পিতামাতা
"পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা প্রকৃত পিতামাতা হারা
আরেক যারা পিতামাতা জীবিত থাকা অবস্থায় ও পিতামাতা হারা"
আরেক যারা পিতামাতা জীবিত থাকা অবস্থায় ও পিতামাতা হারা"
একটা ছবি আঁকছিলাম কিন্তু মনের মত হচ্ছিল না। তাই আবার নতুন করে আঁকার সিদ্ধান্ত নিলাম। সবার দোয়া প্রার্থী smile emoticon
নতুন কিছুর শুরুর দিকে আগ্রহ থাকে। আস্তে আস্তে সময়ের সাথে আগ্রহ কমতে থাকে। এই কমাটাই পরে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। সবার কমে না। কারো আবার সময়ের সাথে সাথে আগ্রহ বাড়তেই থাকে।
কিছু মানুষের বিচার আল্লাহ্ অবশ্যই করেবন।আজ হোক কাল হোক। যে যতটুকু পানিতে নামবে সে ততটুকুই ভিজবে। ভিজতেই হবে। জাহেরি ভাবেই হোক বা বাতেনি ভাবেই হোক।
নতুন কিছুর শুরুর দিকে আগ্রহ থাকে। আস্তে আস্তে সময়ের সাথে আগ্রহ কমতে থাকে। এই কমাটাই পরে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। সবার কমে না। কারো আবার সময়ের সাথে সাথে আগ্রহ বাড়তেই থাকে।
কিছু মানুষের বিচার আল্লাহ্ অবশ্যই করেবন।আজ হোক কাল হোক। যে যতটুকু পানিতে নামবে সে ততটুকুই ভিজবে। ভিজতেই হবে। জাহেরি ভাবেই হোক বা বাতেনি ভাবেই হোক।
দিন যত যায় তত খালি স্বপ্নের পরিমাণ বাড়ে,কিন্তু স্বপ্নের গাছে পানি দেবার খেয়ালটা কেন যেন থাকে না। ফলে স্বপ্নের গাছটা ক্রমশ তুলসী গাছে রূপান্তরিত হয়।
প্রায় অনেক বছর আগে এক তরুন-তরুণী যুগল পারিবারিকভাবে এক হয়েছিল। তাদের মনে অনেক স্বপ্নও ছিল। তারা তাদের ঘর নতুন করে গুছিয়ে নিয়েছিল। তাদের সন্তানদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে জমা রেখেছিল।
তাদের সন্তান হল। তারা সন্তানের ভবিষ্যতের চিন্তা করল।নিজেদের জন্য কিছু করার স্বপ্ন বিসর্জন দিল। সন্তানের জন্য কেউ চাকুরী ছাড়ল আবার কেউ শুরু করলো।এইভাবেই তারা স্বপ্ন দেখল গাছ লাগাবার। যে গাছের ফল দেখে মানুষ গাছের মালীর প্রশংসা করে বলবে,"আহ!! কি সুন্দর করে গাছের যত্ন করা হয়েছে,না জানি কত ভালো সেই মালী "
আস্তে আস্তে গাছ গুলো বড় হতে লাগলো। সত্যিই মানুষ ঐ গাছ গুলো দেখে আর গাছের ফল দেখে সবাই বিস্মিত হয়। বলতে লাগে যে "কিভাবে এল এই ফল!!!! আপনারা তো ভালোই যত্ন নিয়েছেন। আমরা যদি আপনার মত নিতে পারতাম!!"
আজ ঐ তরুন-তরুণী যুগল এখনো আগের মতই এক সাথেই আছে।তাদের সম্পর্কের বয়স বেড়েছে,হাল্কা একটু তফাত এখন আর তখন এ। তরুণের থুতনির কাছের দাঁড়িতে হাল্কা পাক ধরেছে,আর তরুণীর হাল্কা পাক ধরেছে কানের কাছে দিয়ে চুলে। কিন্ত তাদের সৌন্দর্য কমেনি,তারা হয়েছেন সন্মানিত আর হয়েছে্ন স্নেহপরায়ণ।
তাদের সন্তান হল। তারা সন্তানের ভবিষ্যতের চিন্তা করল।নিজেদের জন্য কিছু করার স্বপ্ন বিসর্জন দিল। সন্তানের জন্য কেউ চাকুরী ছাড়ল আবার কেউ শুরু করলো।এইভাবেই তারা স্বপ্ন দেখল গাছ লাগাবার। যে গাছের ফল দেখে মানুষ গাছের মালীর প্রশংসা করে বলবে,"আহ!! কি সুন্দর করে গাছের যত্ন করা হয়েছে,না জানি কত ভালো সেই মালী "
আস্তে আস্তে গাছ গুলো বড় হতে লাগলো। সত্যিই মানুষ ঐ গাছ গুলো দেখে আর গাছের ফল দেখে সবাই বিস্মিত হয়। বলতে লাগে যে "কিভাবে এল এই ফল!!!! আপনারা তো ভালোই যত্ন নিয়েছেন। আমরা যদি আপনার মত নিতে পারতাম!!"
আজ ঐ তরুন-তরুণী যুগল এখনো আগের মতই এক সাথেই আছে।তাদের সম্পর্কের বয়স বেড়েছে,হাল্কা একটু তফাত এখন আর তখন এ। তরুণের থুতনির কাছের দাঁড়িতে হাল্কা পাক ধরেছে,আর তরুণীর হাল্কা পাক ধরেছে কানের কাছে দিয়ে চুলে। কিন্ত তাদের সৌন্দর্য কমেনি,তারা হয়েছেন সন্মানিত আর হয়েছে্ন স্নেহপরায়ণ।
আল্লাহ্ ঐ যুগলকে সর্বাবস্থায় ভালো রাখুক। smile emoticon
Comments
Post a Comment