের মানে পাল্টে দেয়। তাদের নিঃস্বার্থ ভালোবাসার ঋণে ঋণী করে দেয়।
বলব একজনের কথা যে কিনা নিঃস্বার্থ ভাবে সবসময়ই আমার ভালো চেয়েছে। সাফল্যে বাহাবা আর ব্যর্থতায় সমবেদনা জানিয়েছে। আমাকে কাছের মানুষের স্বীকৃতি দিয়েছে।যদিও হয়ত আমি তাকে আমার খুব কাছে আসতে দেই নাই। তারপরও আমরা কাছাকাছিই আছি।হয়ত অনেক কাছাকাছি আবার অনেক দূরে।
কথায় আছে "যদি থাকে বন্ধুর মন গাঙ সাঁতরাইতে কতক্ষণ" :)

আরেকজন হল কষ্টের ফেরিওয়ালা। আমি যখন কষ্টের বৃষ্টিতে ভিজে ক্লান্ত ছিলাম তখন তার সাথে পরিচয় হয়েছিল। সে শুধু সবার কষ্ট ফেরি করে বেড়ায়। সবার কষ্ট কিনে নিয়ে সবাইকে সুখি দেখতে চায়। আমার কষ্ট কিনে নেয়ার জন্য জিজ্ঞেস করে আমার মন খারাপ কিনা। বিনিময়ে কিচ্ছু চায় না। চায় না কোন সুবিধা।শুধু আমার কষ্ট গুলো কিনতে চায়। আমি হয়ত সেই কষ্টের ফেরিওালার কাছে আমার কষ্ট বিক্রি করি না। কিন্ত সে নিরলস ভাবে কষ্টের ফেরি করে যাচ্ছে। এখনোও মাঝে মধ্যে খোঁজ নেয় কষ্ট বিক্রি করব কিনা।

আমি চেষ্টা করি কষ্টের ব্যাঙ্ক হতে। মানুষ ব্যাঙ্কে টাকা জমায়। আমি মানুষের কষ্ট জমাই।সবার কষ্ট শুনি।কেউ বলে কেউ বলে না।মাঝে মাঝে কষ্ট জমানোর জন্য অনেককে বিরক্ত করি।নিজেকে কষ্টের ব্যাঙ্ক বানিয়ে নিজে সুখি থাকি। কারণ দিনশেষে হিসেব করে দেখি সবার জীবনে অনেক কষ্ট।তাদের কষ্টের হিসেব মিলাই।তাদের তুলনায় আমার কষ্ট অনেক কম।

আমি তাদের সাথে থাকি বা না থাকি এই কাছের মানুষ আর কষ্টের ফেরিওয়ালা মনে হয় আমার না থাকার জন্য মন খারাপ করবে না।
কারণ তারা এই যুগের চন্দ্রমুখী। তারা মন খারাপ করতে জানে না।

এখনো আমার স্বপ্ন সকালে বানানো এক কাপ চা খাওয়ার আর বিকালেই আবার এক কাপ চা বানিয়ে খাওয়ানোর। স্বপ্ন এই ছোট্টই :) বাঁচব আর ক'দিন :)
#MIKParadox

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?